History Gk For Competitive Exam | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

History Gk For Competitive Exam | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

সুপ্রিয় পাঠক বন্ধুরা, এই পর্বটিতে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ।

History Gk For Competitive Exam :

◆ বিভিন্ন গ্ৰন্থের রচিয়তা :

1. রামচরিত গ্ৰন্থের রচিয়তা কে ?
উ: সন্ধ‍্যাকর নন্দী

2. প্রিয়দর্শিকা গ্ৰন্থের রচিয়তা কে ?
উ: হর্ষবর্ধন

3. মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা ?
উ: বিশাখদত্ত

4. চরকসংহিতা গ্রন্থটি কার লেখা ?
উ: চরক

5. মেঘদূত গ্রন্থটি কার লেখা ?
উ : কালিদাস

6. মৃচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতা কে ?
উ: শুদ্রক

◆ বিভিন্ন সভ‍্যতা

1. হরপ্পা সভ‍্যতা কে কত সালে আবিষ্কার করেন ?
উ: 1921 সালে , দয়ারাম সাহানী

2. মেহেরগড় সভ‍্যতা কে কত সালে আবিষ্কার করে ?
উ: 1974 সালে জাঁ ফ্রাঁসোয়া জারিজ

3. মহেঞ্জোদারো সভ‍্যতা কে কত সালে আবিষ্কার করে ?
উ : 1922 সালে রাখালদাস বন্ধ‍্যোপাধ‍্যায়

◆ জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম

1. জৈন ধর্মের প্রবর্তক কে ?
উ: ঋষভদেব

2. জৈন ধর্মের 24 তম তথা শেষ তীর্থঙ্করের নাম কি ?
উ : মহাবীর

3. জৈন ধর্মের 23 তম তীর্থঙ্করের নাম কি ?
উ : পার্শ্বনাথ । যিনি জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক।

4. প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল ?
উ: স্থূলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে

5. জৈন ধর্মগ্ৰন্থ গুলি কোন ভাষায় লেখা ?
উ: প্রাকৃত ভাষায়

6. গৌতম বুদ্ধের মৃত‍্যুর ঘটনাকে কি বলা হয় ?
উ: মহাপরিনির্বান

7. বৌদ্ধদের প্রধান ধর্ম গ্ৰন্থের নাম কি ?
উ: ত্রিপিটক

8. বুদ্ধদেব কোন ভাষায় ধর্ম প্রচার করেছিলেন ?
উ : পালি

9. বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল ?
উ: কন্টক

10. প্রথম বৌদ্ধ সম্মেলন – রাজগৃহ

11. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন – বৈশালী

12. তৃতীয় বৌদ্ধ সম্মেলন – পাটলিপুত্র

14. চতুর্থ বৌদ্ধ সম্মেলন – কাশ্মীর / জলন্ধর

◆ মগধের ইতিহাস

1. শ্রেণিক কার উপাধি ?
উ: বিম্বিসার

2. কুণীক কার উপাধি ?
উ: অজাতশত্রু

3. নন্দ বংশের প্রতিষ্ঠতা কে ?
উ : মহাপদ্ম নন্দ

4. আলেকজান্ডার যখন ভারত আক্রমন করেন তখন মগধের সিংহাসনে কে ছিল ?
উ : ধননন্দ

5. মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিলেন ?
উ : চন্দ্রগুপ্ত মৌর্য

6. সাঁচী স্তূপ কোন যুগের শ্রেষ্ঠ শিল্প নির্দশন ?
উ : মৌর্যযুগের

7. ভারতের উপর প্রথম আক্রমণ করে কারা ?
উ : পারসিকরা

8. আলেকজান্ডার মোট কত মাস ভারতে ছিলেন ?
উ: 19 মাস

9. ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন কে ?
উ : দ্বিতীয় কদফিসেস

10. শকাদ্বের প্রচলন করেন কোন সম্রাট ?
উ : কনিস্ক

11. রেশম পথ কোন সাম্রাজ্যের মধ‍্যে পড়েছিল ?
উ : কুষাণ সাম্রাজ্য

12. গুপ্তাব্দ নামে নতুন সন প্রচলন করেন কে ?
উ : প্রথম চন্দ্রগুপ্ত

13. সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন কে ?
উ : স্মিথ

14. ভারতের সেক্সপিয়ার কাকে বলা হয় ?
উ : কালিদাসকে

15. ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় ?
উ : স্কন্দগুপ্তকে

◆ স্থাপত‍্য ও মন্দির

1. মহাবলীপুরমের রথের রূপকার কে ?
উ : প্রথম নরসিংহ বর্মন

2. পুরীর জগন্নাথ মন্দিরের রূপকার কে ?
উ : অনন্তবর্মন চোড়গঙ্গ ( শেষ করেন দ্বিতীয় অনঙ্গভীম )

3. অঙ্করভাটের বিষ্ণুমন্দিরের রূপকার কে ?
উ: দ্বিতীয় সূর্য বর্মন

4. খাজুরাহের মন্দির এর রূপকার কে ?
উ : চান্দেল রাজ ধঙ্গ

5. কোনারকের সূর্য মন্দির এর রূপকার কে ?
উ : প্রথম নরসিংহদেব

◆ সুলতানী যুগ

1. চেঙ্গিস খাঁ কত সালে ভারত আক্রমণ করে ?
উ : 1221 সালে

2. বাজার দর নিয়ন্ত্রণ ব‍্যবস্থার প্রচলন করেন কে ?
উ : আলাউদ্দীন খলজী

3. দাগ ও হুলিয়া প্রথার প্রচলন করেন কে ?
উ : আলাউদ্দীন খলজী

4. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?
উ : আলাউদ্দীন খলজী

5. সুলতানী যুগের আকবর কাকে বলা হয় ?
উ : ফিরোজ তুঘলক

◆ মুঘল যুগ

1. আকবরনামা গ্ৰন্থটি কার লেখা ?
উ : আবুল ফজল

2. যুদ্ধে প্রথম কামানের ব‍্যবহার করে কোন মুঘল সম্রাট ?
উ : বাবর

3. হুমায়ুন কথার অর্থ কি ?
উ : ভাগ‍্যবান

4. শেরশাহের কোথায় সমাধিস্থ করা হয় ?
উ : বিহারের সাসারামে

5. কবুলিয়াৎ ও পাট্টা প্রথার প্রবর্তন করেন কে ?
উ : শেরশাহ

6. আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল ?
উ : আসীরগড় দুর্গ জয়

7. বুলন্দ দরওয়াজা কে নির্মান করেন ?
উ : আকবর

8. জাহাঙ্গীরের আসল নাম কি ছিল ?
উ : সেলিম

9. পঞ্চম শিখগুরু অর্জুনকে কে হত‍্যা করেছিল ?
উ : জাহাঙ্গীর

10. জাহাঙ্গীরের প্রিয়তমা পত্নী নূরজাহানের পূর্ব নাম কি ছিল ?
উ : মেহেরউন্নিসা

11. শাহজাহান এর পূর্ব নাম কি ছিল ?
উ : খুররম

12. শাহজাহান নির্মিত এক কোটি স্বর্ণমুদ্রার ময়ূর সিংহাসন কে লুঠ করেছিল ?
উ : পারস্য সম্রাট নাদির শাহ

13. দরবেশ ও জিন্দাপীর বা জীবন্ত সাধু কাকে বলা হয় ?
উ : ঔরঙ্গজেব

14. বাংলার প্রথম নবাব কে ছিলেন ?
উ : মুর্শিদকুলি খাঁ

15. অমৃতসরের সন্ধি কোন সালে হয়েছিল ?
উ : ১৮০৯ সালে

16. সব লাল হো যায়েগা এই উক্তির বক্তা কে ?
উ : রঞ্জিৎ সিংহ

◆ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্ৰগতি

1. কে ছিল প্রথম বাংলার গভর্নর জেনারেল ?
উ : ওয়ারেন হেস্টিংস

2. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠতা কে ?
উ : স‍্যার উইলিয়াম জোন্স

3. চিরস্থায়ী বন্দোবস্ত, দশশালা বন্দোবস্ত ও সূর্যাস্ত আইনের প্রবর্তন কে করেন ?
উ : লর্ড কর্ণওয়ালিশ

4. ভারতীয় সিভিল সার্ভিসের জনক নামে অভিহিত কে ?
উ : লর্ড কর্ণওয়ালিশ

5. অধীনতামূলক মিত্রতা নীতির প্রচলন করেছিলেন কে ?
উ : লর্ড ওয়েলেসলি

6. বাংলার শেষ তথা ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উ : উইলিয়াম বেন্টিক

7. ভারতীয় ডাক ব‍্যবস্থা ও ভারতীয় রেলপথের জনক কে ?
উ : লর্ড ডালহৌসী

8. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল ?
উ : লর্ড ক‍্যানিং

9. কে কংগ্ৰসকে তিনদিনের তামাশা বলেছেন ?
উ : অশ্বিনী কুমার দত্ত

10. কোন ব‍্যাক্তি ছিলেন ভারত সভার প্রথম সভাপতি ?
উ : উমেশচন্দ্র বন্ধ‍্যোপাধ‍্যায়

11. মহারাষ্ট্রের রবিনহুড কাকে বলা হয় ?
উ : বাসুদেব বলবন্ত ফাড়কে

12. মিত্রমেলার স্থাপন কে করেন ?
উ : বিনায়ক দামোদর সাভারকর

13. বাঘাযতীন নামে কে পরিচিত ?
উ : যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

14. ‘ My Experiments With Truth ‘ এটি কার আত্মজীবনী ?
উ : গান্ধীজি

15. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ?
উ : ১৯৩৯ সালের ৩ মে নেতাজি সুভাষচন্দ্র বোস

16. প্রীতিলতা ওয়াদ্দেদার কি খেয়ে আত্মহত্যা করেছিলেন ?
উ : পটাসিয়াম সায়ানাইড

17. ইনকিলাব জিন্দাবাদ কে প্রথম আওয়াজ তোলেন ?
উ : ভগৎ সিং

18. বাণিজ্যের উদ্দেশ্যে সর্বপ্রথম কারা ভারতে এসেছিল ?
উ : পোর্তুগিজরা

19. বাংলার মুকুটহীন রাজা নামে কাকে অভিহিত করা হয় ?
উ : সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে

20. লাইফ ডিভাইন বইটির লেখক কে ?
উ : অরবিন্দ ঘোষ

আরও পড়ুন :

মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

লুসেন্ট গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর

Science Gk in Bengali 

 

Categories GK

Leave a Comment