বন্ধুরা, আজকের এই পর্বটিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্প্রতি ঘটে যাওয়া 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের প্রশ্ন উত্তর নিয়ে।
T20 ওয়ার্ল্ড কাপ 2024 প্রশ্ন উত্তর :
1. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এর শিরোপা কে জিতেছে?
A. ভারত
B. দক্ষিণ আফ্রিকা
C. অস্ট্রেলিয়া
D. আফগানিস্তান
উত্তর : ভারত
2. 2024 এ মেন্স টি২০ বিশ্বকাপের কততম সংস্করণ আয়োজিত হয়েছে?
A. 10 তম
B. 11 তম
C. 9 তম
D. 8 তম
উত্তর : 9 তম
3. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এর ফাইনাল ম্যাচ কোথায় খেলা হয়েছে?
A. কেনসিংটন ওভাল স্টেডিয়াম, ব্রিজটাউন
B. প্রেবিন্টেস স্টেডিয়াম, গুয়ানা
C. ব্রায়ান লারা স্টেডিয়াম ত্রিনিদাদ
D. কোনোটিই নয়
উত্তর : কেনসিংটন ওভাল স্টেডিয়াম, ব্রিজটাউন
4. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ সবচেয়ে অধিক রান (Most Runs) কে করেছে?
A. কিংটন ডি কাঁক
B. রোহিত শর্মা
C. অক্ষর প্যাটেল
D. রহমতুল্লাহ গুরবাজ
উত্তর : রহমতুল্লাহ গুরবাজ
5. T20 ওয়ার্ল্ড কাপ 2024 এ কোন দেশ প্রথম অংশগ্রহণ করেছে?
A. USA
B. কানাডা
C. উগান্ডা
D. উপরোক্ত সবই
উত্তর : উপরোক্ত সবই
6. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এর প্লেয়ার অফ দ্যা সিরিজের অ্যাওয়ার্ড কে জিতেছে?
A. কিংটন ডি কাঁক
B. রোহিত শর্মা
C. অক্ষর প্যাটেল
D. যশপ্রীত বুমরাহ
উত্তর : যশপ্রীত বুমরাহ
7. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ সবচেয়ে অধিক উইকেট কে নিয়েছে?
A. আসদীপ সিং
B. ফজলহক ফারুকী
C. যশপ্রীত বুমরাহ
D. A এবং B
উত্তর : A ও B উভয়
8. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ মোট পুরস্কার মানি বাজেট কত ছিল?
A. 15.50 মিলিয়ন US ডলার
B. 11.25 মিলিয়ন US ডলার
C. 1.28 মিলিয়ন US ডলার
D. 4.50 মিলিয়ন US ডলার
উত্তর : 11.25 মিলিয়ন US ডলার
9. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ বিজেতা টিমকে পুরস্কার রাশি কত দেওয়া হয়েছে?
A. 2.45 মিলিয়ন US ডলার
B. 3 মিলিয়ন US ডলার
C. 3.75 মিলিয়ন US ডলার
D. 4.50 মিলিয়ন US ডলার
উত্তর : 2.45 মিলিয়ন US ডলার ( 20 কোটি 36 লক্ষ )
10. ICC এর ‘স্টেপ ক্লক (Stop Clock)’ নিয়মের শিকার হওয়া বিশ্বের প্রথম টিম কে হয়েছে?
A. ভারত
B. USA
C. কানাডা
D. পাকিস্তান
উত্তর : USA
11. পুরুষ T20 বিশ্বকাপ 2024 এ মোট কটি ম্যাচ খেলা হয়েছে?
A.48
B.45
C.55
D.52
উত্তর : 55
12. আন্তর্জাতিক ক্রিকেটে 600 ছক্কা দেওয়া বিশ্বের প্রথম কে হয়েছে?
A. ডেভিড ওয়ার্নার
B. বিরাট কোহলি
C. রোহিত শর্মা
D. ক্রিস গেইল
উত্তর : রোহিত শর্মা
13. T20 ওয়ার্ল্ড কাপে 50 ছক্কা নেওয়া ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় কে হয়েছেন?
A. রোহিত শর্মা
B. যশ বাটলার
C. ডেভিড ওয়ার্নার
D. বিরাট কোহলি
উত্তর : রোহিত শর্মা
14. 9তম পুরুষ T20 ওয়ার্ল্ড কাপ 2024 এ কটি টিম খেলেছে?
A. 16
B. 20
C.10
D.22
উত্তর : 20
15. কোন পূর্ব ভারতীয় ক্রিকেটারকে 9তম পুরুষ T20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে?
A. সচিন তেন্ডুলকর
B. রাহুল দ্রাবিড়
C. যুবরাজ সিং
D. অনিল কুম্বলে
উত্তর : যুবরাজ সিং
16. ICC T20 ওয়ার্ল্ড কাপ কত বছর অন্তর আয়োজিত হয়?
A. 4 বছর
B. 5 বছর
C.2 বছর
D.3 বছর
উত্তর : 2 বছর
17. 2026 এ 10তম ICC Mens T20 ওয়ার্ল্ড কাপের আয়োজন কোন দেশে করা হবে?
A. ভারত ও পাকিস্তান
B. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
C. ভারত ও শ্রীলংকা
D. কোনোটিই নয়
উত্তর : ভারত ও শ্রীলংকা
আরও পড়ুন : ● প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর |