সুপ্রিয় বন্ধুরা আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করলাম আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিভিন্ন রকম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।
চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি।
আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ :
১. মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার শুরু করেছে ?
A. মধ্যপ্রদেশ
B. উত্তর প্রদেশ
C. অসম
D. হিমাচল প্রদেশ
উত্তর : হিমাচল প্রদেশ
২. বিশ্ব জল সপ্তাহ দিবস কবে থেকে কবে পর্যন্ত পালন করা হয়েছে ?
A. 23 – 27 আগস্ট –
B. 25 – 29 আগস্ট
C. 26 – 30 আগস্ট
D. 25 – 28 আগস্ট
উত্তর : 25 – 29 আগস্ট
৩. আন্তর্জাতিক মাদার তেরেসা পুরস্কার সমারোহের আয়োজন কোথায় হয়েছে ?
A. মুম্বাই
B. দুবাই
C. সুইডেন
D. প্যারিস
উত্তর : দুবাই
৪. সাম্প্রতি কে ট্যাক্সাস আর্থিক বিকাশ নিগম এর অধ্যক্ষ হিসাবে যুক্ত হয়েছে ?
A. সঞ্জীব রেনা
B. অরুণ আগরওয়াল
C. অমরদ্বীপ সিং
D. কোনোটিই নয়
উত্তর: অরুণ আগরওয়াল
৫. সম্প্রতি কোথায় বিশ্বের সবচেয়ে বড় হীরা পাওয়া গেছে ?
A. নামিবিয়া
B. ওঙ্গোলা
C. বতসোয়ানার
D. মুরোওয়া
উত্তর : বতসোয়ানার
৬. সম্প্রতি ‘NASSCOM’ কাকে চেয়ারপার্সন নিযুক্ত করেছে ?
A. নলিন প্রভাত
B. মাইলি সাইরাস
C. সিন্ধু গঙ্গাধরন
D. কোনোটিই নয়
উত্তর : সিন্ধু গঙ্গাধরন
৭. কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্প্রতি কোন শহরে GST ভবনের আয়োজন করলো ?
A. বারানসি
B. পাটনা
C. উদয়পুর
D. সিমলা
উত্তর : উদয়পুর
৮. সম্প্রতি কোন দেশ আত্মঘাতী ড্রোনের আবিষ্কার করল ?
A. রুশ
B. উত্তর কোরিয়া
C. ইউক্রেন
D. রাশিয়া
উত্তর : উত্তর কোরিয়া
৯. সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অধ্যক্ষ কাকে করা হয়েছে ?
A. নজমুল হাসান পাপোন
B. ফারুক আহমেদ
C. হবিবুল বাসর
D. কোনোটিই নয়
উত্তর : ফারুক আহমেদ
আরও পড়ুন : ক্রীড়া কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪
১০. নিম্নে কোন ব্যক্তির জয়ন্তীতে প্রত্যেক বছর 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় ?
A. সচিন টেন্ডুলকার
B. মেজর ধ্যানচাঁদ
C. লাল বাহাদুর শাস্ত্রী
D. মহাত্মা গান্ধী
উত্তর : মেজর ধ্যানচাঁদ
১১. সম্প্রতি ভারত কোন দেশকে 73000 SIG Sauer assault রাইফেলের অর্ডার দিয়েছে ?
A. রুশ
B. আমেরিকা
C. ফ্রান্স
D. চীন
উত্তর : আমেরিকা
১২. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে 11 লক্ষ নতুন লক্ষপতি দিদিকে শংসাপত্র প্রদান করেন ?
A. MP
B. মহারাষ্ট্র
C. UP
D. গুজরাট
উত্তর : মহারাষ্ট্র
১৩. সম্প্রতি ‘তানভী পাত্রী’ ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ আন্ডার 15 এ কোন পদক জিতেছে ?
A. রূপো
B. ব্রোঞ্জ
C. স্বর্ণ
D. পিতল
উত্তর : স্বর্ণ
১৪. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী মন্ডল ইউনিফায়েড পেনশন যোজনা মঞ্জুরী দিয়েছে, যোজনা ন্যূনতম কত বছর পর্যন্ত কর্মচারীদের উপর লাঘু হয়েছে ?
A. 5 বছর
B. 10 বছর
C. 15 বছর
D. 20 বছর
উত্তর : ১০ বছর
১৫. সম্প্রতি কে সফল পরীক্ষার পর মৌখিক হেজা ভ্যাকসিন লঞ্চ করেছে ?
A. Ranbaxy Lab
B. Serum Institute
C. Bharat Biotech
D. None
উত্তর : Bharat Biotech
১৬. সম্প্রতি টাইফুন শানশান এর কারণে কোন দেশে হাই এলাট জারি করা হয়েছে ?
A. চীন
B. জাপান
C. ইন্দোনেশিয়া
D. উজবেকিস্তান
উত্তর : জাপান
১৭. আন্ডার-20 SAFF ফুটবল চ্যাম্পিয়নশিপ এর খেতাব জিতেছে ?
A. ভারত
B. বাংলাদেশ
C. নেপাল
D. মালদ্বীপ
উত্তর : বাংলাদেশ
১৮. উত্তরপ্রদেশের আকবরগঞ্জ রেলস্টেশনের নাম পাল্টে কি রাখা হয়েছে ?
A. অমর শহীদ ভালে সুলতান রেলওয়ে স্টেশন
B. মা অহর্ব ভবানী ধাম
C. কাপেশ্বর নাথ ধাম রেলওয়ে স্টেশন
D. মহাত্মা গান্ধী রেলওয়ে স্টেশন
উত্তর : মা অহর্ব ভবানী ধাম
১৯. সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের বিয়ের আয়ু বাড়িয়ে 21 বছর করেছে ?
A. হরিয়ানা
B. হিমাচল প্রদেশ
C. অরুণাচল প্রদেশ
D. কেরল
উত্তর : হিমাচল প্রদেশ