প্যারিস অলিম্পিক ২০২৪ এ ভারতের অভিযান শেষ হয় 6 টি পদক পেয়ে যার মধ্যে ছিল একটি রূপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক। ২০২৪ প্যারিস অলিম্পিক পদক বিজয়ীদের তালিকা-য় কিছু পরিচিত নাম রয়েছে।
এখানে প্যারিস অলিম্পিক ২০২৪ ভারতের পদক বিজয়ীদের নাম প্রকাশ করা হলো।
প্যারিস অলিম্পিক ২০২৪ পদক তালিকা :
১. প্যারিস অলিম্পিক 2024 এ ভারতের প্রথম পদকজয়ী কে ?
A. মনু ভাকর
B. দীপিকা কুমারী
C. নীরজ চোপড়া
D. রমিতা জিন্দল
উত্তর : মনু ভাকর
আরও কিছু :
● 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে মনু ভাকর ব্রোঞ্জ জিতেছে।
● তিনি ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন।
● এছাড়াও তিনি 10 মিটার এয়ার পিস্তল মিক্সড-টিম ইভেন্টে সরবজোত সিং এর সাথে আরো একটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
২. শুটিং খেলায় স্বপ্নীল কুশালে 2024 প্যারিস অলিম্পিকে কোন পদক জিতেছে ?
A. সোনা
B. রূপো
C. ব্রোঞ্জ
D. তামা
উত্তর : ব্রোঞ্জ
৩. 2024;প্যারিস অলিম্পিকে কোন রাজ্যের খেলোয়াড় সবচেয়ে বেশি ছিল ?
A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. তামিলনাডু
D. উত্তর প্রদেশ
উত্তর : হরিয়ানা
৪. প্যারিস অলিম্পিক 2024 এ ভারতীয় টিমের মুখ্য স্পন্সার কোন গ্ৰুপ হয়েছেন ?
A. আদিত্য বিড়লা গ্রুপ
B. আদানি গ্রুপ
C. রিলায়েন্স গ্রুপ
D. টাটা গ্ৰুপ
উত্তর : আদানি গ্ৰুপ
৫. কোন দেশ 2024 প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতেছে ?
A. জাপান
B. আমেরিকা
C. ফ্রান্স
D. চীন
উত্তর : চীন
৬. 2024 এ একই অলিম্পিকে দুটি পদক জয়ী ভারতের প্রথম কোন খেলোয়াড় ?
A. নরম্যান প্রিচার্ড
B. মনু ভাকর
C. রাজবর্ধন সিং রাঠোর
D. A এবং B
উত্তর : A ও B
৭. প্যারিস অলিম্পিক ২০২৪ এ কটি নতুন খেলা যোগ হয়েছে ?
A.1
B. 2
C. 3
D. 4
উত্তর : 4
৮. প্যারিস অলিম্পিক ২০২৪ এ কে মশালাবাহক হিসাবে নির্বাচিত কে ?
A. গগন নারং
B. শরত কমল
C. পি ভি সিন্ধু
D. অভিনব বিন্দ্রা
উত্তর : অভিনব বিন্দ্রা
৯. অলিম্পিক 2024 এ মনু ফাকর সর্বজোত সিং এর সাথে মিলে এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে যে পদক জিতেছে ?
A. সোনা
B. রূপো
C. ব্রোঞ্জ
D. তামা
উত্তর : ব্রোঞ্জ
১০. ২০২৪ এর প্যারিস অলিম্পিকে ভারতীয় দলে 44 বছরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে ?
A. শরত কমল
B. পি ভি সিন্ধু
C. রোহন বোপন্না
D. মেরি কম
উত্তর : রোহন বোপন্না
১১. ২০২৪ প্যারিস অলিম্পিক এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ?
A. পি ভি সিন্ধ
B. মনু ভাকর
C. শরত কমল
D. সরবজোত সিং
উত্তর : মনু ভাকর
১২. ২০২৪ প্যারিস অলিম্পিকে জুরি সদস্য হিসেবে নোনীত হওয়া প্রথম ভারতীয় মহিলা কে ?
A. বিলকুইস মীর
B. সানিয়া নেইয়াল
C. বিলকুইস বানে
D. কবিতা পুনিয়া
উত্তর : বিলকুইস মীর
১৩. প্যারিস অলিম্পিক 2024 এ সবচেয়ে অল্প বয়সী ভারতীয় ক্রীড়াবিদ কে ?
A. নিখত জরিন
B. মিরাবাঈ চানু
C. পি ভি সিন্ধু
D. ধিনিধি দেসিংহু
উত্তর : ধিনিধি দেসিংহু
১৪. কোন সংস্থা প্যারিস অলিম্পিক 2024 এর জন্য ভারতীয় অলিম্পিক সংঘের সাথে অংশীদার হয়েছে ?
A. BATA
B. PUMA
C. NIKE
D. ট্রড
উত্তর : PUMA
১৫. প্যারিস অলিম্পিক 2024 এ নীরদ চোপড়া বিজয়ী পদক কোনটি ?
A. সোনা
B. রূপো
C. ব্রোঞ্জ
D. তামা
উত্তর : রূপো
১৬. প্যারিস অলিম্পিক ২০২৪ এ ভারতীয় দলের চিফ ডি মিশন কাকে করা হয়েছে ?
A. এম সি মেরি কম
B. গগন নারাঙ
C. অভিনব বিন্দ্রা
D. বজরং পুনিয়া
উত্তর : গগন নারাঙ
১৭. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ এর খেলা কোথায় আয়োজিত হয়েছে ?
A. প্যারিস
B. টোকিও
C. নিউইয়র্ক
D. ব্রাজিল
উত্তর : প্যারিস
আরও নজর রাখুন : |