স্বাধীনতা দিবস ২০২৪ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

স্বাধীনতা দিবস ২০২৪ : সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে 78th স্বাধীনতা দিবস ২০২৪ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হলো। চলুন দেখে নেওয়া যাক ২০২৪ স্বাধীনতা দিবসের প্রশ্ন উত্তর গুলি।

স্বাধীনতা দিবস ২০২৪ প্রশ্ন উত্তর :

১. এবছর ভারত 15 আগস্ট 2024 কততম স্বাধীনতা দিবস (Independent day) পালন করছে?

A. 76 তম
B. 78 তম
C. 77 তম
D. 79 তম

উত্তর : 78 তম

২. এবছর স্বাধীনতা দিবস ২০২৪ এর থিম কি রা হয়েছে ?

A. Viksit Bharat, “or” Developed India
B. Anmol bharat
C. Being India
D. Superstar India

উত্তর : Viksit Bharat, “or” Developed India

৩. ১ম বার জাতীয় পতাকা কোথায় এবং কৰে উত্তোলন করা হয় ?

A. 7 আগস্ট 1906 পার্সিবাগান স্কোয়ারে, কলকাতায়
B. 9 আগস্ট 1910 গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাই
C. 7 আগস্ট 1906 ইন্ডিয়া গেট, দিল্লি
D. 5 আগস্ট 1910 লালকেল্লা, দিল্লী

উত্তর : 7 আগস্ট 1906 পার্সিবাগান স্কোয়ারে, কলকাতায়

৪. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ?

A. 2:3
B. 3:2
C. 1:2
D. 2:4

উত্তর : 3:2

৫. কোন দিনে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গ্ৰহন করা হয় ?

A. 1946 সালের 14 জুলাই
B. 1945 সালের ৪ জুন
C. 1946 সালের 22 জুলাই
D.1947 সালের 22 জুলাই

উত্তর : 1947 সালের 22 জুলাই

৬. 15 আগস্ট 1947 সালে স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় কে সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছিলেন ?

A. মহাত্মা গান্ধী
B. সরদার বল্লভ ভাই প্যাটেল
C. জওহরলাল নেহেরু
D. সুভাষ চন্দ্র

উত্তর : জওহরলাল নেহেরু

৭. ভারতে প্রত‍্যেকবছর জাতীয় পতাকা দিবস (Nationa Flag Day) কোন দিনে পালন করা হয় ?

A. ১৫ই আগস্ট
B. ২৬ শে জানুয়ারি
C. ২৬ শে নভেম্বর
D. ২২ জুলাই

উত্তর : ২২ জুলাই

৮. আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা যে কাপরে তৈরি ?

A. সুতো
B. খাদি
C. নাইলন
D. সিল্ক

উত্তর : খাদি

৯. ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং যার প্রতীক ?

A. ত্যাগ
B. শৌর্য
C. পবিত্রতা
D. শান্তি

উত্তর : ত‍্যাগ

১০. ভারতের জাতীয় পতাকার সবুজ রং যার প্রতীক ?

A. কর্মশক্তি
B. নির্ভীক
C. জীবনধর্ম
D. উভয়

উত্তর : উভয়

১১. ভারতের জাতীয় পতাকার সাদা রং যার প্রতীক ?

A. ত্যাগ
B. শৌর্য
C. পবিত্রতা
D. শান্তি

উত্তর : শান্তি

১২. ভারতের পতাকার অশোেক চক্রে দন্ডের সংখ্যা কটি ?

A. 22
B. 23
C. 24
D. 25

উত্তর : 24

১৩. ইন্ডিয়ার জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক ?

A. শৌর্য
B. পরাক্রম
C. উন্নতি ও গতিশীলতা
D. সুখ ও শান্তি

উত্তর : উন্নতি ও গতিশীলতা

১৪. স্বাধীন ভারতের ১ম গভর্নর জেনারেলের নাম ?

A. সি রাজা গোপালাচারি
B. লর্ড মাউন্টব্যাটেন
C. লর্ড ওয়ারেন হেস্টিংস
D. কোনোটিই নয়

উত্তর : লর্ড মাউন্টব্যাটেন

১৫. PM মোদি 15 আগস্ট 2024 এ লালকেল্লার প্রাঙ্গণে কতবার পতাকা উত্তোলন করছে ?

A. 9 বার
B. 10 বার
C. 11 বার
D. 15 বার

উত্তর : 11 বার

১৬. ভারত ইংরেজদের থেকে স্বাধীন হয় কবে ?

A. 26 জানুয়ারি 1947
B. 15 আগস্ট 1947
C. 26 জানুয়ারি 1950
D. 26 নভেম্বর 1950

উত্তর : 15 আগস্ট 1947

১৭.15 আগস্ট 1947 এ সর্বপ্রথম কোন ব‍্যক্তি স্বাধীনতা হওয়ার কথা ঘোষণা দেয় ?

A. মহাত্মা গান্ধী
B. জওহরলাল নেহেরু
C. চক্রবর্তী রাজা গোপালাচারি
D. লর্ড লুইস মাউন্ট ব্যাটেন

উত্তর : লর্ড লুইস মাউন্ট ব্যাটেন

১৮. পন্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হিসেবে যে দিন শপথ নিয়েছিলেন ?

A. 15 আগস্ট 1947
B. 14 আগস্ট 1947
C.16 আগস্ট 1947
D. 1 জানুয়ারি 1948

উত্তর : 15 আগস্ট 1947

১৯. প্রত‍্যেকবছর 15 th আগস্ট লালকেল্লায় পতাকা উত্তোলন কে করেন ?

A. রাষ্ট্রপতি
B. উপরাষ্ট্রপতি
C. প্রধানমন্ত্রী
D. ভারতের প্রধান বিচারপতি

উত্তর : প্রধানমন্ত্রী

২০. প্রত‍্যেকবছর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পতাকা কে উত্তোলন করেন ?

A. রাষ্ট্রপতি
B. উপরাষ্ট্রপতি
C. প্রধানমন্ত্রী
D. ভারতের প্রধান বিচারপতি

উত্তর : রাষ্ট্রপতি

২১. ভারতের স্বাধীনতার জন্য ভারতের জাতীয় সেনা (INA গঠন কে করেছিল ?

A. ভগত সিং
B. চন্দ্রশেখর আজাদ
C. জওহরলাল নেহেরু
D. ক্যাপ্টেন মোহন সিং

উত্তর : ক‍্যান্টেন মোহন সিং

২২.15 আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতা দিবসের সময় ভারতের জনসংখ্যা কত ছিল ?

A. প্রায় 40 কোটি
B. প্রায় 32 কোটি
C. প্রায় 25 কোটি
D. প্রায় 52 কোটি

উত্তর : প্রায় 32 কোটি

২৩. ইংরেজরা ভারতের ওপর কত বছর নিজেদের শাসন চালিয়েছিল ?

A. প্রায় ২০০ বছর
B. প্রায় ১৫০ বছর
C. প্রায় ১০০ বছর
D. প্রায় ৫০০ বছর

উত্তর : প্রায় 200 বছর

২৪. ভারত যে দেশ থেকে স্বাধীনতা পেয়েছে ?

A. পর্তুগাল
B. ফ্রান্স
C. নেদারল্যান্ড
D. ইউনাইটেড কিংডম (UK)

উত্তর : ইউনাইটেড কিংডম (UK)

২৫. ভারতের জাতীয় আদর্শ বাক্য কি ?

A. বন্দেমাতরম
B. জয় হিন্দ
C. সত্যমেব জয়তে
D. সবগুলি

উত্তর : সত্যমেব জয়তে

২৬. ভারতের জাতীয় পতাকা কোন ব‍্যক্তির তৈরি ?

A. জওহরলাল নেহেরু
B. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
C. পিঙ্গালি ভেঙ্কাইয়া
D. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : পিঙ্গালি ভেঙ্কাইয়া

২৭. ভারতের জাতীয় পতাকায় চরকার পরিবর্তে চক্র কবে এসেছে ?

A. 15 আগস্ট 1947
B. 22 জুলাই 1947
C. 26 জানুয়ারি 1950
D. 28 ডিসেম্বর 1966

উত্তর : 22 জুলাই 1947

২৮. ভারতের জাতীয় পতাকাকে সংবিধান সভা কবে গ্রহণ করেছে ?

A. 15 আগস্ট 1945
B. 26 জানুয়ারি 1950
C. 22 জুলাই 1947
D. 26 নভেম্বর 1950

উত্তর : 22 জুলাই 1947

আরোও নজর রাখুন :

> প‍্যারিস অলিম্পিক ২০২৪ পদক তালিকা

> বর্তমানে কে কোন পদে আছে 2024

Categories GK

Leave a Comment