প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে আপনাদের সাথে আরও একটি Gk Mock test পর্ব শেয়ার করা হলো। এখানে গুরুত্বপূর্ণ কিছে Gk প্রদান করা হয়েছে।
Gk Mock Test in Bengali :
1. কল্যাণ লক্ষ্মী প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে ?
A. তেলেঙ্গানা
B. পশ্চিমবঙ্গ
C. বিহার
D. গুজরাট
উত্তর : A
2. ভারতের প্রথম ‘GI Tag’ প্রাপ্ত পদার্থ হল – –
A. এলাচ
B. দার্জিলিং চা
C. বাসমতি চাল
D. গোবিন্দভোগ চাল
উত্তর : B
3. করোনায় আক্রান্ত হয়ে মৃত সংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছিল কেন্দ্র সরকার ?
A. ৩ লক্ষ
B. 8 লক্ষ
C. ৫ লক্ষ
D. ১০ লক্ষ
উত্তর : C
4. ভেন্টিফ্যাক্ট কোন প্রাকিতিক শক্তির দ্বারা সৃষ্টি হয় ?
A. সমুদ্রতরঙ্গের ক্ষয় দ্বারা
B. নদীর সঞ্চয় দ্বারা
C. বায়ুর ক্ষয় দ্বারা
D. সমুদ্রতরঙ্গের সঞ্চয় দ্বারা
উত্তর : C
5. 2022 পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে?
A. 12 টি
B. 11 টি
C. 10 টি
D. 13 টি
উত্তর : B
6. তামিলনাড়ুর সবথেকে ছোট জেলা কোনটি ?
A. তিরুবালা
B. তেনকাসি
C. তিরুচিরাপল্লী
D. কন্যা কুমারী
উত্তর : D
7. ভারতের প্রথম ‘GI Tag’ প্রাপ্ত পদার্থ হল – –
A. এলাচ
B. দার্জিলিং চা
C. বাসমতি চাল
D. গোবিন্দভোগ চাল
উত্তর : B
8. রেটিনা ও অপটিকা স্নায়ু স্থলকে কি বলে ?
A. অন্ধবিন্দু
B. পীতবিন্দু
C. স্নায়ু বিন্দু
D. চক্ষুবিন্দু
উত্তর : A
9. প্রথমবার জেনোম ম্যাপিং প্রোজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে ?
A. ভারত মহাসাগর
B. প্রশান্ত মহাসাগর
C. বঙ্গোপসাগর
D. আরব সাগর
উত্তর : A
10. শিশুদের জন্য ১০০ টি নার্সারি স্পোর্টস অ্যাকাডেমী স্থাপন করতে চলেছে কোন রাজ্য ?
A. পশ্চিমবঙ্গ
B. হরিয়ানা
C. পাঞ্জাব
D. রাজস্থান
উত্তর : D
11. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?
A. কল্পেরু হ্রদ
B. পুলিকট হ্রদ
C. চিলকা হ্রদ
D. লেকটাক হ্রদ
উত্তর : A
12. চাঁদের ব্যাস কত ?
A. প্রায় ৩৪৭৫ কিমি
B. প্রায় ৩৪৭০ কিমি
C. প্রায় ৩৪৬৫ কিমি
D. প্রায় ৩৪৬০ কিমি
উত্তর : A
13. পোর্টব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত ?
A. ছোট আন্দামান-এ
B. বৃহৎ নিকোবর-এ
C. দক্ষিণ আন্দামান-এ
D. উত্তর আন্দামান-এ
উত্তর : C
14. মহাত্মা গান্ধী সম্পাদিত ইংরেজ সাপ্তাহিক পত্রিকার নাম কি ?
A. কেসরি
B. ইয়ং ইন্ডিয়া
C. তত্ত্ববোধিনী
D. যুগান্তর
উত্তর : B
15. মালাই চাকিতে অবস্থিত হাড়কে কি বলা হয় ?
A. ফিমার
B. টিবিয়া
C. টারসাস
D. প্যাটেলা
উত্তর : D
পূর্বের পর্ব : |