সুপ্রিয় পাঠকগন আজকের এই General Knowledge Bengali Mock Test পর্বটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে।
General Knowledge Bengali Mock Test :
১. কে ইউরোপের ক্রীয়াভূমি নামে অভিহিত ?
A. সুইজারল্যান্ড
B. তুরস্ক
C. থাইল্যান্ড
D. ভুটান
উত্তর : সুইজারল্যান্ড
২. কোথায় শিবাজির রাজধানীর ছিল ?
A. আগ্রা
B. ফতেপুর সিক্রি
C. রায়গড়
D. রাজগৃহ
উত্তর : রায়গড়
৩. হরপ্পা সভ্যতা যে নদীর তীরে অবস্থিত ?
A. সিন্ধু
B. সবরমতী
C. ইরাবতী বা রাভি
D. কোনটিই নয়
উত্তর : ইরাবতী বা রাভি
৪. ফা-হিয়েন ভারতে আসেন কোন সম্রাটের আমলে ?
A. চন্দ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. হর্ষবর্ধন
D. সুলতান মাহমুদ
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৫. মায়ানমার এর মুদ্রার কোনটি ?
A. ইয়েন
B. ইয়ান
C. কায়াত
D. নুলল্ট্রাম
উত্তর : কায়াত
৬. বানভাট্ট যে রাজার সভাকবি ছিলেন ?
A. সমুদ্র গুপ্ত
B. হর্ষবর্ধন
C. পৃথ্বীরাজ চৌহান
D. কোনটি নয়
উত্তর : হর্ষবর্ধন
৭. নিম্নলিখিত কোন পুরস্কার সংগীত জগতের অবদানে প্রদান করা হয় ?
A. ম্যানবুকার পুরস্কার
B. গ্র্যামী পুরস্কার
C. অ্যাবেল পুরস্কার
D. জ্ঞানপীঠ পুরস্কার
উত্তর : গ্ৰ্যামী পুরস্কার
৮. ভারতের শেক্সপিয়ার নামে অভিহিত বা পরিচিত ?
A. সেলিম আলি
B. কালিদাস
C. সমুদ্রগুপ্ত
D. চাণক্য
উত্তর : কালিদাস
৯. ইংরেজ নাগরিক যে নামে পরিচিত ?
A. জন বুল
B. টমি অ্যাটকিনস
C. জি আই
D. পুলু
উত্তর : জন বুল
১০. মন্দিরের শহর বলা হয়ে থাকে কাকে ?
A. অমৃতস্বর
B. মাদুরাই
C. কলকাতা
D. শ্রীনগর
উত্তর : মাদুরাই
১১. মোবাইল সংস্থা নোকিয়া যে দেশের কোম্পানি ?
A. জাপান
B. নেদারল্যান্ড
C. ফিনল্যান্ড
D. সুইডেন
উত্তর : ফিনল্যান্ড
১২. ইয়াং ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদকের নাম ?
A. মতিলাল নেহেরু
B. মহাত্মা গান্ধী
C. কৃষ্ণকুমার মিত্র
D. রামকৃষ্ণ
উত্তর : মহত্মা গান্ধী
১৩. নীচের সাত পাহাড়ের শহর কোনটি ?
A. ফিনল্যান্ড
B. অস্ট্রেলিয়
C. রোম
D. তুরস্ক
উত্তর : রোম
১৪. পােঙ্গল ভারতের যে রাজ্যের লোকপ্রিয় মেলা ?
A. তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ
B. পশ্চিমবঙ্গ
C. অসম
D. বিহার
উত্তর : তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ
১৫. নিম্নলিখিত রাউফ ভারতের কোন রাজ্যের লোকনৃত্য ?
A. উত্তরপ্রদেশ
B. গুজরাট
C. পাঞ্জাব
D. জম্মু ও কাশ্মীর
উত্তর : জম্মু ও কাশ্মীর
১৬. আধুনিক নাটকের জনক নামে আখ্যায়িত কে ?
A. হিপক্রেটাস
B. হেনরিক ইবসেন
C. টমাস কুক
D. চার্লস ব্যাবেজ
উত্তর : হেনরিক ইবসেন
১৭. হিন্দু ধর্মের প্রবর্তক ছিলেন ?
A. গুরু নানক
B. বৈদিক ঋষি মুনিরা
C. মোসেস
D. হজরত মহম্মদ
উত্তর : বৈদিক ঋষি মুনিরা
১৮. এলাহাবাদ প্রসস্তি দ্বারা যে ব্যক্তির বিষয় জানা যায় ?
A. অশোক
B. সমুদ্র গুপ্ত
C. গৌতমীপুত্র সাতকর্মী
D. কোনটিই নয়
উত্তর : সমুদ্র গুপ্ত
১৯. ‘দ্যা লাইফ ডিভাইন’ নিম্নলিখত কার রচনা ?
A. ডাঃ রাজেন্দ্রপ্রসাদ
B. শ্রী অরবিন্দ
C. জওহারলাল নেহেরু
D. মুন্সী প্রেমচাঁদ
উত্তর : শ্রী অরবিন্দ
২০. নিম্নলিখিত শাহাজাহানের আসল নাম কি ?
A. ফরিদ খাঁ
B. খুররম
C. জুনা খাঁ
D. সেলিম
উত্তর : খুররম
আগের পর্বটি দেখুন : ● জিকে মকটেস্ট পর্ব – ১৪ |