Gk Mock Test in Bengali Part 9

 

Gk Mock Test in Bengali Part 9

বন্ধুরা আজকের Gk মকটেস্ট পর্বটিতে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রদান করা হয়েছে।

Gk Mock Test in Bengali :

1. নিচের কোনটি আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগ ?

A. হেপাটাইটিস
B. অ্যামিনিকোসিস
C. ব্ল্যাকফুট ডিজিজ
D. ফ্লোরোসিস

উত্তর : C

2. সর্বজনীন দ্রাবক হল ―

A. অ্যালকোহল
B. ইথার
C. অ্যাসিড
D. জল

উত্তর : D

3. জলে দ্রবীভূত যথোপযুক্ত অক্সিজেনের মাত্রা কত ?

A. 4-6 Mg/L
B. 3-4 Mg/L
C. 6-7 Mg/L
D. 8-9 Mg/L

উত্তর : D

4. পানীয় জলের ক্ষেত্রে কলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত ?

A. 0
B. 1
C. 2
D. 7

উত্তর : A

5. জল একটি

A. ননপোলার দ্রাবক
B. পোলার দ্রাবক
C. জৈব দ্রাবক
D. None

উত্তর : B

6. জলের স্থায়ী ও অস্থায়ী খরতা একইসঙ্গে দূর করা যায় কোন পদ্ধতিতে ?

A. ফুটন পদ্ধতিতে
B. ক্লোরিনেশন পদ্ধতিতে
C. আয়ন বিনিময় পদ্ধতিতে
D. কোনটিই নয়

উত্তর : C

7. ফুটোন প্রক্রিয়ার সাহায্যে যে যৌগের জন্য জলের অস্থায়ী খরতা সম্পূর্নভাবে দূর করা যায় না সেটি হল-

A. Mg (HCO3)2
B. Ca (HCO3)2
C. Fe (HCO3)2
D. Ca (OCL) Cl

উত্তর : A

8. জলের অস্থায়ী খরতার জন্য দায়ী কে ?

A. CaCl2
B. MgCO3
C. CaCO3
D. Fe (HCO3)2 ( ফেরিক বাই কার্বোনেট)

উত্তর : D

9. দাঁতের ক্ষয় দেখা যায় জলে কোন যৌগটি উপস্থিতির জন্য ?

A. ফ্লুরাইড
B. আর্সেনিক
C. ব্যাকটেরিয়া
D. ভাইরাস

উত্তর : A

10. নিচের কোন জলটি বিশুদ্ধতর

A. নদীর জল
B. ঝর্ণার জল
C. বৃষ্টির জল
D. কলের জল

উত্তর : B

11. ইউটিফিকেশনের ফলে

A. অক্সিজেনের পরিমাণ কমে যায়
B.অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়
C.অক্সিজেনের পরিমাণ একই থাকে
D. CO2 এর পরিমাণ বেড়ে যায়

উত্তর : A

12. ভারতীয় জলের মধ্যে আর্সেনিক যৌগের মাত্রা কত ?

A. 0.05 PPM
B. 0.02 PPM
C. 0.03 PPM
D. 0.04 PPM

উত্তর : A

13. পানীয় জলের ph মান কত ?

A. 6―8
B. 6.5―8.5
C. 8―9
D. 6.5―7.5

উত্তর : B

14. জলাশয়ে অ্যালগাল ব্লুম কিসের জন‍্য ঘটে ?

A. কীটনাশকের উপস্থিতিতে
B. আর্সেনিকের উপস্থিতিতে
C. Ph বৃদ্ধিতে
D. ফ্লুরাইড দূষণে

উত্তর : C

15. আয়ন মুক্ত জলে কোন আয়নের উপস্থিতি থাকে ?

A. Na + ও H+
B. Na+ ও OH-
C. H+ ও OH―
D. Na+ ও Cl―

উত্তর : C

আগের পর্ব :

Gk Mock Test Part > 8 

Gk Mock Test Part > 7

Categories GK

Leave a Comment