সুপ্রিয় পাঠক বন্ধুরা এই পর্বটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রদান করেছি, যেগুলি বিভিন্ন রকম সরকারি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গ্ৰহণযোগ্য।
Gk Mock Test In Bengali Part 1 :
1. সোডা ওয়াটারের উপাদান কী ?
উত্তর : জল ও কার্বন ও ডাই অক্সাইড
2. গন্ধহীন গ্যাস কোনটি ?
উত্তর : অক্সিজেন
3. দম দেওয়া ঘড়ির স্প্রিং গোটানো অবস্থায় থাকলে কী ধরণের শক্তি সঞ্চিত থাকে ?
উত্তর : স্থিতিশক্তি
4. আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর: কার্বন – ডাই অক্সাইড ।
5. একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় ?
উত্তর : আইসোটোপ
6. দুটি কুঁজ বিশিষ্ট উট কোথায় পাওয়া যায় ?
উত্তর : গোবি মরুভূমিতে ।
7. Donkey কী ?
উত্তর: ( গৃহপালিত ) পোষা বুনো গাধা
8. Aseel , Basara , Chittagong ইত্যাদি কী ?
উত্তর: দেশি জাতের মুরগী
9. লাইসোজোম কোশ অঙ্গাণু কী হিসাবে কাজ করে ?
উত্তর : অটোফ্যাগোজোম ও হেটেরোফ্যাগোজোম হিসাবে
10. মাইটোকনড্রিয়া কী কারণে স্বপ্রজননশীল ?
উত্তর : DNA থাকার জন্য
11. সাইন্যাপসিস কী ?
উত্তর: হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বন্ধন অবস্থা
12. কোলাজেন তন্তু কী হিসাবে প্রোটিন ধারণ করে ?
উত্তর : রাসায়নিকভাবে
13. কোন পেশীর নিঃসাড়কাল সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী ?
14. সাধারণ ঠান্ডা লাগে কোন ভাইরাসের জন্য ?
উত্তর : Rhino Virusi
15. অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে ক্ষরিত হরমোনটির নাম ?
উত্তর : গ্লুকাগন
আরও পড়ুন : |