সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে শেয়ার করা হলো 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা সম্পর্কে। নিম্নে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024 তালিকাটি প্রদান করা হয়েছে।
70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ :
১. 2024 এ কততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে ?
A. 68 তম
B.70 তম
C.65 তম
D.61 তম
উত্তর : 70 তম
২. জাতীয় ফিল্ম পুরস্কার ১ম কবে প্রদান করা হয়েছিল ?
Α. 1951
Β. 1952
C. 1953
D. 1954
উত্তর : 1954
৩. 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ সেরা পরিচালক এর পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?
A. সুরজ বরজাতিয়া
B. রোহিত শেঠি
C. যশ চোপড়া
D. করণ জোহর
উত্তর : সুরজ বরজাতিয়া
৪. জাতীয় ফিল্ম পুরস্কার কোন ব্যক্তির দ্বারা প্রদান করা হয় ?
A. প্রধানমন্ত্রী
B. রাষ্ট্রপতি
C. শিক্ষামন্ত্রী
D. স্বাস্থ্যমন্ত্রী
উত্তর : রাষ্ট্রপতি
৫. জাতীয় ফিল্ম পুরস্কার কোন মন্ত্রণালয় দ্বারা প্রদান করা হয়েছিল?
A. বিদেশ মন্ত্রণালয়
B. শিক্ষা মন্ত্রণালয়
C. সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়
D. কোনোটিই নয়
উত্তর : সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়
৬. 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ বেস্ট ফিল্ম পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?
A. ফৌজা
B. কান্তারা
C. কচ্ছ এক্সপ্রেস
D. অট্টম
উত্তর : অট্টম
৭. 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছে কোন ছবি ?
A. গুলমোহর
B. KGF-2
C. দমন
D. RRR
উত্তর : গুলমোহর
৮. 70তম জাতীয় ফিল্ম পুরস্কার 2024 এ সেরা অভিনেতার পুরস্কার যে পেয়েছে ?
A. পবন মালহোত্রা
B. ঋষভ শেট্টি
C. জনি মাস্টার
D. জন
উত্তর : ঋষভ শেট্টি
৯. ২০২৪ জাতীয় ফিল্ম পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?
1. নিত্যা মেনন
2. মানসি পারেখ
3. নীনা গুপ্তা
4. A ও B দুইই
উত্তর : A ও B উভয়
১০. ২০২৪ জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ কন্নড় সিনেমার পুরস্কার কে পেয়েছেন ?
A. KGF-2
B. KGF-1
C. Puspa
D. RRR
উত্তর : KGF -2
১১. 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ AVGC সিনেমার পুরস্কার কে পেয়েছেন ?
A. অ্যানিমেল
B. জবান
C. বিআর
D. ব্রহ্মাস্ত্র পার্ট -1
উত্তর : ব্রহ্মাস্ত্র পার্ট -1
১২. জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এ সর্বশ্রেষ্ঠ হিন্দি সিঙ্গারের পুরস্কার কোন ব্যক্তি পেয়েছেন ?
A. অরিজিৎ সিং
B. সোনু নিগম
C. শ্রেয়া ঘোষাল
D. উদিত নারায়ণ
উত্তর : অরিজিৎ সিং
70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ বিজয়ীদের তালিকা :
সেরা চলচ্চিত্র | অট্টম ( মালায়ালম ) |
সেরা ডেবিউ চলচ্চিত্র | ফৌজা ( হরিয়ানা ) |
স্বস্থ্যকর বিনোদন প্রদান সেরা চলচ্চিত্র | কান্তরা ( কন্নড় ) |
জাতীয়, সামাজিক এবং পরিবেশগত মূল্যবোধের প্রচারে সেরা ফিচার চলচ্চিত্র | কচ্ছ ( এক্সপ্রেস গুজরাটি ) |
AVGC তে সেরা চলচ্চিত্র | ব্রহ্মাস্ত্র পার্ট – 1 ( হিন্দি ) |
সেরা পরিচালক | সূরজ বরজাতি – উনচাই হিন্দি চলচ্চিত্র |
সেরা অভিনেতা | ঋষভ শেট্টি- কান্তরা ( কন্নড় ) |
সেরা অভিনেত্রী | নিথ্যা মেনেন ও মানসী পারেখ |
সেরা পার্শ্ব অভিনেত্রী | নীনা গুপ্তা – উনচাই ( হিন্দি) |
সেরা পার্শ্ব অভিনেতা | পবন মালহোত্রা – ফৌজা |
সেরা অ্যাকশন ডিরেকশন | আনবারিভ KGF -2 ) |
সেরা কোরিওগ্রাফি | জানি মাস্টার, সতীশ কৃষ্ণন |
সেরা সুরকার | নওসাদ সদর খান |
সেরা সঙ্গীত পরিচালক | প্রীতম ও এ আর রহমান |
সেরা মেকআপ | সোমনাথ কুন্ডু -:অপরাজিতা ( বাংলা ) |
সেরা কস্টিউম ডিজাইন | নিকি জোশি |
সেরা সিনেমাটোগ্ৰাফি | রবি বর্মন |
সেরা প্লেব্যাক সিঙ্গার | অরিজিৎ সিং ও বোম্বে জয়শ্রী |
সেরা তেলেগু চলচ্চিত্র | কার্তিকেয় -২ |
সেরা তামিল চলচ্চিত্র | পনিয়িন সেলভান পার্ট -1 |
সেরা পাঞ্জাবি চলচ্চিত্র | বাঘি দি ধী |
সেরা মালায়ালম চলচ্চিত্র | সৌদি ভেল্লাক্কা সিসি |
সেরা ওড়িয়া চলচ্চিত্র | দমন |
সেরা মারাঠি চলচ্চিত্র | ভালভি |
সেরা কন্নড় চলচ্চিত্র | KGF – 2 |
সেরা হিন্দি চলচ্চিত্র | গুলমোহর |
সেরা বাংলা চলচ্চিত্র | কাবেরী অন্তরদান |
সেরা অসমীয়া চলচ্চিত্র | এমুঠি পুথি |
আরও পড়তে নজর রাখুন : |