Life Science Gk in Bengali with Answers | জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর

Life Science Gk in Bengali with Answers

সুপ্রিয় পাঠকগণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। আসুন এক ঝলকে দেখে নেয়া যাক এই প্রশ্নের উত্তর গুলি।

Life Science Gk in Bengali With Answers :

1. চিংড়ির রক্তের শ্বাসরঙ্গকের নাম কি ?

উ: হিমোসায়ানিন

2. কোন প্রাণীর রক্তে লোহিতকণিকা নেই ?

উ: কেঁচোর

3. শ্বেতকণিকার প্রধান কাজ কী ?

উ: জীবাণু ধ্বংস করা

4. সিরামে অনুপস্থিত উপাদানটির নাম কি ?

উ: ফাইব্রিনোজেন

5. মানুষের রক্তের শ্বাসরঙ্গকে যথা হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কী ?

উ: লোহা

6.রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদানের নাম কি ?

উ: থ্রম্বোকাইনেজ

7. রক্তে উপস্থিত লিপিডটি হল কি প্রকৃতির ?

উ: কোলেস্টেরল

8. লসিকা রক্তে ফিরে আসে কিসের মাধ‍্যমে ?

উ: শিরা

9. হিমোসায়ানিনে উপস্থিত খনিজ উপাদানটির নাম কি ?

উ: তামা

10. মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি ?

উ: দুটি

11. মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি ?

উ: চারটি

12. আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি ?

উ: তেরোটি

13. অ্যান্টিবডি উৎপাদনকারী রক্তকণিকা কোনটি ?

উ: লিম্ফোসাইট

14. মানুষের বাম অলিন্দ – বাম নিলয় সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটির নাম কি ?

উ: দ্বিপত্র কপাটিকা

15. ডান নিলয় থেকে ফুসফুসে CO2 -যুক্ত রক্ত সরবরাহকারী রক্তনালিকাটি কোনটি ?

উ: ফুসফুসীয় ধমনি

16. কোন রক্তশ্রেণি সর্বজনীন দাতা ?

উ: O রক্তশ্রেণি

17. কোন রক্তশ্রেণি সর্বজনীন গ্রহীতা ?

উ: AB রক্তশ্রেণি

18. রক্তে RBC- এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে ?

উ: পলিসাইথিমিয়া

19. রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে গেলে কোন রোগ দেখা দেয় ?

উ: পারপিউরা

20. মানব হৃৎপিণ্ডের কোন স্থান থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছোয় ?

উ: বাম নিলয়

21. মানবদেহে রক্ততঞ্চনের জন্য দায়ী রক্তকণিকা কোনটি ?

উ: অণুচক্রিকা

22. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষের প্রতি ঘন মিমি রক্তে RBC- এর গড় পরিমাণ কত ?

উ: 50 লক্ষ

23. টিউনিকা মিডিয়া স্তরটি পুরু হয় কোন্ রক্তবাহে ?

উ: ধমনিধ

24. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্ত্রীলোকের প্রতি ঘন মিমি রক্তে RBC- এর গড় পরিমাণ কত ?

উ: 40 লক্ষ

25. মানুষের রক্তে রক্তরস থাকে কত শতাংশ ?

উ: 55 %

26. মানুষের রক্তে রক্তকণিকা থাকে কত শতাংশ ?

উ: 45 %

27. রক্তরসের মধ্যে জল থাকে কত শতাংশ ?

উ: 90 %

28. হূৎপিণ্ডের গতি বৃদ্ধি পেলে রক্তচাপের কি পরিবর্তন হয় ?

উ: রক্তচাপ বাড়ে

29. রক্ততঞ্চনের পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে কি বলে ?

উ: সিরাম

30. সাধারণ অবস্থায় রক্তরসের pH মাত্রা কত ?

উ: 7.3 – 7.4

31. লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন ?

উ: 120 দিন

32.  WBC থেকে নিঃসৃত অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী জৈব যৌগটির নাম কি ?

উ: হিস্টামিন

33. লসিকাতে জলের পরিমাণ কত শতাংশ ?

উ: 16 %

34. মানুষের রক্তের ABO শ্রেণিবিন্যাস আবিষ্কার করে কোন বিজ্ঞানী ?

উ: কার্ল ল্যান্ডস্টেইনার

35. কোন শ্রেণির রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন ( অ্যাগ্লুটিনোজেন ) থাকে না ?

উ: O গ্ৰুপ

36. কোন শ্রেণির রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি ( অ্যাগ্লুটিনিন ) থাকে না ?

উ: AB

37. মানুষের রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?

উ: স্ফিগমোম্যানোমিটার

38. নিউক্লিয়াসবিহীন কোন রক্তকণিকা মানবদেহের রক্ততঞ্চনে অংশ নেয় ?

উ: অনুচক্রিকা

39. হৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কোনটি ?

উ: SA নোড

40.  যকৃতে প্রোথ্রম্বিন তৈরিতে সাহায্যকারী ভিটামিন কোনটি ?

উ: K

আরও পড়ুন :

লুসেন্ট বাংলা জিকে প্রশ্ন উত্তর

ইতিহাসের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর 

বিজ্ঞানের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর

Categories GK

Leave a Comment