Gk Mock Test in Bengali Part 5

Gk Mock Test in Bengali Part 5

প্রিয়, ছাত্রছাত্রী আজকের এই পর্বটিতে আরও একটি জিকে মকটেস্ট শেয়ার করলাম তোমাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক Gk Mock Test in Bengali এর পর্বটি।

Gk Mock Test in Bengali :

1. করোনায় আক্রান্ত হয়ে মৃত সংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছিল কেন্দ্র সরকার ?

A.  ৩ লক্ষ
B.  8 লক্ষ
C.  ৫ লক্ষ
D. ১০ লক্ষ

উত্তর : C

2.  রেটিনা ও অপটিকা স্নায়ু স্থলকে কি বলে ?

A.  অন্ধবিন্দু
B. পীতবিন্দু
C. স্নায়ু বিন্দু
D. চক্ষুবিন্দু

উত্তর : A

3. ভেন্টিফ্যাক্ট কোন প্রাকিতিক শক্তির দ্বারা সৃষ্টি হয় ?

A. সমুদ্রতরঙ্গের ক্ষয় দ্বারা
B. নদীর সঞ্চয় দ্বারা
C. বায়ুর ক্ষয় দ্বারা
D. সমুদ্রতরঙ্গের সঞ্চয় দ্বারা

উত্তর : C

4.  প্রথমবার জেনোম ম্যাপিং প্রোজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে ?

A. ভারত মহাসাগর
B. প্রশান্ত মহাসাগর
C. বঙ্গোপসাগর
D. আরব সাগর

উত্তর : A

5.  শিশুদের জন্য ১০০ টি নার্সারি স্পোর্টস অ্যাকাডেমী স্থাপন করতে চলেছে কোন রাজ্য ?

A.  পশ্চিমবঙ্গ
B. হরিয়ানা
C. পাঞ্জাব
D. রাজস্থান

উত্তর : D

6. চাঁদের ব্যাস কত ?

A. প্রায় ৩৪৭৫ কিমি
B. প্রায় ৩৪৭০ কিমি
C. প্রায় ৩৪৬৫ কিমি
D. প্রায় ৩৪৬০ কিমি

উত্তর : A

7. মালাই চাকিতে অবস্থিত হাড়কে কি বলা হয় ?

A. ফিমার
B. টিবিয়া
C. টারসাস
D. প্যাটেলা

উত্তর : D

8. কার রাজসভা ‘ নবরত্ন ‘ এর জন্য বিখ্যাত ছিল ?

A. সমুদ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. অশোক
D. হর্ষবর্ধন

উত্তর : B

9. সান্দাকফু কোন পর্বত শ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গ ?

A. সিঙ্গালীলা
B. ফালুট
C. শিবালিক হিল
D. টাইগার হিল

উত্তর : A

10. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ?

A. বিশাখাপত্তনম
B. তুতিকোরিন
C. মারগাঁও
D. পোর্ট ব্লেয়ার

উত্তর : D

11. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?

A.সেলুকাস
B. ফা – হিয়েন
C. মেগাস্থিনিস
D. মিন্দার

উত্তর : C

12. বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম ?

A. ভারত
B. সুইডেন
C. আর্জেন্টিনা
D. আমেরিকা

উত্তর : A

13. রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি ?

A. ভারত
B. চীন
C. আমেরিকা
D. জাপান

উত্তর : A

14. সোলার সিস্টেম এর আবিষ্কার করেন কে ?

A. গ্যালিলিও
B. লিওনার্দ দ্যা ভিঞ্চি
C. কোপার্নিকাস
D. আর্কিমিদিস

উত্তর : C

15. দুটি নিউরোনের মিলনস্থলকে কি বলে ?

A. সাইন্যাপস্
B. অ্যাক্সন
C. নিউরোগ্লিয়া
D. ড্রেনড্রন

উত্তর : A

পূর্বের পর্ব :

মকটেস্ট পর্ব -৪

মকটেস্ট পর্ব -৩

মকটেস্ট – ২

Categories GK

Leave a Comment