সুপ্রিয় , পাঠকগন আজকের এই পর্বটিতে শেয়ার করলাম কিছু গুরুত্বপূর্ণ লুসেন্ট এর জেনারেল নলেজ প্রশ্ন উত্তর, আশা করছি এই Lucent GK in Bengali এর প্রশ্নউত্তর গুলি তোমাদের ভালো লাগবে।
Lucent GK in Bengali :
1. কোন রাজা লক্ষণ সেন কে পরাস্ত করে বাংলা দখল করেছিলেন?
উঃ বক্তিয়ার খলজি।
2. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
উঃ জয়নাল আবদীন।
3. মত্ত বিলাস প্রহসন লিপিবদ্ধ কে রচনা করেন?
উঃ মহেন্দ্র বর্মন।
4. কার আমলে শেষ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল?
উঃ লর্ড ওয়েলেসলি।
5. ফা হিয়েন কার আমলে ভারতে আসেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
6. ভারতের ত্রাসের নদী কোন নদীকে বলা হয়?
উঃ তিস্তা নদী।
7. তিস্তা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্য থেকে হয়েছে?
উঃ সিকিম রাজ্য।
8. তিস্তা নদী কোথায় পতিত হয়েছে?
উঃ বঙ্গোপসাগরে।
9. আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর?
উঃ 13 নম্বর স্থান।
10. নিজের কোন কোন বংশের রাজা ছিলেন?
উঃ হুন বংশের রাজা ছিলেন।
11. দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ 1931 সালে স্বাক্ষরিত হয়েছিল।
12. দিল্লির আলাই দরওয়াজা কার আদেশে নির্মিত হয়েছিল?
উঃ আলাউদ্দিন খলজী।
13. দিল্লির সৈয়দ বংশ কে প্রতিষ্ঠা করেছিল?
উঃ খিজির খাঁ প্রতিষ্ঠা করেছিল।
14. দিল্লি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উঃ 1912 সালে।
15. দ্য হিন্দু পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
16. দাসবোধ গ্রন্থের রচিয়তা কে?
উঃ রামদাস।
17. আমিনী কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হতো?
উঃ ভূমি রাজস্ব ক্ষেত্রে।
18. আর্যরা কোন দেবতাকে পূজা করত?
উঃ প্রাকৃতিক শক্তি কে পুজো করতো।
19. সবরমতী আশ্রম কোথায় অবস্থিত?
উঃ আমেদাবাদ।
20. সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেছিল?
উঃ মহাত্মা গান্ধী।
21. সবরমতী আশ্রম কত সালে প্রতিষ্ঠা করেছিল?
উঃ1917 সালে।
22. আমেরিকান কোন রাষ্ট্রপতি সবরমতী আশ্রম ভ্রমণ করতে এসেছিল ?
উঃ ট্রাম্প।
23. আমি একজন সমাজতন্ত্রবাদই , একথা কোন রাজনীতিবিদ বলেছিল?
উঃ জহরলাল নেহেরু।
24. অজন্তা গুহা কোন যুগে তৈরি হয়েছিল?
উঃ গুপ্ত যুগে।
25. ভারতের কোথায় কোথায় কুম্ভ মেলা হয়?
উঃ হরিদ্দার, এলাহাবাদ, নাস্তিক ও উজ্জয়নী (এই মেলাটি প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয়)
26. ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিল?
উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।
27. ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
28. প্রশান্ত মহাসাগরে কোন সুনামি আশঙ্কা থাকলে কোথা থেকে সতর্ক বানী প্রচার করা হয়?
উঃ হাওয়াই শহর এবং হনুলুলু।
29. এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন?
উঃ হরি সেন।
30. দেশপ্রিয় নামে কে পরিচিত?
উঃ যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
31. বন্দেমাতরম স্লোগানটি কোন জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম উচ্চারিত হয়েছিল ?
উঃ কলকাতা অধিবেশনে।
32. জনগণমন গানটি কোন অধিবেশনে গাওয়া হয়েছিল?
উঃ কলকাতা অধিবেশনে।
33. গান্ধীজী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?
উঃ বেলগাঁও অধিবেশনে।
34. গান্ধীজী কংগ্রেসের মোট কতগুলি অধিবেশনে সভাপতিত্ব করেছিল?
উঃ এক টি।
35. বেলগাঁও অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ 1925 সালে।
36. কোন গভর্নর কে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ইমপ্রেস করেছিল ?
উঃ ওয়ারেন হেস্টিংস।
37. ভারতবর্ষে প্রথম কবে স্বাধীনতা পালন করা হয়েছিল?
উঃ 1930 সালে 26 শে জানুয়ারি।
38. কে বলেছিল ‘সমস্ত বিশ্ব যখন ঘুমাবে ভারত সেই মুহূর্তে স্বাধীনতার স্পর্শ অনুভব করবে’।
উঃ. জহরলাল নেহেরু।
39. ভারতবর্ষে প্রথম কে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
উঃ জহরলাল নেহেরু (1930 সালে রাত বারোটার সময় নর্মদা নদীর ধারে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিল)
40. ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপন হয়েছিল?
উঃ 1916 সালে।
41. অপটিক স্নায়ু কোন অনুভূতি গ্রহণ করে?
উঃ দর্শন।
42. সব থেকে দীর্ঘ করোটিক স্নায়ু কোনটি?
উঃ ভেগাস।
43. ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র হয়েছিল কত সালে?
উঃ 1999 সালে।
44. রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে?
উঃ 360 নম্বর ধারা অনুযায়ী।
45. কাশ্মীর সমস্যা সমাধানের জন্য কবে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উঃ 1972 সালে।
46. ভারতীয় রাজ্যের আইন অনুযায়ী শাসক কে?
উঃ রাজ্যপাল।
47. ভারতীয় যে কোন রাজ্যের প্রকৃত শাসক কে ?
উঃ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী।
48. কিউবা সংকট কত সালে দেখা দেয়?
উঃ 1962 সালে।
49. মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?
উঃ নাসের।
50. বর্তমান বিশ্বে সব থেকে শক্তিধর রাষ্ট্রের নাম কি?
উঃ আমেরিকা।
Read More : History gk in Bengali |