সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এই পর্বে আপনাদের সাথে শেয়ার করলাম কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ (Gk) প্রশ্ন উত্তর নিয়ে।
Gk Question And Answers in Bengali :
1. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা নামে অভিহিত ?
A. কাবেরী
B. তুঙ্গভদ্রা
C. কৃষ্ণা
D. গোদাবরী
উত্তর : গোদাবরী
2. ভারতের উত্তর সীমায় অবস্থিত পর্বত কোনটি ?
A. মৈকাল
B. হিমালয়
C. নীলগিরি
D. আরাবল্লী
উত্তর : হিমালয়
3. জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনে পালিত ?
A. 25 ডিসেম্বর
B. 28 ফেব্রুয়ারি
C. 22 ডিসেম্বর
D. 5 জুন
উত্তর : 28 ফেব্রুয়ারি
4. ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি ?
A. গোল্ডকি
B. কোসি
C. ব্রহ্মপুত্র
D. গঙ্গা
উত্তর : ব্রহ্মপুত্র
5. ভারতের সর্বোচ্চ বড় শহর কাকে বলে ?
A. মুম্বাই
B. কলকাতা
C. দিল্লি
D. লখনৌ
উত্তর : মুম্বাই
6. ভারতের সবচেয়ে উঁচু মিনার কি ?
A. চার মিনার
B. শহীদ মিনার
C. কুতুবমিনার
D. ঝুলতা মিনার
উত্তর : কুতুব মিনার
7. ভারতের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ যেটি ?
A. মলিগুড়া সুড়ঙ্গ
B. কামসেট সুড়ঙ্গ
C. জওহর সুড়ঙ্গ
D. চেনানী নাসরি সুরঙ্গ
উত্তর : চেনানী নাসরি সুরঙ্গ
8. ভারতের সর্বপ্রথম মহিলা আইপিএস এর নাম হল ?
A. সরোজিনী নাইডু
B. কিরণ বদী
C. বিমলা দেবী
D. মাদার তেরেসা
উত্তর : কিরণ বেদী
9. ভারতের সবচেয়ে অল্প জনসংখ্যা বেষ্টিত স্টেট কোনটি ?
A. মিজোরাম
B. গোয়
C. সিকিম
D. অসম
উত্তর : সিকিম
10. ভারতর ১ম মহিলা বিশ্ববিদ্যালয় কোন দিনে স্থাপিত হয়েছিল ?
A. 1917 সালে
Β. 1915 সালে
C.1916 সালে
D.1925 সালে
উত্তর : 1916 সালে
11. ভারতের সবচেয়ে বড় রাজ্য কাকে বলা হয় ?
A. উত্তর প্রদেশ
B. মহারাষ্ট্র
C. রাজস্থান
D. মধ্যপ্রদেশ
উত্তর : রাজস্থান
12. ভারতের প্রথম অন্তরীক্ষ যাত্রী কে ?
A. রাকেশ শর্মা
A. কল্পনা চাওলা
B. সুনিতা উইলিয়ামস
C. নীল আর্মস্ট্রং
উত্তর : রাকেশ শর্মা
13. ভারতের সবচেয়ে লম্বা বাঁধ নামে অভিহিত ?
A. ভাকরা বাঁধ
B. ইন্দিরা সাগর বাঁধ
C. হিরাকুন্দ বাঁধ
D. নাগার্জুন সাগর বাঁধ
উত্তর : হিরাকুন্দ বাঁধ
14. ভারতীয় সিনেমার জনক কোন ব্যক্তি ?
A. দেবিকা রানী
B. দাদাসাহেব ফালকে
C. লুমিয়ার ব্রাদার্স
D. অমিতাভ বচ্চন
উত্তর : দাদাসাহেব ফালকে
15. মাউন্ট এভারেস্ট জয়লাভ করা ভারতীয় প্রথম মহিলা কে ছিলেন ?
A. কল্পনা চাওলা
B. রজিয়া সুলতান
C. বাচেন্দ্রী পাল
D. সুচেতা কৃপালিনি
উত্তর : বাচেন্দ্রী পাল
16. ভারতের সবচেয়ে উঁচু মূর্তি নামে অভিহিত ?
A. হরমন্দির শাহির
B. হ্যাম্পি
C. স্ট্যাচু অফ ইউনিটি
D. গোমতেশ্বর
উত্তর : স্ট্যাচু অফ ইউনিটি
17. ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় যে শহরে স্থাপিত হয়েছিল ?
A. দিল্লি
B. কলকাতা
C. মুম্বাই
D. ব্যাঙ্গালুরু
উত্তর : মুম্বাই
18. ভারতের ১ম মহিলা প্রধানমন্ত্রী কে ?
A. প্রতিভা পাতিল
B. এম. ফাতিমা বিবি
C. ইন্দিরা গান্ধী
D. মমতা বন্ধ্যোপাধ্যায়
উত্তর : ইন্দিরা গান্ধী
19. কোন ভারতীয় যৌগ্য ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন ?
A. হরগোবিন্দ খুরানা
B. মাদার তেরেসা
C. অর্মত্য সেন
D. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
20. ভারতের প্রথম গৃহমন্ত্রী কে ছিলেন ?
A. বিষ্ণু দেব সাই
B. শ্রী বেনী প্রসাদ বর্মা
C. সর্দার বল্লভ ভাই প্যাটেল
D. শ্যামকৃষ্ণ
উত্তর : সর্দার বল্লভ ভাই প্যাটেল
21. ভারতে শিক্ষা হল একটি-
A. নাগরিক অধিকার
B. রাজ্য দায়িত্ব
C. রাজনৈতিক অধিকার
D. মৌলিক অধিকার
উত্তর : মৌলিক অধিকার
22. কোন নদীঘাটকে ভারতের রূঢ় নামে অভিহিত করা হয়েছে ?
A. গোদাবরী
B. দামোদর
C. পেরিয়ার
D. হুগলি
উত্তর : দামোদর
আরও পড়ুন : ● GK মকটেস্ট পর্ব -10 ● Gk মকটেস্ট পর্ব – 9 |