Gk Mock Test in Bengali Part 6

 

Gk Mock Test in Bengali

সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটিতে আরও একটি Gk মকটেস্ট শেয়ার করা হল। বিভিন্ন রকম পরীক্ষার জন‍্য এই Gk প্রশ্ন উত্তর গুলি গুরুত্বপূর্ণ।

Gk Mock Test in Bengali :

1. ভারতবর্ষের ল্যাটেরাইট মৃত্তিকা হল –

A. লোহায় পরিপূর্ণ
B. হিউমাসে পরিপূর্ণ
C. ব্যাসলটিক লাভায় পরিপূর্ণ
D. ইউরেনিয়ামে পরিপূর্ণ

উত্তর : A

2. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা পরিচিত কি নামে ?

A. রেগোলিথ
B. খাদার
C. রেগুর
D. ভাবর

উত্তর : B

3. নিম হল একটি –

A. ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বৃক্ষ
B. ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বৃক্ষ
C. ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ
D. ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ বৃক্ষ

উত্তর : C

4. নীচের কোন প্রকার মৃত্তিকা তুলো চাষের পক্ষে অনুকূল ?

A. লাল মৃত্তিকা
B. রেগুর
C. পলি মৃত্তিকা
D. ল্যাটেরাইট মৃত্তিকা

উত্তর : B

5. ভারতের কোন লৌহ-ইস্পাত কারখানাটি ‘ভারতের রূঢ়’ নামে পরিচিত ?

A. ভিলাই
B. দুর্গাপুর
C. রাউরকেল্লা
D. জামশেদপুর

উত্তর : B

6. ভারতের কোন রাজ্যটি শিল্পগত দিক দিয়ে সবচেয়ে উন্নত ?

A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. তামিলনাড়ু
D. পাঞ্জাব

উত্তর : C

7 শাল হল এক ধরনের –

A. সরলবর্গীয় বৃক্ষ
B. পর্ণমোচী বৃক্ষ
C. চিরহরিৎ বৃক্ষ
D. জেরোফাইটিক বৃক্ষ

উত্তর : B

৪. ভারতবর্ষে তুলা উৎপাদনে সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটি ?

A. ব্রহ্মপুত্র উপত্যকা
B. ইন্দো-গঙ্গা সমভূমি
C. দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল
D. কচ্ছেরণ

উত্তর : C

9. কাকে সূর্যদয়ের শিল্পও বলা হয়?

A. কপার
B. প্লাস্টিক
C. অটোমোবাইল
D. অলঙ্কার

উত্তর : C

10. নিচের কোন কাঁচামালটি কাগজ তৈরিতে ভারতবর্ষে সবচেয়ে
বেশি পরিমাণে ব্যবহৃত হয়?

A. সালাই কাঠ
B. সাবাই ঘাস
C. তুলোর রাগ
D. বাঁশ

উত্তর : B

11. ভারতবর্ষের কোন অংশে চায়ের মোট পরিমাণের 3/4 অংশ উৎপন্ন হয়?

A. উত্তর ভারত
B. দক্ষিণ ভারত
C. উত্তর-পূর্ব ভারত
D. উত্তর-পশ্চিম ভারত

উত্তর : C

12. ভারতের পশ্চিম উপকূলে কোন কৃত্রিম পোতাশ্রয় অবস্থিত?

A. কোচিন
B. কান্দালা
C. মামাগাঁও
D. নিউ ম্যাঙ্গালোর

উত্তর : D

13. কাকে সূর্যদয়ের শিল্পও বলা হয়?

A. কপার
B. প্লাস্টিক
C. অটোমোবাইল
D. অলঙ্কার

উত্তর : C

14. ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি কোনটি?

A. মরান
B. বম্বে হাই
C. ডিগবয়
D. অঙ্কালেশ্বর

উত্তর : C

15. কোনটি ভারতবর্ষের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ?

A. তারাপুর
B. ট্ৰমবে
C. কালাপক্কম
D. নারোরা

উত্তর : A

16. স্বর্ণ চতুর্ভূজ কি ?

A. জাতীয় সড়ক প্রকল্প
B. জাতীয় সড়ক উন্নতি প্ৰকল্প
C. রেলপথ উন্নয়ন প্রকল্প
D. সোনা নিলাম কেন্দ্ৰ

উত্তর : B

আগের Gk পর্ব গুলি দেখুন :

মকটেস্ট পর্ব – ৫

মকটেস্ট পর্ব – ৪

মকটেস্ট পর্ব – ৩

Categories GK

Leave a Comment