70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ বিজয়ীদের তালিকা

সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে শেয়ার করা হলো 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা সম্পর্কে। নিম্নে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024 তালিকাটি প্রদান করা হয়েছে।

70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ :

১. 2024 এ কততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে ?

A. 68 তম
B.70 তম
C.65 তম
D.61 তম

উত্তর : 70 তম

২. জাতীয় ফিল্ম পুরস্কার ১ম কবে প্রদান করা হয়েছিল ?

Α. 1951
Β. 1952
C. 1953
D. 1954

উত্তর : 1954

৩. 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ সেরা পরিচালক এর পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?

A. সুরজ বরজাতিয়া
B. রোহিত শেঠি
C. যশ চোপড়া
D. করণ জোহর

উত্তর : সুরজ বরজাতিয়া

৪. জাতীয় ফিল্ম পুরস্কার কোন ব‍্যক্তির দ্বারা প্রদান করা হয় ?

A. প্রধানমন্ত্রী
B. রাষ্ট্রপতি
C. শিক্ষামন্ত্রী
D. স্বাস্থ্যমন্ত্রী

উত্তর : রাষ্ট্রপতি

৫. জাতীয় ফিল্ম পুরস্কার কোন মন্ত্রণালয় দ্বারা প্রদান করা হয়েছিল?

A. বিদেশ মন্ত্রণালয়
B. শিক্ষা মন্ত্রণালয়
C. সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়
D. কোনোটিই নয়

উত্তর : সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়

৬. 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ বেস্ট ফিল্ম পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?

A. ফৌজা
B. কান্তারা
C. কচ্ছ এক্সপ্রেস
D. অট্টম

উত্তর : অট্টম

৭. 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছে কোন ছবি ?

A. গুলমোহর
B. KGF-2
C. দমন
D. RRR

উত্তর : গুলমোহর

৮. 70তম জাতীয় ফিল্ম পুরস্কার 2024 এ সেরা অভিনেতার পুরস্কার যে পেয়েছে ?

A. পবন মালহোত্রা
B. ঋষভ শেট্টি
C. জনি মাস্টার
D. জন

উত্তর : ঋষভ শেট্টি

৯. ২০২৪ জাতীয় ফিল্ম পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?

1. নিত্যা মেনন
2. মানসি পারেখ
3. নীনা গুপ্তা
4. A ও B দুইই

উত্তর : A ও B উভয়

১০. ২০২৪ জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ কন্নড় সিনেমার পুরস্কার কে পেয়েছেন ?

A. KGF-2
B. KGF-1
C. Puspa
D. RRR

উত্তর : KGF -2

১১. 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ AVGC সিনেমার পুরস্কার কে পেয়েছেন ?

A. অ্যানিমেল
B. জবান
C. বিআর
D. ব্রহ্মাস্ত্র পার্ট -1

উত্তর : ব্রহ্মাস্ত্র পার্ট -1

১২. জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ সর্বশ্রেষ্ঠ হিন্দি সিঙ্গারের পুরস্কার কোন ব‍্যক্তি পেয়েছেন ?

A. অরিজিৎ সিং
B. সোনু নিগম
C. শ্রেয়া ঘোষাল
D. উদিত নারায়ণ

উত্তর : অরিজিৎ সিং

70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ বিজয়ীদের তালিকা :

সেরা চলচ্চিত্র অট্টম ( মালায়ালম )
সেরা ডেবিউ চলচ্চিত্র ফৌজা ( হরিয়ানা )
স্বস্থ্যকর বিনোদন প্রদান সেরা চলচ্চিত্র কান্তরা ( কন্নড় )
জাতীয়, সামাজিক এবং পরিবেশগত মূল্যবোধের প্রচারে সেরা ফিচার চলচ্চিত্র কচ্ছ ( এক্সপ্রেস গুজরাটি )
AVGC তে সেরা চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র পার্ট – 1 ( হিন্দি )
সেরা পরিচালক সূরজ বরজাতি – উনচাই হিন্দি চলচ্চিত্র
সেরা অভিনেতা ঋষভ শেট্টি- কান্তরা ( কন্নড় )
সেরা অভিনেত্রী নিথ্যা মেনেন ও মানসী পারেখ
সেরা পার্শ্ব অভিনেত্রী নীনা গুপ্তা – উনচাই ( হিন্দি)
সেরা পার্শ্ব অভিনেতা পবন মালহোত্রা – ফৌজা
সেরা অ্যাকশন ডিরেকশন আনবারিভ KGF -2 )
সেরা কোরিওগ্রাফি জানি মাস্টার, সতীশ কৃষ্ণন
সেরা সুরকার নওসাদ সদর খান
সেরা সঙ্গীত পরিচালক প্রীতম ও এ আর রহমান
সেরা মেকআপ সোমনাথ কুন্ডু -:অপরাজিতা ( বাংলা )
সেরা কস্টিউম ডিজাইন নিকি জোশি
সেরা সিনেমাটোগ্ৰাফি রবি বর্মন
সেরা প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং ও বোম্বে জয়শ্রী
সেরা তেলেগু চলচ্চিত্র কার্তিকেয় -২
সেরা তামিল চলচ্চিত্র পনিয়িন সেলভান পার্ট -1
সেরা পাঞ্জাবি চলচ্চিত্র বাঘি দি ধী
সেরা মালায়ালম চলচ্চিত্র সৌদি ভেল্লাক্কা সিসি
সেরা ওড়িয়া চলচ্চিত্র দমন
সেরা মারাঠি চলচ্চিত্র ভালভি
সেরা কন্নড় চলচ্চিত্র KGF – 2
সেরা হিন্দি চলচ্চিত্র গুলমোহর
সেরা বাংলা চলচ্চিত্র কাবেরী অন্তরদান
সেরা অসমীয়া চলচ্চিত্র এমুঠি পুথি

আরও পড়তে নজর রাখুন :

প‍্যারিস অলিম্পিক ২০২৪ পদক তালিকা 

বর্তমানে কে কোন পদে আছে ২০২৪

Categories GK

Leave a Comment