Gk Mock Test in Bengali Part 4

Gk Mock Test in Bengali Part 4

Gk Mock Test in Bengali : প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে জিকে বিষয়ে দক্ষ করার জন‍্য এই পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রদান করা হয়েছে। জিকের এই পর্ব গুলিতে অংশগ্রহণের মাধ‍্যমে  তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে পারবে।

Gk Mock Test in Bengali :

1.পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কী?

1.মঙ্গল
2.বুধ
3.শুক্র
4.চাঁদ
Ans.শুক্র

2.কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
কণিষ্ক
1.অশোক
2.বিম কদফিসিস
3.কুজুল কদফিসিস
4.গৌতম বুদ্ধ
Ans.কুজুল কদফিসিস

3.কোন মহিলা সভাপতি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রথম সভাপতিত্ব করেছিলেন?
1.রাজকুমারী অমৃতা কৌর
2.বিজয় লক্ষ্মী পন্ডিত
3.কমলা নেহেরু
4.ইন্দিরা গান্ধী
Ans.বিজয় লক্ষ্মী পন্ডিত

4.বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
1.ব্যাঙ্গালোর
2.শ্রীহরিকোটা
33.তিরুবনন্তপুরম
4.বালেশ্বর
Ans.তিরুবনন্তপুরম

5..1956 সালে কোন জেলা থেকে পুরুলিয়ার জন্ম হয়?
1.মানভূম
2.রাঁচি
3.দুমকা
4.কোডারমা
Ans.মানভূম

6.ভারতের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোনটি?
1.ফলতা
2.কান্ডালা
3.সুরাট
4.শান্তাক্রুজ
Ans.কান্ডালা

7.ভারতে বৈদিক সভ্যতা কোন নদীর তীরে বিকশীত হয়েছিল?
1.নর্মদা
2.সরস্বতী
3.তাপ্তি
4.গোদাবরী
Ans.সরস্বতী

8.খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মান্দাশোর শিলালিপি কার সময়কার?
1.গৌতম বুদ্ধ
2.অনন্তবর্মন
3.মিহিড়কুল
4.যশোধর্মন
Ans.অনন্তবর্মন

9.বিহু কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য?
1.আসাম
2.সিকিম
3.কেরালা
4.মিজোরাম
Ans.আসাম

10.ইউরো কোন দেশের মুদ্রা?

1.গ্রেট ব্রিটেন
2.সুইডেন
3.ইউরো অঞ্চল
4.ডেনমার্ক
Ans.ইউরো অঞ্চল

11.নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের একমাত্র মহিলা সানাইবাদক হিসেবে প্রসিদ্ধ লাভ করেছেন?

1.গহর জান
2.বিনোদিনী দাসী
3.ভাগ্যেশ্বরী কামার
4.রাসোলান বাই
Ans.রাসোলান বাই

12. নিম্নের কোনটি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য?

1.সোডিয়াম ক্লোরাইড
2.ক্যালসিয়াম ক্লোরাইড
3.ইথানোয়িক অ্যাসিড
4.ম্যাগনেসিয়াম সালফেট
Ans.ইথানোয়িক অ্যাসিড

13.বাজেট ভারতে প্রথম পেশ করা হয় কত সালে?

1.1943
2.1946
3.1947
4.1949
Ans. 1947

14.পৃথিবীর সূর্যকে পরিক্রমন করতে কত সময় লাগে?

1.366 দিন 4 ঘন্টা 48 মিনিট 49 সেকেন্ড
2.12 বছর 6 মাস
3.156 দিন 67 সেকেন্ড
4.366 দিন ৫ ঘন্টা 48 মিনিট 49 সেকেন্ড
Ans.366 দিন ৫ ঘন্টা 48 মিনিট 49 সেকেন্ড

15.দ্বিতীয় অশোক কাকে বলা হয়?

1.প্রথম বাজিরাও
2.গোপালকৃষ্ণ গোখলে
3.কনিষ্ক
4.বাবর
Ans.কনিষ্ক

16.বাদামে প্রচুর পরিমানে কি থাকে?

1.ভিটামিন
2.ফ্যাট
3.চর্বিযুক্ত
Ans.ফ্যাট

17.ওস্তাদ আলি খান কোন বাদ্যযন্ত্র?

1.তবলা
2.সানাই
3.সরোদ
Ans.সরোদ

18. দ্বিতীয় বৌদ্ধ সংগতি কার আমলে হয়েছিল?

1.অশোক
2.কনিস্ক
3.কালাশোক
Ans.কালাশোক

আগের পর্ব :

জিকে মকটেস্ট পর্ব -৩ 

জিকে মকটেস্ট পর্ব -২ 

জিকে মকটেস্ট পর্ব -১ 

Categories GK

Leave a Comment