Gk Questions And Answers in Bengali Part 12

প্রিয় বন্ধুরা, আজকের এই Gk Questions And Answers in Bengali Part 12 পর্বটিতে খুবই গুরুত্বপূর্ণ Gk প্রশ্ন উত্তর দেওয়া হলো।

Gk Questions And Answers in Bengali :

1. “প্রাচ্যের নন্দন কানন” কোন জায়গাকে বলা হয় ?

A. ইম্ফল উপত্যকাকে
B. সুন্দরবনকে
C. কাশ্মীর উপত্যকাকে
D. রাজমল পাহাড়কে

উত্তর : কাশ্মীর উপত্যকাকে

2 “বসুন্ধরা ধবলশীর্ষ” কাকে বলা হয় ?

A. মাউন্ট এভারেস্টকে
B. পামির মালভূমিকে
C. সাতপুরাকে
D. কারাকোরামকে

উত্তর : মাউন্ট এভারেস্ট

3. ভারতের স্বাধীনতার আগে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি ?

A. সালেম
B. দুর্গাপুর
C. রৌরকেল্লা
D. ভদ্রাবতী

উত্তর : ভদ্রাবতী

4. ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করেছে কোন রেখা সংযোগ ?

A. রেডক্লিফ লাইন
B. ডুরান্ড রেখা
C. ম্যাকমোহন রেখা
D. None

উত্তর : রেডক্লিফ লাইন

5. সিন্ধু সভ্যতা – হরপ্পা সভ্যতা কোন যুগের সভ‍্যতার নিদর্শন ?

A. প্রাচীন প্রস্তর যুগ
B. তাম্র প্রস্তর যুগ
C. প্রস্তর যুগ
D. নব্য প্রস্তর যুগ

উত্তর : তাম্র প্রস্তর যুগ

6. লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন পূর্বে নোটিশ জারি করতে হবে ?

A. 10 দিন
B. 14 দিন
C. 20 দিন
D. 25 দিন

উত্তর : 14 দিন

7. ভারতের প্রধান খাদ্য ফসল যেটি ?

A. গম
B. চাল
C. জোয়ার
D. ভুট্টা

উত্তর : চাল

8. সবুজ বিপ্লবের প্রভাব প্রথম সবচেয়ে বেশি পড়েছিল –

A. ধানচাষে
B. গমচাষে
C. পাটচাষে
D. আখচাষে

উত্তর : গমচাষে

9. পঞ্চশীল কোন ধর্মের একটি মত ?

A. জৈন
B. বৌদ্ধ
C. বৈষ্ণব
D. কোনোটিই নয়

উত্তর : বৌদ্ধ ( পড়ুন বৌদ্ধধর্ম সম্পর্কে )

10. “সাগর সম্রাট” মূলত কি ?

A. একটি বিখ্যাত মালবাহী জাহাজ
B. একটি বিখ্যাত তৈল শোধনাগার
C. সমুদ্রগর্ভ থেকে খনিজ তেল উৎপাদনকারী একটি ভাসমান প্ল্যাটফর্ম
D. একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

উত্তর : সমুদ্রগর্ভ থেকে খনিজ তেল উৎপাদনকারী একটি ভাসমান প্ল্যাটফর্ম

11. ভারতের চন্দনের জন্য প্রসিদ্ধ রাজ্য যেটি ?

A. নিউ দিল্লি
B. কেরল
C. কর্ণাটক
D. অসম

উত্তর : কর্ণাটক

12. ভারতের সবচেয়ে বড়ঝ সুড়ঙ্গ জওহর সুড়ঙ্গ যে রাজ্যে অবস্থিত ?

A. রাজস্থান
B. পশ্চিমবঙ্গ
C. জম্মু ও কাশ্মীর
D. হিমাচল প্রদেশ

উত্তর : জম্মু ও কাশ্মীর

13. যে আন্দোলনে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মিলনের সেতু তৈরি হয়েছিল ?

A. প্রতিবাদী আন্দোলন
B. কৈবর্ত আন্দোলন
C. অদ্বৈতবাদ
D. ভক্তিবাদ

উত্তর : ভক্তিবাদ

14. ভারতের সবচেয়ে লম্বা স্থলসীমা রয়েছে কোন দেশের সাথে ?

A. পাকিস্তান
B. চীন
C. বাংলাদেশ
D. মায়ানমার

উত্তর : বাংলাদেশ

15. পুরুলিয়া জেলার কোন জায়গা তসর শিল্পে বিখ্যাত ?

A. ঝালদা
B. জয়পুর
C. মানবাজার
D. রঘুনাথপুর

উত্তর : রঘুনাথপুর

16. ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ মৃত্তিকা বা মাটি কোনটি ?

A. কালো
B. লাল
C. ল্যাটেরাইট
D. পলি

উত্তর : পলি মৃত্তিকা

17. ভারতের কটি রাজ্য তট রেখার সাথে সংযুক্ত রয়েছে ?

A. 7 টি
B. 8 টি
C. 9 টি
D.10 টি

উত্তর : 9 টি

18. ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?

A. 5000 বছর
B. 6000 বছর
C. 8000 বছর
D. 8500 বছর

উত্তর : 8500 বছর

19. ভারতের সবচেয়ে বড় মিষ্টি জল বেষ্টিত হ্রদ যেটি ?

A. পুরস্ক
B. লোকটাক
C. উলার
D. ডাল

উত্তর : উলার

20. নিচের কোন রাজ্যটির আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয় ?

A. বিহার
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. কেরালা

উত্তর : কেরালা

21. ভারতের সর্বাধিক ধান উৎপাদন স্টেট কোনটি ?

A. অন্ধ্রপ্রদেশ
B. উত্তর প্রদেশ
C. পশ্চিমবঙ্গ
D. পাঞ্জাব

উত্তর : পশ্চিমবঙ্গ

22. শেরশাহের মরণ সাল কত ?

Α. 1540
Β. 1545
C.1552
D.1556

উত্তর : 1545

23. সিন্ধু সভ্যতায় কত সংখ্যক সীলমোহর পাওয়া গেছে ?

A. 4000 সীলমোহর
B. 2000 সীলমোহর
C.5000 সীলমোহর
D.6000 সীলমোহর

উত্তর : 4000 সীলমোহর

24. কাকে ভারতের ‘রাজনৈতিক অসন্তোষের পিতা’ বলে চিহ্নিত করা হয় ?

A. এ.ও. হিউম
B. দাদাভাই নওরোজী
C. লোকমান্য তিলক
D. মহাত্মা গান্ধী

উত্তর : লোকমান‍্য তিলক

আরও মকটেস্ট :

Gk মকটেস্ট পর্ব – ১১

Gk মকটেস্ট পর্ব – ১০

Categories GK

Leave a Comment