প্রিয় বন্ধুরা, আজকের এই Gk Questions And Answers in Bengali Part 12 পর্বটিতে খুবই গুরুত্বপূর্ণ Gk প্রশ্ন উত্তর দেওয়া হলো।
Gk Questions And Answers in Bengali :
1. “প্রাচ্যের নন্দন কানন” কোন জায়গাকে বলা হয় ?
A. ইম্ফল উপত্যকাকে
B. সুন্দরবনকে
C. কাশ্মীর উপত্যকাকে
D. রাজমল পাহাড়কে
উত্তর : কাশ্মীর উপত্যকাকে
2 “বসুন্ধরা ধবলশীর্ষ” কাকে বলা হয় ?
A. মাউন্ট এভারেস্টকে
B. পামির মালভূমিকে
C. সাতপুরাকে
D. কারাকোরামকে
উত্তর : মাউন্ট এভারেস্ট
3. ভারতের স্বাধীনতার আগে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি ?
A. সালেম
B. দুর্গাপুর
C. রৌরকেল্লা
D. ভদ্রাবতী
উত্তর : ভদ্রাবতী
4. ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করেছে কোন রেখা সংযোগ ?
A. রেডক্লিফ লাইন
B. ডুরান্ড রেখা
C. ম্যাকমোহন রেখা
D. None
উত্তর : রেডক্লিফ লাইন
5. সিন্ধু সভ্যতা – হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতার নিদর্শন ?
A. প্রাচীন প্রস্তর যুগ
B. তাম্র প্রস্তর যুগ
C. প্রস্তর যুগ
D. নব্য প্রস্তর যুগ
উত্তর : তাম্র প্রস্তর যুগ
6. লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন পূর্বে নোটিশ জারি করতে হবে ?
A. 10 দিন
B. 14 দিন
C. 20 দিন
D. 25 দিন
উত্তর : 14 দিন
7. ভারতের প্রধান খাদ্য ফসল যেটি ?
A. গম
B. চাল
C. জোয়ার
D. ভুট্টা
উত্তর : চাল
8. সবুজ বিপ্লবের প্রভাব প্রথম সবচেয়ে বেশি পড়েছিল –
A. ধানচাষে
B. গমচাষে
C. পাটচাষে
D. আখচাষে
উত্তর : গমচাষে
9. পঞ্চশীল কোন ধর্মের একটি মত ?
A. জৈন
B. বৌদ্ধ
C. বৈষ্ণব
D. কোনোটিই নয়
উত্তর : বৌদ্ধ ( পড়ুন বৌদ্ধধর্ম সম্পর্কে )
10. “সাগর সম্রাট” মূলত কি ?
A. একটি বিখ্যাত মালবাহী জাহাজ
B. একটি বিখ্যাত তৈল শোধনাগার
C. সমুদ্রগর্ভ থেকে খনিজ তেল উৎপাদনকারী একটি ভাসমান প্ল্যাটফর্ম
D. একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
উত্তর : সমুদ্রগর্ভ থেকে খনিজ তেল উৎপাদনকারী একটি ভাসমান প্ল্যাটফর্ম
11. ভারতের চন্দনের জন্য প্রসিদ্ধ রাজ্য যেটি ?
A. নিউ দিল্লি
B. কেরল
C. কর্ণাটক
D. অসম
উত্তর : কর্ণাটক
12. ভারতের সবচেয়ে বড়ঝ সুড়ঙ্গ জওহর সুড়ঙ্গ যে রাজ্যে অবস্থিত ?
A. রাজস্থান
B. পশ্চিমবঙ্গ
C. জম্মু ও কাশ্মীর
D. হিমাচল প্রদেশ
উত্তর : জম্মু ও কাশ্মীর
13. যে আন্দোলনে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মিলনের সেতু তৈরি হয়েছিল ?
A. প্রতিবাদী আন্দোলন
B. কৈবর্ত আন্দোলন
C. অদ্বৈতবাদ
D. ভক্তিবাদ
উত্তর : ভক্তিবাদ
14. ভারতের সবচেয়ে লম্বা স্থলসীমা রয়েছে কোন দেশের সাথে ?
A. পাকিস্তান
B. চীন
C. বাংলাদেশ
D. মায়ানমার
উত্তর : বাংলাদেশ
15. পুরুলিয়া জেলার কোন জায়গা তসর শিল্পে বিখ্যাত ?
A. ঝালদা
B. জয়পুর
C. মানবাজার
D. রঘুনাথপুর
উত্তর : রঘুনাথপুর
16. ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ মৃত্তিকা বা মাটি কোনটি ?
A. কালো
B. লাল
C. ল্যাটেরাইট
D. পলি
উত্তর : পলি মৃত্তিকা
17. ভারতের কটি রাজ্য তট রেখার সাথে সংযুক্ত রয়েছে ?
A. 7 টি
B. 8 টি
C. 9 টি
D.10 টি
উত্তর : 9 টি
18. ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?
A. 5000 বছর
B. 6000 বছর
C. 8000 বছর
D. 8500 বছর
উত্তর : 8500 বছর
19. ভারতের সবচেয়ে বড় মিষ্টি জল বেষ্টিত হ্রদ যেটি ?
A. পুরস্ক
B. লোকটাক
C. উলার
D. ডাল
উত্তর : উলার
20. নিচের কোন রাজ্যটির আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয় ?
A. বিহার
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. কেরালা
উত্তর : কেরালা
21. ভারতের সর্বাধিক ধান উৎপাদন স্টেট কোনটি ?
A. অন্ধ্রপ্রদেশ
B. উত্তর প্রদেশ
C. পশ্চিমবঙ্গ
D. পাঞ্জাব
উত্তর : পশ্চিমবঙ্গ
22. শেরশাহের মরণ সাল কত ?
Α. 1540
Β. 1545
C.1552
D.1556
উত্তর : 1545
23. সিন্ধু সভ্যতায় কত সংখ্যক সীলমোহর পাওয়া গেছে ?
A. 4000 সীলমোহর
B. 2000 সীলমোহর
C.5000 সীলমোহর
D.6000 সীলমোহর
উত্তর : 4000 সীলমোহর
24. কাকে ভারতের ‘রাজনৈতিক অসন্তোষের পিতা’ বলে চিহ্নিত করা হয় ?
A. এ.ও. হিউম
B. দাদাভাই নওরোজী
C. লোকমান্য তিলক
D. মহাত্মা গান্ধী
উত্তর : লোকমান্য তিলক
আরও মকটেস্ট : |