General Knowledge Mock Test in Bengali Part 16

সুপ্রিয় বন্ধুগন, আজকে এই পর্বে গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ প্রশ্ন উত্তর প্রদান করা হলো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই General Knowledge Mock Test in Bengali Part 16 পর্বটি।

General Knowledge Mock Test in Bengali :

১. উইনচেস্টার কাপ যে ক্রীড়ার সাথে সম্বন্ধিত ?

A. ফুটবল
B. গল্ফ
C. পোলো
D. টেনিস

উত্তর : পোলো

২. স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোন স্থানে অবস্থিত ?

A. আমেদাবাদ
B. আহাম্মদনগর
C. হাসানপুর
D. ব্যাঙ্গালোর

উত্তর : আমেদাবাদ

৩. এদের মধ‍্যে কোন ব্যাকটেরিয়া টি মানব দেহের পক্ষে উপকারী ?

A. টেপোকক্কাস
B. টেফি লোকটাস
C. সালমোনেল্লা
D. ল্যাকটোব্যাসিলাস

উত্তর : ল্যাকটোব্যাসিলাস

৪. White Gold’ নামে পরিচিত ?

A. সিল্ক
B. Cotton
C. কাগজ
D. পলিথিন

উত্তর : Cotton

৫. ‘গরিবি হটাও’ স্লোগানটি যে পঞ্চবার্ষিকী পরিকল্প সঙ্গে যুক্ত হয়েছিল ?

A. তৃতীয় পরিকল্পনা
B. চতুর্থ পরিকল্পনা
C. পঞ্চম পরিকল্পনা
D. ষষ্ঠ পরিকল্পনা

উত্তর : পঞ্চম পরিকল্পনা

৬. মীনাক্ষী মন্দির কোন স্থানে অবস্থিত ?

A. মাদুরাই
B. কাঞ্জিপুরম
C. তিরুপতি
D. জম্মু

উত্তর : মাদুরাই

৭. যে আন্দোলনের সময় সরদার বল্লভ ভাই প্যাটেল কে সর্দার উপাধি দেওয়া হয়েছিল ?

A. লবণ সত্যাগ্রহ
B. ভারত ছাড়ো আন্দোলন
C. বারদৌলী আন্দোলন
D. একা আন্দোলন

উত্তর : বারদৌলী আন্দোলন

৮. দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার ?

A. পূর্বা
B. মৈত্রী
C. জান্হবি
D. দক্ষিণ গঙ্গোত্রী

উত্তর : দক্ষিণ গঙ্গোত্রী

৯. ভারতের সংবিধানে ১ম বার সংশোধন কবে করা হয়েছে ?

Α. 1950 সালে
Β. 1951 সালে
C. 1952 সালে
D. 1953 সালে

উত্তর : 1951

১০. কোন বছরে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেন’ ?

Α. 1942
Β. 1943
C.1940
D.1941

উত্তর : 1941 সালে

১১. কাশ্মীরে শালিমার বাগ ও নিশাত বাগ কোন সম্রাটের তৈরি ?

A. আকবর
B. জাহাঙ্গীর
C. শাহজাহান
D. ঔরঙ্গজেব

উত্তর : জাহাঙ্গীর

১২. যে রাজধানীকে বিশ্বের যোগ রাজধানী বলা হয় ?

A. নৈনিতাল
B. মসূরী
C. দেরাদুন
D. ঋষিকেশ

উত্তর : ঋষিকেশ

১৩. সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিম্নের কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

A. ব্রিটেন
B. আমেরিকা
C. রুশ
D. দক্ষিণ আফ্রিকা

উত্তর : দক্ষিণ আফ্রিকা

১৪. কোন ব‍্যক্তি বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল ?

A. সুভাষচন্দ্র বসু
B. জহরলাল নেহেরু
C. বারদৌলির মহিলারা
D. সরোজিনী নাইডু

উত্তর : বারদৌলির মহিলারা

১৫. ভারতীয় সেনার প্রথম ভারতীয় সেনাধ্যক্ষ যিনি ছিলেন ?

A. জেনারেল কে.এম.কারিয়াপ্পা
B. ভাইস অ্যাডমিরাল আরতি কোটার
C. জেনারেল মহারাজা রাজেন্দ্র সিংহ
D. মনোজ মুকুন্দ নরবনে

উত্তর : জেনারেল কে.এম.কারিয়াপ্পা

১৬. কোন আইন ‘Black-Bill’ বলা হত ?

A. রাউলাট এক্ট কে
B. পিট ইন্ডিয়া এক্ট কে
C. ইন্ডিয়ান কাউন্সিল এক্ট কে
D. ভারত ছাড়ো আন্দোলন

উত্তর : রাউলাট এক্ট কে

১৭. সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় ?

A. তিব্বতের হিম নদ গ্লেসিয়ার
B. দক্ষিণ পূর্ব কাশ্মীরে
C. তিব্বতের মানস সরোবর ঝিলে
D. গোমুখ গুহা

উত্তর : তিব্বতের মানস সরোবর ঝিলে

১৮. কোন পুরুষ অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন ?

A. বিম্বিসার
B. বিন্দুসার
C. অশোক
D. কালাশোক

উত্তর : বিন্দুসার

১৯. যে রং গুলিকে মৌলিক রং বলা হয় ?

A. লাল নীল সবুজ
B. নীল লাল হলুদ
C. লাল হলুদ সবুজ
D. হলুদ নীল সবুজ

উত্তর : লাল-নীল-সবুজ

২০. কর্নাটকে অবস্থিত কৃষ্ণা রাজ সাগর বাঁধ নিম্নলিখিত যে নদীর উপর তৈরি হয়েছে ?

A. কাবেরী
B. গোদাবরী
C. কৃষ্ণা
D. মহাদেবী

উত্তর : কাবেরী

আগের পর্বে নজর রাখুন :

General Knowledge Mock Test পর্ব -১৫

Categories GK

Leave a Comment