সুপ্রিয় পাঠক বন্ধুরা, এই পর্বটিতে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ।
History Gk For Competitive Exam :
◆ বিভিন্ন গ্ৰন্থের রচিয়তা :
1. রামচরিত গ্ৰন্থের রচিয়তা কে ?
উ: সন্ধ্যাকর নন্দী
2. প্রিয়দর্শিকা গ্ৰন্থের রচিয়তা কে ?
উ: হর্ষবর্ধন
3. মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা ?
উ: বিশাখদত্ত
4. চরকসংহিতা গ্রন্থটি কার লেখা ?
উ: চরক
5. মেঘদূত গ্রন্থটি কার লেখা ?
উ : কালিদাস
6. মৃচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতা কে ?
উ: শুদ্রক
◆ বিভিন্ন সভ্যতা
1. হরপ্পা সভ্যতা কে কত সালে আবিষ্কার করেন ?
উ: 1921 সালে , দয়ারাম সাহানী
2. মেহেরগড় সভ্যতা কে কত সালে আবিষ্কার করে ?
উ: 1974 সালে জাঁ ফ্রাঁসোয়া জারিজ
3. মহেঞ্জোদারো সভ্যতা কে কত সালে আবিষ্কার করে ?
উ : 1922 সালে রাখালদাস বন্ধ্যোপাধ্যায়
◆ জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম
1. জৈন ধর্মের প্রবর্তক কে ?
উ: ঋষভদেব
2. জৈন ধর্মের 24 তম তথা শেষ তীর্থঙ্করের নাম কি ?
উ : মহাবীর
3. জৈন ধর্মের 23 তম তীর্থঙ্করের নাম কি ?
উ : পার্শ্বনাথ । যিনি জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক।
4. প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল ?
উ: স্থূলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে
5. জৈন ধর্মগ্ৰন্থ গুলি কোন ভাষায় লেখা ?
উ: প্রাকৃত ভাষায়
6. গৌতম বুদ্ধের মৃত্যুর ঘটনাকে কি বলা হয় ?
উ: মহাপরিনির্বান
7. বৌদ্ধদের প্রধান ধর্ম গ্ৰন্থের নাম কি ?
উ: ত্রিপিটক
8. বুদ্ধদেব কোন ভাষায় ধর্ম প্রচার করেছিলেন ?
উ : পালি
9. বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল ?
উ: কন্টক
10. প্রথম বৌদ্ধ সম্মেলন – রাজগৃহ
11. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন – বৈশালী
12. তৃতীয় বৌদ্ধ সম্মেলন – পাটলিপুত্র
14. চতুর্থ বৌদ্ধ সম্মেলন – কাশ্মীর / জলন্ধর
◆ মগধের ইতিহাস
1. শ্রেণিক কার উপাধি ?
উ: বিম্বিসার
2. কুণীক কার উপাধি ?
উ: অজাতশত্রু
3. নন্দ বংশের প্রতিষ্ঠতা কে ?
উ : মহাপদ্ম নন্দ
4. আলেকজান্ডার যখন ভারত আক্রমন করেন তখন মগধের সিংহাসনে কে ছিল ?
উ : ধননন্দ
5. মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিলেন ?
উ : চন্দ্রগুপ্ত মৌর্য
6. সাঁচী স্তূপ কোন যুগের শ্রেষ্ঠ শিল্প নির্দশন ?
উ : মৌর্যযুগের
7. ভারতের উপর প্রথম আক্রমণ করে কারা ?
উ : পারসিকরা
8. আলেকজান্ডার মোট কত মাস ভারতে ছিলেন ?
উ: 19 মাস
9. ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন কে ?
উ : দ্বিতীয় কদফিসেস
10. শকাদ্বের প্রচলন করেন কোন সম্রাট ?
উ : কনিস্ক
11. রেশম পথ কোন সাম্রাজ্যের মধ্যে পড়েছিল ?
উ : কুষাণ সাম্রাজ্য
12. গুপ্তাব্দ নামে নতুন সন প্রচলন করেন কে ?
উ : প্রথম চন্দ্রগুপ্ত
13. সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন কে ?
উ : স্মিথ
14. ভারতের সেক্সপিয়ার কাকে বলা হয় ?
উ : কালিদাসকে
15. ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় ?
উ : স্কন্দগুপ্তকে
◆ স্থাপত্য ও মন্দির
1. মহাবলীপুরমের রথের রূপকার কে ?
উ : প্রথম নরসিংহ বর্মন
2. পুরীর জগন্নাথ মন্দিরের রূপকার কে ?
উ : অনন্তবর্মন চোড়গঙ্গ ( শেষ করেন দ্বিতীয় অনঙ্গভীম )
3. অঙ্করভাটের বিষ্ণুমন্দিরের রূপকার কে ?
উ: দ্বিতীয় সূর্য বর্মন
4. খাজুরাহের মন্দির এর রূপকার কে ?
উ : চান্দেল রাজ ধঙ্গ
5. কোনারকের সূর্য মন্দির এর রূপকার কে ?
উ : প্রথম নরসিংহদেব
◆ সুলতানী যুগ
1. চেঙ্গিস খাঁ কত সালে ভারত আক্রমণ করে ?
উ : 1221 সালে
2. বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রচলন করেন কে ?
উ : আলাউদ্দীন খলজী
3. দাগ ও হুলিয়া প্রথার প্রচলন করেন কে ?
উ : আলাউদ্দীন খলজী
4. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?
উ : আলাউদ্দীন খলজী
5. সুলতানী যুগের আকবর কাকে বলা হয় ?
উ : ফিরোজ তুঘলক
◆ মুঘল যুগ
1. আকবরনামা গ্ৰন্থটি কার লেখা ?
উ : আবুল ফজল
2. যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করে কোন মুঘল সম্রাট ?
উ : বাবর
3. হুমায়ুন কথার অর্থ কি ?
উ : ভাগ্যবান
4. শেরশাহের কোথায় সমাধিস্থ করা হয় ?
উ : বিহারের সাসারামে
5. কবুলিয়াৎ ও পাট্টা প্রথার প্রবর্তন করেন কে ?
উ : শেরশাহ
6. আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল ?
উ : আসীরগড় দুর্গ জয়
7. বুলন্দ দরওয়াজা কে নির্মান করেন ?
উ : আকবর
8. জাহাঙ্গীরের আসল নাম কি ছিল ?
উ : সেলিম
9. পঞ্চম শিখগুরু অর্জুনকে কে হত্যা করেছিল ?
উ : জাহাঙ্গীর
10. জাহাঙ্গীরের প্রিয়তমা পত্নী নূরজাহানের পূর্ব নাম কি ছিল ?
উ : মেহেরউন্নিসা
11. শাহজাহান এর পূর্ব নাম কি ছিল ?
উ : খুররম
12. শাহজাহান নির্মিত এক কোটি স্বর্ণমুদ্রার ময়ূর সিংহাসন কে লুঠ করেছিল ?
উ : পারস্য সম্রাট নাদির শাহ
13. দরবেশ ও জিন্দাপীর বা জীবন্ত সাধু কাকে বলা হয় ?
উ : ঔরঙ্গজেব
14. বাংলার প্রথম নবাব কে ছিলেন ?
উ : মুর্শিদকুলি খাঁ
15. অমৃতসরের সন্ধি কোন সালে হয়েছিল ?
উ : ১৮০৯ সালে
16. সব লাল হো যায়েগা এই উক্তির বক্তা কে ?
উ : রঞ্জিৎ সিংহ
◆ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্ৰগতি
1. কে ছিল প্রথম বাংলার গভর্নর জেনারেল ?
উ : ওয়ারেন হেস্টিংস
2. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠতা কে ?
উ : স্যার উইলিয়াম জোন্স
3. চিরস্থায়ী বন্দোবস্ত, দশশালা বন্দোবস্ত ও সূর্যাস্ত আইনের প্রবর্তন কে করেন ?
উ : লর্ড কর্ণওয়ালিশ
4. ভারতীয় সিভিল সার্ভিসের জনক নামে অভিহিত কে ?
উ : লর্ড কর্ণওয়ালিশ
5. অধীনতামূলক মিত্রতা নীতির প্রচলন করেছিলেন কে ?
উ : লর্ড ওয়েলেসলি
6. বাংলার শেষ তথা ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উ : উইলিয়াম বেন্টিক
7. ভারতীয় ডাক ব্যবস্থা ও ভারতীয় রেলপথের জনক কে ?
উ : লর্ড ডালহৌসী
8. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল ?
উ : লর্ড ক্যানিং
9. কে কংগ্ৰসকে তিনদিনের তামাশা বলেছেন ?
উ : অশ্বিনী কুমার দত্ত
10. কোন ব্যাক্তি ছিলেন ভারত সভার প্রথম সভাপতি ?
উ : উমেশচন্দ্র বন্ধ্যোপাধ্যায়
11. মহারাষ্ট্রের রবিনহুড কাকে বলা হয় ?
উ : বাসুদেব বলবন্ত ফাড়কে
12. মিত্রমেলার স্থাপন কে করেন ?
উ : বিনায়ক দামোদর সাভারকর
13. বাঘাযতীন নামে কে পরিচিত ?
উ : যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
14. ‘ My Experiments With Truth ‘ এটি কার আত্মজীবনী ?
উ : গান্ধীজি
15. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ?
উ : ১৯৩৯ সালের ৩ মে নেতাজি সুভাষচন্দ্র বোস
16. প্রীতিলতা ওয়াদ্দেদার কি খেয়ে আত্মহত্যা করেছিলেন ?
উ : পটাসিয়াম সায়ানাইড
17. ইনকিলাব জিন্দাবাদ কে প্রথম আওয়াজ তোলেন ?
উ : ভগৎ সিং
18. বাণিজ্যের উদ্দেশ্যে সর্বপ্রথম কারা ভারতে এসেছিল ?
উ : পোর্তুগিজরা
19. বাংলার মুকুটহীন রাজা নামে কাকে অভিহিত করা হয় ?
উ : সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে
20. লাইফ ডিভাইন বইটির লেখক কে ?
উ : অরবিন্দ ঘোষ