সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো।
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর বাংলা :
১. তামাকে যে পদার্থ পাওয়া যায় ?
A. নাইট্রোজেন
B. অ্যামোনিয়া
C. ফসফরাস
D. নিকোটিন
উত্তর : নিকোটিন
২. মানব শরীরে টোটাল কতগুলো মাসপেশী থাকে ?
Α. 585
Β. 656
C. 665
D. 556
উত্তর : 656 টি
৩. কোনটি ভারতের সবচেয়ে বড়ো উপজাতি সম্প্রদায় ?
A. ভিল
B. টোডা
C. গারো
D. গোন্ড
উত্তর : গোল্ড
৪. রেল ইঞ্জিন যিনি আবিষ্কার করেন ?
A. জর্জ স্টিফেনসন
B. জেমস ওয়াট
C. জর্জ মাথায়
D. ল্যান্ডস্টেনার
উত্তর : জর্জ স্টিফেনসন
৫. কোন শহর ভারতের গ্লাসগো নামে পরিচিত ?
A. মালদা
B. হাওড়া
C. দার্জিলিং
D. জলপাইগুড়ি
উত্তর : হাওড়া
৬. বিশ্ব ওজন দিবস যে দিনে পালন করা হয় ?
A. 5 জুন
B. 18 অক্টোবর
C. 16 সেপ্টেম্বর
D. 21 ডিসেম্বর
উত্তর : 16 সেপ্টেম্বর
৭. ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় ?
A. প্রধানমন্ত্রী
B. রাষ্ট্রপতি
C. সুপ্রিমকর্টের বিচারপতি
D. লোকসভার অধ্যক্ষ
উত্তর : রাষ্ট্রপতি
৮. নিম্নের কাকে E-মেলের জনক বলা হয় ?
A. সুন্দর পিচাই
B. বেল গ্রেড
C. রে টমস্টিন
D. কোনটিই নয়
উত্তর : রে টমস্টিন
৯. শ্বেত রক্ত কণিকা অপর কি নামে পরিচিত ?
A. এরিথ্রোসাইট
B. লিউক্লিওসাইট
C. গ্লুকোসাইট
D. কোনটিই নয়
উত্তর : লিউক্লিওসাইট
১০. ভারতের যে রাজ্যে চন্দনের সবচেয়ে ঘন জঙ্গল আছে ?
A. অন্ধ্রপ্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. কেরালা
D. কর্ণাটক
উত্তর : কর্ণাটক
১১. মাইক্রোসফট এর সদর দপ্তর যেখানে অবস্থিত ?
A. নিউইয়র্ক
B. লন্ডন
C. প্যারিস
D. ওয়াশিংটন ডিসি
উত্তর : ওয়াশিংটন ডিসি
১২. গ্রিনিচের সময় নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?
A. সেক্সট্যান্ট যন্ত্র
B. ক্রোনোমিটার
C. পাইরোমিটার
D. কোনটিই নয়
উত্তর : ক্রোনোমিটার
১৩. ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম ?
A. কেরালা
B. বিহার
C. কর্ণাটক
D. অসম
উত্তর : বিহার
১৪. ডাঃ ভীমরাও আম্বেদকর জন্ম ভারতের যে রাজ্যে হয় ?
A. মহারাষ্ট্রে
B. মধ্যপ্রদেশ
C. কর্ণাটক
D. হরিয়ানা
উত্তর : মধ্যপ্রদেশ
১৫. কোন জায়গা ভারতের সবচেয়ে বড়ো কৃত্তিম বন্দরগাঁও ?
A. মুম্বাই
B. চেন্নাই
C. বিশাখাপত্তনম
D. গোয়া
উত্তর : বিশাখাপত্তনম
১৬. নিম্নলিখত যে রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই ?
A. মনিপুর
B. নাগাল্যান্ড
C. অসম
D. অরুণাচল প্রদেশ
উত্তর : অসম
১৭. নিম্নলিখত কোন রাজ্যে সারাবর্তি নদী পরিকল্পনা অবস্থিত ?
A. অন্ধ্রপ্রদশ
B. কর্ণাটক
C. মধ্যপ্রদেশ
D. তামিলনাড়ু
উত্তর : কর্ণাটক
১৮. নিম্নলিখত কোহিমা যে রাজ্যের রাজধানী ?
A. সিকিম
B. কেরালা
C. অরুণাচল প্রদেশ
D. নাগাল্যান্ড
উত্তর : নাগাল্যান্ড
১৯. নিজাম সাগর পরিকল্পনা ভারতের যে রাজ্যে অবস্থিত ?
A. ওড়িশা
B. বিহার
C. অন্ধ্রপ্রদেশ
D. তামিলনাড়ু
উত্তর : অন্ধ্রপ্রদেশ
আগের পর্বে নজর রাখুন : ● জেনারেল নলেজ মকটেস্ট পর্ব – 16 |