General Knowledge Mock Test in Bengali Part 14

প্রিয়, ছাত্রছাত্রী বন্ধুরা, এই General Knowledge Mock Test in Bengali এই পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ কমনযৌগ‍্য প্রশ্ন উত্তর দেওয়া হলো।

General Knowledge Mock Test in Bengali :

১. ‘বার্ড অব এভন’ নামে  অভিহিত কোন ব‍্যক্তি ?

A. উইলিয়াম শেক্সপিয়ার
B. নেপোলিয়ান বোনাপার্ট
C. অ্যাডলফ হিটলার
D. তেনজিং নোরগে

উত্তর : উইলিয়াম শেক্সপিয়ার

২. ‘স্ট্যাচু অফ ইউনিটি’ ডিজাইন করেছিল কোন ব‍্যক্তি ?

A. বি কালাম
B. রাম ভানজি সুতার
C. এস ঘোষ
D. ডি উদয় কুমার

উত্তর : রাম ভানজি সুতার

৩. ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়েছে ?

A. আডাম স্মিথ
B. ল্যভয়সিয়ের
C. জিওফ্রে চসার
D. স্টিফেন সন

উত্তর : জিওফ্রে চসার

৪. তাজমহলের ডিজাইন বা নশকা কে তৈরি করেন ?

A. ওস্তাদ ইসা খাঁ
B. ওস্তাদ আহম্মেদ লাহরী
C. A এবং B সঠিক
D. কোনটিই নয়

উত্তর : A ও B উভয়

৫. ভারতের সবচেয়ে বড়ো মিষ্টি জল বেষ্টিত হ্রদ যেটি ?

A. পুষ্কর ঝিল
B. লোকটাক ঝিল
C. উলার ঝিল
D. ডাল ঝিল

উত্তর : উলার ঝিল

৬. ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’ (ভারতের প্রবেশদ্বার) কোথায় অবস্থিত ?

A. মুম্বাই
B. দিল্লী
C. হায়দ্রাবাদ
D. কলকাতা

উত্তর : মুম্বাই

৭. ভারত কতসংখ্যক তটরেখার সঙ্গে যুক্ত ?

A. 6
B. 7
C. 9
D.12

উত্তর : 9

৮. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপের নাম্বার (সংখ্যা) কত ?

A. 200 টি
B. 222 টি
C. 243 টি
D. 220 টি

উত্তর : 222

৯. আরব সাগরের রানি নামে খ‍্যাত ?

A. জয়পুর
B. কোচি
C. শ্রীনগর
D. শ্রীনগর

উত্তর : কোচি

১০. কোন শাসক সাচী স্তূপ নষ্ট করেছিলেন ?

A. অশোক
B. পুষমিত্র সুঙ্গ
C. শিমুল
D. শিশুনাগ

উত্তর : পুষমিত্র সুঙ্গ

১১. ওয়ার্ল্ড এর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?

A. বৈকাল
B. টিটিকাকা
C. কাস্পিয়ান সাগর
D. লেক ভোল্টা

উত্তর : বৈকাল

১২. উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড়ো ঝিল লোকটাক যেখানে অবস্থিত ?

A. মেঘালয়
B. মনিপুর
C. ত্রিপুরা
D. মিজোরাম

উত্তর : মণিপুর

১৩. Zoological-Survey-of-India কোথায় অবস্থিত ?

A. দেরাদুন
B. নিউ দিল্লী
C. কলকাতা
D. ওড়িশ্যা

উত্তর : কলকাতা

১৪. রিয়াদ কোন রাষ্ট্র বা দেশের রাজধানী ?

A. ফ্রান্স
B. বাংলাদেশ
C. সৌদি আরব
D. আমেরিকা

উত্তর : সৌদি আরব

১৫. নিম্নলিখিত বুধ গ্রহের কতসংখ্যক উপগ্রহ আছে ?

A. শূন্য
B. দুটি
C. ছয়টি
D. নয়টি

উত্তর : শূন‍্য

১৬. অস্থি সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলে ?

A. নিউরোলজি
B. এন্টোমোলজি
C. অস্ট্রিওলজি
D. ভাইরোলজি

উত্তর : অস্ট্রিওলজি

১৭. সংবিধানের কত অনুচ্ছেদে রাজ্যের হাইকোর্টের বিষয়ে উল্লেখ রয়েছে ?

A. অনুচ্ছেদ 214
B. অনুচ্ছেদ 370
C. অনুচ্ছেদ 335
D. অনুচ্ছেদ 72

উত্তর : অনুচ্ছেদ 214

১৮. হর্ষবর্ধনের রাজধানী যেখানে ছিল ?

A. নালন্দা
B. প্রয়াগ
C. কৌনজ
D. পুরুষপুর

উত্তর : কৌনজ

১৯. দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কোথায় ?

A. উত্তরপ্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. জম্মু ও কাশ্মীর
D. ওড়িশা

উত্তর : উত্তরপ্রদেশ (UP)

২০.  স্বচ্ছ ভারত মিশন কবে ১ম শুরু হয় ?

A. 2012 সালে
B. 2013 সালে
C. 2014 সালে
D. 2019 সালে

উত্তর : 2014 সালে

পূর্বের পর্ব গুলি :

General Knowledge Mock Test Part – 13

General Knowledge Mock Test Part – 12

Categories GK

Leave a Comment