সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটিতে আরও একটি Gk মকটেস্ট শেয়ার করা হল। বিভিন্ন রকম পরীক্ষার জন্য এই Gk প্রশ্ন উত্তর গুলি গুরুত্বপূর্ণ।
Gk Mock Test in Bengali :
1. ভারতবর্ষের ল্যাটেরাইট মৃত্তিকা হল –
A. লোহায় পরিপূর্ণ
B. হিউমাসে পরিপূর্ণ
C. ব্যাসলটিক লাভায় পরিপূর্ণ
D. ইউরেনিয়ামে পরিপূর্ণ
উত্তর : A
2. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা পরিচিত কি নামে ?
A. রেগোলিথ
B. খাদার
C. রেগুর
D. ভাবর
উত্তর : B
3. নিম হল একটি –
A. ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বৃক্ষ
B. ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বৃক্ষ
C. ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ
D. ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ বৃক্ষ
উত্তর : C
4. নীচের কোন প্রকার মৃত্তিকা তুলো চাষের পক্ষে অনুকূল ?
A. লাল মৃত্তিকা
B. রেগুর
C. পলি মৃত্তিকা
D. ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তর : B
5. ভারতের কোন লৌহ-ইস্পাত কারখানাটি ‘ভারতের রূঢ়’ নামে পরিচিত ?
A. ভিলাই
B. দুর্গাপুর
C. রাউরকেল্লা
D. জামশেদপুর
উত্তর : B
6. ভারতের কোন রাজ্যটি শিল্পগত দিক দিয়ে সবচেয়ে উন্নত ?
A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. তামিলনাড়ু
D. পাঞ্জাব
উত্তর : C
7 শাল হল এক ধরনের –
A. সরলবর্গীয় বৃক্ষ
B. পর্ণমোচী বৃক্ষ
C. চিরহরিৎ বৃক্ষ
D. জেরোফাইটিক বৃক্ষ
উত্তর : B
৪. ভারতবর্ষে তুলা উৎপাদনে সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটি ?
A. ব্রহ্মপুত্র উপত্যকা
B. ইন্দো-গঙ্গা সমভূমি
C. দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল
D. কচ্ছেরণ
উত্তর : C
9. কাকে সূর্যদয়ের শিল্পও বলা হয়?
A. কপার
B. প্লাস্টিক
C. অটোমোবাইল
D. অলঙ্কার
উত্তর : C
10. নিচের কোন কাঁচামালটি কাগজ তৈরিতে ভারতবর্ষে সবচেয়ে
বেশি পরিমাণে ব্যবহৃত হয়?
A. সালাই কাঠ
B. সাবাই ঘাস
C. তুলোর রাগ
D. বাঁশ
উত্তর : B
11. ভারতবর্ষের কোন অংশে চায়ের মোট পরিমাণের 3/4 অংশ উৎপন্ন হয়?
A. উত্তর ভারত
B. দক্ষিণ ভারত
C. উত্তর-পূর্ব ভারত
D. উত্তর-পশ্চিম ভারত
উত্তর : C
12. ভারতের পশ্চিম উপকূলে কোন কৃত্রিম পোতাশ্রয় অবস্থিত?
A. কোচিন
B. কান্দালা
C. মামাগাঁও
D. নিউ ম্যাঙ্গালোর
উত্তর : D
13. কাকে সূর্যদয়ের শিল্পও বলা হয়?
A. কপার
B. প্লাস্টিক
C. অটোমোবাইল
D. অলঙ্কার
উত্তর : C
14. ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি কোনটি?
A. মরান
B. বম্বে হাই
C. ডিগবয়
D. অঙ্কালেশ্বর
উত্তর : C
15. কোনটি ভারতবর্ষের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ?
A. তারাপুর
B. ট্ৰমবে
C. কালাপক্কম
D. নারোরা
উত্তর : A
16. স্বর্ণ চতুর্ভূজ কি ?
A. জাতীয় সড়ক প্রকল্প
B. জাতীয় সড়ক উন্নতি প্ৰকল্প
C. রেলপথ উন্নয়ন প্রকল্প
D. সোনা নিলাম কেন্দ্ৰ
উত্তর : B
আগের Gk পর্ব গুলি দেখুন : |