প্রিয় পাঠক বন্ধু, আজকে আপনাদের সাথে ভারতের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন গুলি সম্পর্কে আলোচনা করলাম , যেগুলি খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন :
1. পরিবেশ সুরক্ষা আইন 1986
● পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়িত করা। বিধানা ও অন্যান্য উৎস থেকে দূষিত পদার্থ
● শিল্প, কলকারখানা ও অন্যান্য উৎস থেকে দূষিত পদার্থ নিঃসরণে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া।
● পরিবেশ রক্ষায় নিয়মিত আইন প্রণয়ন করা।
● বিদ্যমান আইনের অধীনে পরিচালিত বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয় করা।
● যারা পরিবেশের, নিরাপত্তা ও স্বাস্থ্য বিপন্ন করে তাদের উপর শাস্তি ও জরিমানা আরোপ করা।
● পরিবেশের বিভিন্ন দূষক ও দূষিত পদার্থের যে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা পরিবেশের কোন বস্তুর বা বিষয়ের গুণমান নষ্ট হলে তার উপযুক্ত শাস্তি দেওয়া।
2. বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 :
● “বন্যপ্রাণী সুরক্ষা আইন, 1972” ভারতের সংসদ দ্বারা 1972 সালে প্রাণী, পাখি, গাছপালা এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলি সংরক্ষণের জন্য প্রণীত হয়েছিল।
● আইনটি কিছু বন্যপ্রাণী প্রজাতির বিক্রয়, স্থানান্তর এবং দখলের লাইসেন্স প্রদান করে।
● আইনটি বিপন্ন প্রজাতির শিকার নিষিদ্ধ করেছিল।
● আইনটি সর্বশেষ সংশোধিত হয়েছিল 2006 সালে।
● এই আইনের বিধান অনুযায়ী চিহ্নিত কিছু পশু কেনাবেচা করা নিষিদ্ধ।
3. অরণ্য সংরক্ষণ আইন 1980 :
● বন সংরক্ষণ এবং এর সাথে সংযুক্ত বিষয় বা এর সাথে সম্পর্কিত বা প্রাসঙ্গিক বিষয় সরবরাহের জন্য 1980 সালে বন সংরক্ষণ আইন পাস করা হয়েছিল।
● এই পুনবায় সংশেষিত হয় বন সংরক্ষণ আইন পুনরায় সংশোধিত হয় 1988 সালে।
● এই আইনের বিধানের অধীন, অরণ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে
বনভূমিগুলির বিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকারের পূর্বে অনুমোদনের প্রয়োজন।
4. বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন :
● বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয় 1981 সালে।
● প্রতিটি মানুষের একটি সুস্থ দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার আছে। যেহেতু পরিবেশের অন্যতম উপাদান হল বায়ু, তাই নির্মল, দূষণমুক্ত, শ্বাস নেওয়ার যোগ্য বায়ু বা বাতাসের অধিকার প্রতিটি ভারতবাসীর রয়েছে। এই অধিকারকে বাস্তবায়িত করার জন্যই বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে।
5. জলদূষণ নিয়ন্ত্রণ আইন :
● নিরাপদ ও পানের যোগ্য জল সরবরাহ করা সম্ভব না হলে জনস্বাস্থ্য সুনিশ্চিত করা সম্ভব নয়। সেই কারণে পানীয় জলকে সবসময় নিরাপদ, দূষণমুক্ত এবং পান করার যোগ্য হতে হবে এবং তার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির যেমন দরকার, তেমনি আইনি সুরক্ষা বন্দোবস্তেরও প্রয়োজন রয়েছে।
● সেই কারণেই 1974 সালে এই আইন প্রণয়ন করা হয়েছে।
জলদূষণ নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য :
i. জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা।
iii. জলদূষণ আইন কার্যকর করার জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পূর্ণ অধিকার দেওয়া।
iii. ii. জলের গুণগত মান বজায় রাখা।
6. জীববৈচিত্র্য সুরক্ষা আইন 2002 সালে প্রণয়ন হয়।
7. জাতীয় গ্রিন ট্রাইবিউনাল আইন 2010 সালে প্রণয়ন হয়।
7. পরিবেশ আইন সংশোধন বিল, 2015 সালে পাশ হয়।
9. জাতীয় পরিবেশ ট্রাইবিউনাল আইন 1992 প্রণয়ন হয়।
আরও পড়ুন : ● Life Sciences Gk Bengali ● History Gk in Bengali |