Gk Mock Test In Bengali Part 1 | বেঙ্গলি জিকে মকটেস্ট

Gk Mock Test In Bengali Part 1 | বেঙ্গলি জিকে মকটেস্ট

সুপ্রিয় পাঠক বন্ধুরা এই পর্বটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রদান করেছি, যেগুলি বিভিন্ন রকম সরকারি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য খুবই গ্ৰহণযোগ‍্য।

Gk Mock Test In Bengali Part 1 :

1. সোডা ওয়াটারের উপাদান কী ?

উত্তর : জল ও কার্বন ও ডাই অক্সাইড

2. গন্ধহীন গ্যাস কোনটি ?

উত্তর : অক্সিজেন

3. দম দেওয়া ঘড়ির স্প্রিং গোটানো অবস্থায় থাকলে কী ধরণের শক্তি সঞ্চিত থাকে ?

উত্তর : স্থিতিশক্তি

4. আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?

উত্তর: কার্বন – ডাই অক্সাইড ।

5. একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় ?

উত্তর : আইসোটোপ

6.  দুটি কুঁজ বিশিষ্ট উট কোথায় পাওয়া যায় ?

উত্তর : গোবি মরুভূমিতে ।

7. Donkey কী ?

উত্তর: ( গৃহপালিত ) পোষা বুনো গাধা

8. Aseel , Basara , Chittagong ইত্যাদি কী ?

উত্তর: দেশি জাতের মুরগী

9. লাইসোজোম কোশ অঙ্গাণু কী হিসাবে কাজ করে ?

উত্তর :  অটোফ্যাগোজোম ও হেটেরোফ্যাগোজোম হিসাবে

10. মাইটোকনড্রিয়া কী কারণে স্বপ্রজননশীল ?

উত্তর : DNA থাকার জন্য

11. সাইন্যাপসিস কী ?

উত্তর: হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বন্ধন অবস্থা

12. কোলাজেন তন্তু কী হিসাবে প্রোটিন ধারণ করে ?

উত্তর : রাসায়নিকভাবে

13. কোন পেশীর নিঃসাড়কাল সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী ?

14. সাধারণ ঠান্ডা লাগে কোন ভাইরাসের জন‍্য ?

উত্তর : Rhino Virusi

15. অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে ক্ষরিত হরমোনটির নাম ?

উত্তর : গ্লুকাগন

আরও পড়ুন :

লুসেন্ট জিকে বংলা 

ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

বিজ্ঞানের জিকে প্রশ্ন উত্তর

Categories GK

Leave a Comment