T20 ওয়ার্ল্ড কাপ 2024 প্রশ্ন উত্তর

 

বন্ধুরা, আজকের এই পর্বটিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্প্রতি ঘটে যাওয়া 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের প্রশ্ন উত্তর নিয়ে।

T20 ওয়ার্ল্ড কাপ 2024 প্রশ্ন উত্তর :

1. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এর শিরোপা কে জিতেছে?

A. ভারত
B. দক্ষিণ আফ্রিকা
C. অস্ট্রেলিয়া
D. আফগানিস্তান

উত্তর : ভারত

2. 2024 এ মেন্স টি২০ বিশ্বকাপের কততম সংস্করণ আয়োজিত হয়েছে?

A. 10 তম
B. 11 তম
C. 9 তম
D. 8 তম

উত্তর : 9 তম

3. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এর ফাইনাল ম্যাচ কোথায় খেলা হয়েছে?

A. কেনসিংটন ওভাল স্টেডিয়াম, ব্রিজটাউন
B. প্রেবিন্টেস স্টেডিয়াম, গুয়ানা
C. ব্রায়ান লারা স্টেডিয়াম ত্রিনিদাদ
D. কোনোটিই নয়

উত্তর : কেনসিংটন ওভাল স্টেডিয়াম, ব্রিজটাউন

4. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ সবচেয়ে অধিক রান (Most Runs) কে করেছে?

A. কিংটন ডি কাঁক
B. রোহিত শর্মা
C. অক্ষর প্যাটেল
D. রহমতুল্লাহ গুরবাজ

উত্তর : রহমতুল্লাহ গুরবাজ

5. T20 ওয়ার্ল্ড কাপ 2024 এ কোন দেশ প্রথম অংশগ্রহণ করেছে?

A. USA
B. কানাডা
C. উগান্ডা
D. উপরোক্ত সবই

উত্তর : উপরোক্ত সবই

6. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এর প্লেয়ার অফ দ্যা সিরিজের অ্যাওয়ার্ড কে জিতেছে?

A. কিংটন ডি কাঁক
B. রোহিত শর্মা
C. অক্ষর প্যাটেল
D. যশপ্রীত বুমরাহ

উত্তর : যশপ্রীত বুমরাহ

7. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ সবচেয়ে অধিক উইকেট কে নিয়েছে?

A. আসদীপ সিং
B. ফজলহক ফারুকী
C. যশপ্রীত বুমরাহ
D. A এবং B

উত্তর : A ও B উভয়

8. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ মোট পুরস্কার মানি বাজেট কত ছিল?

A. 15.50 মিলিয়ন US ডলার
B. 11.25 মিলিয়ন US ডলার
C. 1.28 মিলিয়ন US ডলার
D. 4.50 মিলিয়ন US ডলার

উত্তর : 11.25 মিলিয়ন US ডলার

9. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ বিজেতা টিমকে পুরস্কার রাশি কত দেওয়া হয়েছে?

A. 2.45 মিলিয়ন US ডলার
B. 3 মিলিয়ন US ডলার
C. 3.75 মিলিয়ন US ডলার
D. 4.50 মিলিয়ন US ডলার

উত্তর : 2.45 মিলিয়ন US ডলার ( 20 কোটি 36 লক্ষ )

10. ICC এর ‘স্টেপ ক্লক (Stop Clock)’ নিয়মের শিকার হওয়া বিশ্বের প্রথম টিম কে হয়েছে?

A. ভারত
B. USA
C. কানাডা
D. পাকিস্তান

উত্তর : USA

11. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ মোট কটি ম্যাচ খেলা হয়েছে?

A.48
B.45
C.55
D.52

উত্তর : 55

12. আন্তর্জাতিক ক্রিকেটে 600 ছক্কা দেওয়া বিশ্বের প্রথম কে হয়েছে?

A. ডেভিড ওয়ার্নার
B. বিরাট কোহলি
C. রোহিত শর্মা
D. ক্রিস গেইল

উত্তর : রোহিত শর্মা

13. T20 ওয়ার্ল্ড কাপে 50 ছক্কা নেওয়া ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় কে হয়েছেন?

A. রোহিত শর্মা
B. যশ বাটলার
C. ডেভিড ওয়ার্নার
D. বিরাট কোহলি

উত্তর : রোহিত শর্মা

14. 9তম পুরুষ T20 ওয়ার্ল্ড কাপ 2024 এ কটি টিম খেলেছে?

A. 16
B. 20
C.10
D.22

উত্তর : 20

15. কোন পূর্ব ভারতীয় ক্রিকেটারকে 9তম পুরুষ T20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে?

A. সচিন তেন্ডুলকর
B. রাহুল দ্রাবিড়
C. যুবরাজ সিং
D. অনিল কুম্বলে

উত্তর : যুবরাজ সিং

16. ICC T20 ওয়ার্ল্ড কাপ কত বছর অন্তর আয়োজিত হয়?

A. 4 বছর
B. 5 বছর
C.2 বছর
D.3 বছর

উত্তর : 2 বছর

17. 2026 এ 10তম ICC Mens T20 ওয়ার্ল্ড কাপের আয়োজন কোন দেশে করা হবে?

A. ভারত ও পাকিস্তান
B. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
C. ভারত ও শ্রীলংকা
D. কোনোটিই নয়

উত্তর : ভারত ও শ্রীলংকা

আরও পড়ুন :

প‍্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর 
Categories GK

Leave a Comment