প্রিয়, ছাত্রছাত্রী বন্ধুরা, এই General Knowledge Mock Test in Bengali এই পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ কমনযৌগ্য প্রশ্ন উত্তর দেওয়া হলো।
General Knowledge Mock Test in Bengali :
১. ‘বার্ড অব এভন’ নামে অভিহিত কোন ব্যক্তি ?
A. উইলিয়াম শেক্সপিয়ার
B. নেপোলিয়ান বোনাপার্ট
C. অ্যাডলফ হিটলার
D. তেনজিং নোরগে
উত্তর : উইলিয়াম শেক্সপিয়ার
২. ‘স্ট্যাচু অফ ইউনিটি’ ডিজাইন করেছিল কোন ব্যক্তি ?
A. বি কালাম
B. রাম ভানজি সুতার
C. এস ঘোষ
D. ডি উদয় কুমার
উত্তর : রাম ভানজি সুতার
৩. ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়েছে ?
A. আডাম স্মিথ
B. ল্যভয়সিয়ের
C. জিওফ্রে চসার
D. স্টিফেন সন
উত্তর : জিওফ্রে চসার
৪. তাজমহলের ডিজাইন বা নশকা কে তৈরি করেন ?
A. ওস্তাদ ইসা খাঁ
B. ওস্তাদ আহম্মেদ লাহরী
C. A এবং B সঠিক
D. কোনটিই নয়
উত্তর : A ও B উভয়
৫. ভারতের সবচেয়ে বড়ো মিষ্টি জল বেষ্টিত হ্রদ যেটি ?
A. পুষ্কর ঝিল
B. লোকটাক ঝিল
C. উলার ঝিল
D. ডাল ঝিল
উত্তর : উলার ঝিল
৬. ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’ (ভারতের প্রবেশদ্বার) কোথায় অবস্থিত ?
A. মুম্বাই
B. দিল্লী
C. হায়দ্রাবাদ
D. কলকাতা
উত্তর : মুম্বাই
৭. ভারত কতসংখ্যক তটরেখার সঙ্গে যুক্ত ?
A. 6
B. 7
C. 9
D.12
উত্তর : 9
৮. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপের নাম্বার (সংখ্যা) কত ?
A. 200 টি
B. 222 টি
C. 243 টি
D. 220 টি
উত্তর : 222
৯. আরব সাগরের রানি নামে খ্যাত ?
A. জয়পুর
B. কোচি
C. শ্রীনগর
D. শ্রীনগর
উত্তর : কোচি
১০. কোন শাসক সাচী স্তূপ নষ্ট করেছিলেন ?
A. অশোক
B. পুষমিত্র সুঙ্গ
C. শিমুল
D. শিশুনাগ
উত্তর : পুষমিত্র সুঙ্গ
১১. ওয়ার্ল্ড এর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?
A. বৈকাল
B. টিটিকাকা
C. কাস্পিয়ান সাগর
D. লেক ভোল্টা
উত্তর : বৈকাল
১২. উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড়ো ঝিল লোকটাক যেখানে অবস্থিত ?
A. মেঘালয়
B. মনিপুর
C. ত্রিপুরা
D. মিজোরাম
উত্তর : মণিপুর
১৩. Zoological-Survey-of-India কোথায় অবস্থিত ?
A. দেরাদুন
B. নিউ দিল্লী
C. কলকাতা
D. ওড়িশ্যা
উত্তর : কলকাতা
১৪. রিয়াদ কোন রাষ্ট্র বা দেশের রাজধানী ?
A. ফ্রান্স
B. বাংলাদেশ
C. সৌদি আরব
D. আমেরিকা
উত্তর : সৌদি আরব
১৫. নিম্নলিখিত বুধ গ্রহের কতসংখ্যক উপগ্রহ আছে ?
A. শূন্য
B. দুটি
C. ছয়টি
D. নয়টি
উত্তর : শূন্য
১৬. অস্থি সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলে ?
A. নিউরোলজি
B. এন্টোমোলজি
C. অস্ট্রিওলজি
D. ভাইরোলজি
উত্তর : অস্ট্রিওলজি
১৭. সংবিধানের কত অনুচ্ছেদে রাজ্যের হাইকোর্টের বিষয়ে উল্লেখ রয়েছে ?
A. অনুচ্ছেদ 214
B. অনুচ্ছেদ 370
C. অনুচ্ছেদ 335
D. অনুচ্ছেদ 72
উত্তর : অনুচ্ছেদ 214
১৮. হর্ষবর্ধনের রাজধানী যেখানে ছিল ?
A. নালন্দা
B. প্রয়াগ
C. কৌনজ
D. পুরুষপুর
উত্তর : কৌনজ
১৯. দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কোথায় ?
A. উত্তরপ্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. জম্মু ও কাশ্মীর
D. ওড়িশা
উত্তর : উত্তরপ্রদেশ (UP)
২০. স্বচ্ছ ভারত মিশন কবে ১ম শুরু হয় ?
A. 2012 সালে
B. 2013 সালে
C. 2014 সালে
D. 2019 সালে
উত্তর : 2014 সালে
পূর্বের পর্ব গুলি : |