Gk Mock Test in Bengali Part 3

Gk Mock Test in Bengali Part 3

সুপ্রিয় বন্ধুরা আজকের এই পর্বটি আরও কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো।

Gk Mock Test in Bengali :

1.রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে?

A.পলিমারইজেশন
B.ভালকানাইজেশন
C.কনডেনসেশন
D.হাইড্রোজিনেশন

Ans :

2.অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়?

A.গুরু রামদাস
B.গুরু অর্জুন
C.গুরুনানক
D.গুরু অঙ্গদ

Ans.গুরু রামদাস

 

3.ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?

A.ট্রম্বে
B.চাঁদিপুর
C.শ্রীহরিকোটা
D.বেঙ্গালুরু

Ans.ট্রম্বে

4.গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন?

A.সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B.গোপালকৃষ্ণ গোখলে
C.দাদাভাই নৌরাজি
D.বাল গঙ্গাধর তিলক

Ans.গোপালকৃষ্ণ গোখলে

5.কোন যন্ত্রের সাহায্যে রোেধ বাড়ানো বা কমানো যায়?

A.অ্যামমিটার
B.গ্যালভানোমিটার
C.রিওস্ট্যাট
D.ভোল্টমিটার

Ans.রিওস্ট্যাট

6.সিমলা অধিবেশন কত সালে হয়েছিল?

A.1915 সালে
B.1925 সালে
C.1935 সালে
D.1945 সালে

Ans.1945 সালে

7.আকবরের সমাধি কোথায় অবস্থিত?

A.আগ্রা
B.ফতেপুর সিক্রি
C.সেকেন্দ্রা
D.দিল্লি

Ans.আগ্রা

8.ভারতের আখ গবেষণাগার কোথায় অবস্থিত?

A.পুনে
B.কোয়েম্বাটুর
C.হায়দ্রাবাদ
D. দিল্লি

Ans.কোয়েম্বাটুর

9.পৃথিবীর কোথায় প্রথম পাতাল রেল চালু হয়েছে?

A.প্যারিস
B.কলকাতা
C.লন্ডন
D.নিউইয়র্ক

Ans.লন্ডন

10.কাঁকড়ার রেচন অঙ্গের নাম কি?

A.নেফ্রিডিয়া
B.কক্সাল গ্রন্থি
C.ফ্লেমকোষ
D.বৃক্ক

Ans.কক্সাল গ্রন্থি

11.তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

A.বিহার
B.ঝাড়খণ্ড
C.ছত্রিশগড়
D.ওড়িশা

Ans.ওড়িশা

12.ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন কোন বাহিনীর নেতৃত্ব দেন?

A.গান্ধী ব্রিগেড
B.নেহেরু ব্রিগেড
C.ঝাঁসির রানী
D.আজাদ হিন্দ ব্রিগেড

Ans.ঝাঁসির রানী

13.কুকি আসামি’ উপজাতি বাস কোথায়?

A.মনিপুর
B.সিকিম
C.ছত্রিশগড়
D.উত্তরাখন্ড

Ans.মনিপুর

14.মহাবীরের মাতার নাম কি?

A.ত্রিশলা
B.যশোধরা
C.গৌতমী
D.দুঃশলা

Ans.ত্রিশলা

15.ফোর্টউইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয়?

A.1685 সালে
B.1690 সালে
C.1695 সালে
D.1700 সালে

Ans.1700 সালে

16.জৈন ধর্মগ্রন্থ গুলি কোন ভাষায় রচিত?

A.পালি
B.সংস্কৃত
C.প্রাকৃত
D.চর্যাপদ

Ans.প্রাকৃত

আগের পর্ব :

জিকে মকটেস্ট পর্ব-২

জিকে মকটেস্ট পর্ব-১

লুসেন্ট জিকে প্রশ্ন উত্তর 

Categories GK

Leave a Comment