Gk Mock Test in Bengali Part 2

Gk Mock Test in Bengali

সুপ্রিয় পাঠকগন, এই পর্বটিতে আলোচনা করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই  Gk Mock Test in Bengali এর পর্বগুলিতে অংশগ্রহণ করার মাধ‍্যমে তোমাদের প্রস্তুতি আরও উন্নত করতে পারবে।

Gk Mock Test In Bengali :

1. সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি ?

A. Lenovo
B. Apple
C. HP
D. Microsoft

উত্তর : C

2. পূর্বঘাট পর্বতের অপর নাম কি ?

A. মলয়াদ্রী
B. সহাস্রী
C. সেভরয়
D. জাভাদ্রী

উত্তর : A

3. 2021 সালের মে মাসে Asian Boxing Championships হোস্ট করছে কোন দেশ ?

A. ভারত
B. শ্রীলঙ্কা
C. বাংলাদেশ
D. মালদ্বীপ

উত্তর : A

4. কোন শাসককে ‘ কবিরাজ ‘ আখ্যা দেওয়া হয় ?

A.  স্কন্দগুপ্ত
B. সমুদ্রগুপ্ত
C. প্রথম চন্দ্রগুপ্ত
D. কৌটিল্য

উত্তর : B

5. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?

A. চন্দ্রগুপ্ত মৌর্য
B. চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
C. হর্ষবর্ধন
D. অশোক

উত্তর : A

6. কি জমাট বেধে ওপেল শিলার সৃষ্টি হয় ?

A. কাদা
B. ধুলিকণা
C. পলি
D. বালুকণা

উত্তর : D

7. আয়তনের দিক থেকে সবচেয়ে বেশী বন কোন রাজ্যে আছে ?

A. মধ্যপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. পশ্চিমবঙ্গ
D. মণিপুর

উত্তর : A

8. ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে ?

A. মধ্যপ্রদেশ
B. তেলেঙ্গানা
C. মহারাষ্ট্র
D. গুজরাট

উত্তর : B

9. কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত ?

A. সাময়িক বায়ু
B. আয়ন বায়ু
C.পশ্চিমা বায়ু
D. মেরু বায়ু

উত্তর : B

10. দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?

A. মিজোরাম
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ
D. ঝাড়খণ্ড

উত্তর : D

11. টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায় ?

A. পিত্তরসে
B. পিত্তথলিতে
C. পাকরসে
D. লালারসে

উত্তর : D

12. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে ?

A. গুজরাট
B. কেরালা
C. পাঞ্জাব
D. মহারাষ্ট্র

উত্তর : B

13. রাইন নদীর উৎপত্তি স্থল কোথায় ?

A. আন্দিজ পর্বত
B. রকি পর্বত
C. আল্পস পর্বত
D. বিন্ধ্য পর্বত

উত্তর : C

14. জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. ওয়াশিংটন
B. টোকিও
C. রোম
D. নিউইয়র্ক

উত্তর : D

15. জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত ?

A. বক্সিং
B. হকি
C. কবাডি
D. টেনিস

উত্তর : A

আরও পড়ুন :

জিকে মকটেস্ট পর্ব – ১ 

বিজ্ঞানের জিকে প্রশ্ন উত্তর 

Categories GK

Leave a Comment