প্রিয় পাঠক বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই পাঠে শেয়ার করলাম একা আন্দোলন টিকা সম্পর্কে।
একা আন্দোলন টিকা :
ভূমিকা : মহাত্মা গান্ধির ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হলে উত্তরপ্রদেশে এই আন্দোলনের ব্যাপক প্রভাব দেখা যায়। এই রাজ্যের অযোধ্যা অঞ্চলে কৃষকদের নিয়ে একা আন্দোলন গড়ে ওঠে।
1. ‘একা’ নামকরণ : 1921 খ্রিস্টাব্দের শেষ ও 1922 খ্রিস্টাব্দের প্রথমদিকে কৃষক আন্দোলন তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারী কৃষকরা একতাবদ্ধ থাকার শপথ নেওয়ায় এই আন্দোলনের নাম হয় ‘ একা ’ বা ‘একতা’ আন্দোলন।
2. নেতৃত্ব : একা আন্দোলনে নেতৃত্ব দেন মাদারি পাশি ও বাবা গরিবদাস। এই আন্দোলন উত্তরপ্রদেশের উত্তর – পশ্চিম অযোধ্যা অঞ্চলের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে।
3. একা আন্দোলনের কারণ :
একা আন্দোলনের প্রধান কারণগুলি হল-
i. কৃষকদের ওপর অতিরিক্ত 50 শতাংশ নতুন কর আরোপ।
ii. প্রভুর জমি ও খামারে কৃষককে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য করা হতো।
iii. কর আদায়ে চরম অত্যাচার করা।
4. একা আন্দোলনের শপথ :
আন্দোলনকারীরা শপথ গ্রহণ করে যে, তারা –
i. অতিরিক্ত কর দেবে না।
ii. অপরাধীদের সাহায্য করবে না।
iii. বেগার শ্রম দেবে না তারা।
iv. তারা পঞ্চায়েতের যাবতীয় সিদ্ধান্ত মেনে নেবে।
v. জমি থেকে উৎখাত করলেও তারা জমি ছেড়ে যাবে না।
5. একা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা :
প্রথমদিকে কংগ্রেস একা আন্দোলনের প্রতি সমর্থন জানালেও কিছুকাল পর এই আন্দোলনে হিংসার প্রবেশ ঘটলে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ এই আন্দোলন থেকে দূরে সরে যায়।
মূল্যায়ন : একা আন্দোলনের নেতৃত্ব থেকে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ সরে গেলে আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর ওপর তীব্র সরকারি দমননীতির ফলে 1922 খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এই আন্দোলন থেমে যায়।