General Knowledge Mock Test Bengali Part 18

সুপ্রিয় বন্ধুরা, আজকের এই General Knowledge Mock Test Bengali পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে।

General Knowledge Mock Test Bengali :

১. বুদ্ধ চরিত নিম্নলিখত কার রচনা ?

A. চারক
B. অস্ব ঘোষ
C. ভরত মুনি
D. বিষ্ণু শর্মা

উত্তর : অস্ব ঘোষ

২. বঙ্গভঙ্গের দিনে রাখি বন্ধ উৎসব এর পরিকল্পনা কোন ব‍্যক্তি করেন ?

A. দামোদর সাভারকার
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. বালগাঙ্গাধর তিলক
D. কোনটি নয়

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

৩. ঋগবেদে কতগুলো শ্লোক সংখ্যা হল-

A. 1029
Β. 1028
C.1025
D.1022

উত্তর : 1028

৪. রানী লক্ষ্মীবাঈ আসল নাম কী ছিল ?

A. লক্ষ্মীশ্রী
B. জয়ন্তী
C. অহল্যা
D. মনিকর্ণিকা

উত্তর : মনিকর্ণিকা

৫. সরোজিনী নাইডু কংগ্রেসের অধ্যক্ষ হন কোন অধিবেশে ?

A. 1925 কানপুর
B. 1917 কলকাতা
C. 1929 লাহোর
D. 1920 দিল্লি

উত্তর : 1925 কানপুর

৬. বাবরের মৃত্যু সালে কত ?

A. 1530 সালে
Β. 1631 সালে
C. 1666 সালে
D. 1707 সালে

উত্তর : 1530 সালে

৭. তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছে ?

A. 12 বছর
B. 16 বছর
C. 22 বছর
D. 25 বছর

উত্তর : 22 বছর

৮. কোন ব‍্যক্তি দিল্লীতে অশোক স্তম্ভ এনেছিল ?

A. কুতুবউদ্দিন আইবক
B. মহম্মদ বিন তুঘলক
C. ফিরোজ শাহ তুঘলক
D. মহম্মদ কাশিম

উত্তর : ফিরোজ শাহ তুঘলক

৯. অসযোেগ আন্দোলনে নেতৃত্ব কোন ব‍্যক্তি দিয়েছিল ?

A. সিধু ও কানু
B. উধম সিং
C. মহাত্মা গান্ধী
D. সূর্য সেন

উত্তর : মহত্মা গান্ধী

১০. মহাভারতের রচয়িতা কে ?

A. বাল্মীকি মুনি
B. বেদব্যাস
C. তুলসী দাস
D. কোনটিই নয়

উত্তর : বেদব্যাস

১১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দে মাতরম’ কোন ভাষায় রচনা করেন ?

A. বাংলা
B. হিন্দি
C. সংস্কৃত
D. ইংরেজি

উত্তর : সংস্কৃত

১২. অজাতশত্রু কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ?

A. নন্দ বংশ
B. গুপ্ত বংশ
C. মৌর্য বংশ
D. হর্ষঙ্ক বংশ

উত্তর : হর্ষঙ্ক বংশ

আগের পর্বে যান :

জেনারেল নলেজ মকটেস্ট পর্ব -১৭
Categories GK

Leave a Comment