পিলি কাকে বলে এবং পিলির প্রকারভেদ

সুপ্রিয় বন্ধুরা আজকের এই পর্বে আলোচনার মূল বিষয় হল পিলি কাকে বলে এবং পিলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি সম্পর্কে‌

পিলি কাকে বলে :

কিছু সংখ্যক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বহির্গাত্রে অসংখ্য সূক্ষ্ম সূত্রাকার উপাঙ্গ দেখা যায় যাদের পিলি বা ফিমব্রি বলে। এগুলি ফ্ল্যাজেলার তুলনায় সংখ্যায় বেশি, দৈর্ঘ্যে এবং দৃঢ়তায় কম। এগুলি পিলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। পিলি বা ফিমব্রির উপস্থিতি প্লাসমিডে অবস্থিত জিন দ্বারা নির্ধারিত হয়। এদের দৈর্ঘ্য 0.2 – 20µm এবং ব্যাস সাধারণত 250Å হয়।

পিলির প্রকারভেদ :

 পিলি সাধারণত দুই প্রকারের যথা-

১. সাধারণ পিলি : সাধারণ পিলি ব্যাকটেরিয়া কোশদের পরস্পরকে আঁকড়ে ধরে থাকতে বা ধারকের গায়ে আটকে থাকতে সাহায্য করে।

পড়ুন : ট্রান্সফরমেশন কাকে বলে ?

২. সেক্স পিলি : এই পিলি গুলি  দ্বারা একটি ব্যাকটেরিয়া (F*) অপর ব্যাক্টেরিয়ার (F-) এর সঙ্গে যোগসূত্র গড়ে তোলে এবং এর মাধ্যমে বংশগতি বস্তুর স্থানান্তর ঘটে। E. coli-র F* কোশের সেক্স পিলির অগ্রভাগ স্পর্শ দ্বারা F-কোশ চিনে নিতে পারে।

পিলি সাধারণত তরল মাধ্যমে পরস্পর জড়িয়ে থেকে পেলিকল গঠন করে অক্সিজেন গ্ৰহণে সাহায্য করে। সেক্স পিলি কনজুগেশন টিউব হিসেবে কাজ করে। অ্যান্টিজেনিক বৈশিষ্ট্যের জন্য পিলি হিমাগুটিনেশনে সাহায্য করে।

পড়ুন : ব্যাকটেরিয়া কাকে বলে এবং বৈশিষ্ট্য?

Leave a Comment