বন্ধুরা বর্তমানে বাংলাদেশ খুব চর্চার বিষয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেছে।
আজকের এই পর্ব কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ সম্পর্কে আলোচনা করা হলো।
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ :
১. বাংলাদেশ যে দিনটিতে স্বাধীনতা পায় ?
A. 24 জুন 1971
B. 26 মার্চ 1971
C. 25 মার্চ 1968
D. 26 মার্চ 1971
উত্তর : 26 মার্চ 1971
২. বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের নাম যিনি দেশের শাসনকার্য নিজের হাতে নিয়ে নেয় ?
A. আব্দুল রহমান
B. মহম্মদ শাহাবুদ্দিন
C. ওয়াকার উজ জামান
D. কোনোটিই নয়
উত্তর : ওয়াকার উজ জামান
৩. বর্তমানে 2024 জুলাই অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে রয়েছেন ?
A. শেখ মুজিবুর রহমান
B. আব্দুল নজির
C. মহম্মদ নজির
D. মহাম্মদ ইউনুস
উত্তর : মহাম্মদ ইউনুস
৪. শেখ হাসিনা কে ছিলেন যিনি সম্প্রতি ইস্তফা দিয়েছেন ?
A. বাংলাদেশের রাষ্ট্রপতি
B. বাংলাদেশের প্রধানমন্ত্রী
C. বাংলাদেশের সেনাপ্রধান
D. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী
উত্তর : বাংলাদেশের প্রধানমন্ত্রী
৫. বাংলাদেশের জাতীয় গানের রচনাকার বা রেখক কে ?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. কাজী নজরুল ইসলাম
C. মহম্মদ নজির
D. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
৬. শেখ হাসিনার সম্বন্ধ বা তিনি কোন পার্টির সঙ্গে ছিল ?
A. বাংলাদেশ মুসলিম লীগ
B. বাংলাদেশ আওয়ামী লীগ
C. বাংলাদেশ মুক্তি পাটি
D. বাংলাদেশের আজাদ পাটি
উত্তর : বাংলাদেশ আওয়ামী লীগ
৭. বাংলাদেশের জাতীয় পাখি ( bird) কি ?
A. দোয়েল
B. টিয়া
C. ময়ূর
D. কাকাতুয়া
উত্তর : দোয়েল
৮. বাংলাদেশের সবচেয়ে লম্বা-নদী (Longest River ) কোনটি ?
A. সরযূ
B. কোশি
C. নারায়নি
D. সুরমা
উত্তর : সুরমা
৯. বাংলাদেশের সংসদ কি নামে অভিহিত ?
A. জাতীয় সংসদ
B. পার্লামেন্ট
C. সিনেট
D. জাতীয় পঞ্চায়েত
উত্তর : জাতীয় সংসদ
১০. ভারতের যে রাজ্য বাংলাদেশের সাথে সবচেয়ে বড়ো সীমানা অতিক্রান্ত করেছে ?
A. সিকিম
B. অসম
C. পশ্চিমবঙ্গ
D. মেঘালয়
উত্তর : পশ্চিমবঙ্গ (WB)
১১. বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি কে ছিলেন ?
A. মহম্মদ শাহাবুদ্দিন
B. শেখ মজিবুর রহমান
C. শেখ হাসিনা
D. খালিদা জিয়া
উত্তর : শেখ মজিবুর রহমান
১২. বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বন্দরগাঁও কোনটি ?
A. চট্টগ্রাম
B. খুলনা
C. রংপুর
D. কোমিলা
উত্তর : চট্টগ্রাম
১৩. ভারত-বাংলাদেশের মধ্যে কোন যুদ্ধ অভ্যাস হয় ?
A. মিশ্র শক্তি
A. গরুর শক্তি
B. সম্প্রীতি
C. বজ্র প্রহার
উত্তর : সম্প্রীতি
১৪. বাংলাদেশের জাতীয় ফুল (Flowers) কি ?
A. পদ্ম
B. শালুক
C. লিলি
D. গোলাপ
উত্তর : লিলি
১৫. বিশ্বের সবচেয়ে বড় সুন্দরবন ডেল্টা যেখানে অবস্থিত ?
A. ভারত
B. বাংলাদেশ
C. নেপাল
D. A এবং B
উত্তর : A ও B উভয়
১৬. ভারত ও বাংলাদেশের মৈত্রী পাইপলাইন কোন দিনে উদযাপন করেন ?
A. 2024
Β. 2023
C. 2022
D. 2021
উত্তর : 2023
১৭. বাংলাদেশের জাতীয় (National) খেলা কি ?
A. ক্রিকেট
B. ফুটবল
C. হকি
D. কাবাডি
উত্তর : কবাডি
১৮. বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে কে আরোহণ রয়েছেন ?
A. মহম্মদ শাহাবুদ্দিন
B. শেখ মজিবুর রহমান
C. শেখ হাসিনা
D. কোনোটিই নয়
উত্তর : মহম্মদ শাহাবুদ্দিন
১৯. বর্তমানে এই দেশ বা বাংলাদেশের সুপ্রীম কোর্টের প্রধান কে ?
A. মহম্মদ শাহাবুদ্দিন
B. তাজুদ্দিন আহমেদ
C. আব্দুল হাসান
D. কোনোটিই নয়
উত্তর : আব্দুল হাসান
২০. বাংলাদেশের সাথে ভারতের কত সংখ্যক রাজ্যের সীমানা রয়েছে ?
A. 5 State
B. 6 State
C. 8 State
D. 9 State
উত্তর : 5 State
২১. বাংলাদেশের ১তম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A. মহম্মদ শাহাবুদ্দিন
B. তাজুদ্দিন আহমেদ
C. আব্দুল হাসান
D. কোনোটিই নয়
উত্তর : তাজুদ্দিন আহমেদ
২২. বাংলাদেশের সংসদের মোট সিট বা আসন সংখ্যা ?
A. 320
Β.350
C. 352
D. 543
উত্তর : 350
২৩. বাংলাদেশের জাতীয় পশু (National Animal) যেটি ?
A. মেছো বিড়াল
B. রয়েল বেঙ্গল টাইগার
C. বেঙ্গল ভালুক
D. সাদা গরু
উত্তর : রয়েল বেঙ্গল টাইগার
২৪. বাংলাদেশের রাষ্ট্রীয় পাখি যেটি ?
A. ময়ূর
B. দোয়েল
C. ঈগল
D. বুলবুল
উত্তর : দোয়েল
২৫. ভারতের কোন নদী বাংলাদেশে যমুনা নামে খ্যাত ?
A. গঙ্গা
B. ব্রহ্মপুত্র
C. পদ্মা
D. গোদাবরী
উত্তর : ব্রহ্মপুত্র
আরও নজর রাখতে ভুলবেন না : |