মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mughal Empire Questions And Answers

মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mughal Empire Questions And Answers

সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটিতে তোমাদের সাথে শেয়ার করলাম মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য খুবই গুরুত্বপূর্ণ।

মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :

1. বাবর (1526-1530) খ্রিষ্টাব্দ
2. হুমায়ুন (1530-1540) ও (1555-56)
3.শেরশাহ (1540-1555) খ্রিষ্টাব্দ (আফগান)
4. আকবর (1556-1605) খ্রিষ্টাব্দ
5.জাহাঙ্গীর (1605-1627) খ্রিষ্টাব্দ
6. শাহজাহান (1627-1658) খ্রিষ্টাব্দ
7. ঔরঙ্গজেব (1658-1707) খ্রিষ্টাব্দ

       => বাবর সম্পর্কিত <=

1. মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? – বাবর ।

2. বাবরের প্রকৃত নাম কি ? – জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ।

3. তুর্কি ভাষায় বাবর কথার অর্থ কি ? – “সিংহ” ।

4. বাবরের পিতার নাম কি? – ওমর শেখ মির্জা ।(তৈমুর লং এর বংশধর) ।

5. বাবর তার পিতার মৃত্যুর পর প্রথম কোথায় সিংহাসনে বসেন ? – ফরগনা রাজ্যে ।

6. বাবর কবে কাবুল অধিকার করেন ? – 1504 খ্রিস্টাব্দে ।

7. পানিপথের প্রথম যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় ? – 1526 খ্রি 21April বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে ।(ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হয় ) ।

8. ভারতবর্ষে কে প্রথম যুদ্ধক্ষেত্রে  কামানের ব্যবহার চালু করেন ? – বাবর।

9. খানুয়ার যুদ্ধ কবে ও কার মধ্যে হয় ? – 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিং এর মধ্যে । (বাবর জয়লাভ করেন) ।

10. বাবর কবে “চান্দেরি দুর্গ” আক্রমণ করেন ? – 1528 খ্রিষ্টাব্দে মেদিনীরায়কে পরাজিত করে ।

11. ঘর্ঘরার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় ? – 1529 খ্রিস্টাব্দের 6 May বাবর ও আফগান শক্তিজোটের মধ্যে ।

12. বাবরের আত্মজীবনীর নাম কি? – “তুজুক-ই-বাবরী” বা “বাবরনামা” ।

13. “বাবরনামা” কোন ভাষায় রচিত ? – তুর্কি ভাষায়।

14. কত খ্রিস্টাব্দে বাবর মারা যান ? – 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় ।(কাবুলের আরামবাগে তাকে সমাধিস্থ করা হয়েছে ) ।

    => হুমায়ুন সম্পর্কিত <=

1. “হুমায়ুন” কথার অর্থ কি ? – “ভাগ্যবান” ।
2. কত খ্রিস্টাব্দে হুমায়ুন  বুন্দেলখন্ডের কালিঞ্জর দূর্গ অবরোধ করেন ? – 1531 খ্রিষ্টাব্দে ।

3. চৌসার যুদ্ধ কবে ও কার মধ্যে হয় ? – 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে ।

4. কবে ও কার মধ্যে বিলগ্ৰাম বা কনৌজের যুদ্ধ সংঘটিত হয় ? – 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে ।

5. বিলগ্রাম বা কনৌজের যুদ্ধের পর আবার কবে পুনরায় হুমায়ুন সিংহাসনে বসেন ? – 1555 ।

6. “হুমায়ুননামা” কে রচনা করেন ? – গুলবেদন বেগম ।

7. হুমায়ুন কবে ও কিভাবে মারা যান ? – 1556 খ্রিস্টাব্দে নিজ গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান।

8.হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতির নাম কি ?
– বৈরাম খাঁ ।

9.”তারিখ-ই-হুমায়ুনি” কার লেখা ? – জহর আফতাচি ।

      => শেরশাহ সম্পর্কিত <=

1. শেরশাহের প্রকৃত নাম কি ? – ফরিদ খা ।
2. শেরশাহ কোথাকার লোক ছিলেন ? – শূর বংশীয় আফগান ।

3. জমি জরিপ করার প্রথা কে চালু করেন ? – শেরশাহ।

4. শেরশাহ তার সাম্রাজ্য কে কত ভাগে বিভক্ত করেছিলেন ? – 47 ভাগে।

5. “কবুলিয়ত” ও “পাট্টা” প্রথার প্রচলন কে করেন ? – শেরশাহ ।

6. জায়গীর এর পরিবর্তে নগদ বেতন দেওয়ার প্রথা কে চালু করেন ? – শেরশাহ।

7. ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা কে প্রবর্তন করেন ? – শেরশাহ।

8.”গ্ৰান্ড ট্যাঙ্ক রোড” বা “সড়ক-ই-আজম” কে চালু করেন ? – শেরশাহ ।

9. আলাউদ্দিন খলজি প্রবর্তিত “দাগ ও হুলিয়া” ব্যবস্থার কে পুনঃপ্রবর্তন করেছিলেন ? – শেরশাহ ।

10. “রুপি” নামক রৌপ্যমুদ্রা ও “দাম” নামক তাম্রমুদ্রা কে প্রবর্তন করেন? – শেরশাহ ।

11. ঝিলাম নদীর তীরে রোটাসগড় দুর্গ কে নির্মাণ করেন ? – শেরশাহ।

12. শেরশাহের সেনাপতি কে ছিলেন ? – ব্রহ্মজিৎ গৌড় ।

13. শেরশাহ কবে ও কিভাবে মারা যান ? -1545 সালে কালীঞ্জর দুর্গ অবরোধকালে বারুদের স্তুপে আগুন লেগে মারা যান।

14. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত ?
– বিহারের সাসারামে ।

     => আকবর সম্পর্কিত <=

1.আকবর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ? – 1556 খ্রিস্টাব্দে।

2.পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে ও কাদের মধ্যে সংঘটিত হয়  ? – 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে।

3.আকবর কত খ্রিস্টাব্দে গুজরাট জয় করেন ? – 1572 খ্রিস্টাব্দে।

4.হলদিঘাটের যুদ্ধ কবে ও কাদের মধ্যে সংঘটিত হয়? – 1576 খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপের সঙ্গে ।

5.ফতেপুর সিক্রি কে তৈরী করেন ? – আকবর ।

6.বুলন্দ দর‌ওয়াজা কে নির্মাণ করেন ? – আকবর।

7.আকবর তাঁর সাম্রাজ্য কে কতগুলি সুবায় ভাগ করেন ? – 15 টি।

8.আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন ? – টোডরমল ।

9.”জাবতি ব্যবস্থা” কে প্রবর্তন করেছিলেন ? – আকবর 1582 সালে।

10.ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাণ করেন ? – আকবর (1575) ।

11.মনসবদারি প্রথা কে চালু করেন ? – আকবর ।

12.”মনসব” শব্দের অর্থ কী? – পদমর্যাদা।

13.দীন-ই-ইলাহী কে,কবে প্রবর্তন করেন ? – আকবর (1582) ।

14.আকবরের সভার একজন বিশিষ্ট সঙ্গীত‌জ্ঞের নাম কি ? – তানসেন।

15.তানসেনের আসল‌ নাম কি ? – রামতনু পান্ডে ।

16.কোন মুঘল সম্রাট তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন ? – আকবর ।

17.কোন মুঘল সম্রাট অমৃতসরের স্বর্ণমন্দিরের জন্য জমি দান করেছিলেন ? – আকবর ।

18.অমৃতসরের স্বর্ণমন্দির কে তৈরি করেন ? – গুরু রামদাস।

19.ফতেপুর সিক্রিতে পাঁচ মহল কে নির্মাণ করেন ? – আকবর ।

20.আসিরগড় দূর্গ কে জয় করেছিলেন ? – আকবর(1601) ।

21.কত খ্রিস্টাব্দে আকবর মারা যান ? – 1605 খ্রিস্টাব্দে।

22.আকবরের কোথায় সমাধি দেওয়া হয় ? – সেকেন্দ্রাতে ।

23.আবুল ফজলের লেখা আকবরের আত্মজীবনীমূলক বইগুলি কি কি ? – “আইন-ই-আকবরী” ও “আকবরনামা” ।

24.আইন-ই-আকবরীর মূল বিষয়বস্তু কি ছিল ? – অর্থনৈতিক ব্যবস্থা।

25.”আগ্ৰা ফোর্ট” কে তৈরী করেন ? – আকবর ।

26.ভারতের কোন প্রধানমন্ত্রী মুঘল সম্রাট আকবরকে “ভারতের জাতীয়তাবাদের জনক” আখ্যা দিয়েছেন ? – জ‌ওহরলাল নেহেরু ।

27.আকবরের সেনাপতির নাম কি ছিল ? – বীরবল ।

28.বিখ্যাত চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ কোন মুঘল রাজার আমলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ? – আকবর।

 => জাহাঙ্গীর সম্পর্কিত <=

1.জাহাঙ্গীরের আসল নাম কি ? – সেলিম।

2.জাহাঙ্গীরের উপাধি কি ছিল ? – নুরুউদ্দিন মহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজি ।

3.জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি ? – মেহের‌উন্নিসা (নুরজাহান) ।

4.”নুরজাহান” কথার অর্থ কি ? – “জগতের আলো” ।

5.শিখ গুরু অর্জুনদেবকে কে হত্যা করেন ? – জাহাঙ্গীর (1606 খ্রিস্টাব্দে ) ।

6.কোন মুঘল সম্রাটের শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন ? – জাহাঙ্গীরের সময়ে (1615 খ্রিস্টাব্দে ) ।

7. দিল্লির রেড ফোর্টে মতি মসজিদ কে নির্মাণ করেন ? – জাহাঙ্গীর।

8.”ইমতাজ-উদ-দৌলা” সমাধি সৌধ কে নির্মাণ করেন ? – নুরজাহান।

9.জাহাঙ্গীরের আত্মচরিত টির নাম কি ? – “তুজুক-ই-জাহাঙ্গীরী” ।

10.’তুজুক-ই-জাহাঙ্গীরী’ কোন ভাষায় লেখা ? – তুর্কি।

11.জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত?
– লাহোরে ।

12.ক্যাপ্টেন হকিন্স কোন শাসকের রাজ দরবারে এসেছিলেন? – জাহাঙ্গীর।

13.কার সময়কালে মুঘলযুগের চিত্রকলা উচ্চত্তর পর্যায়ে পৌঁছায় ? – জাহাঙ্গীর।

14.মুঘলদের সরকারি ভাষা কি ছিল? – পারসি।

15.মুঘল আমলে কোন শিল্প সর্বাধিক উন্নতি করেছিল ? – রেশম শিল্প ।

16.কার অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন ? – জাহাঙ্গীর।

   => শাহজাহান সম্পর্কিত <=

1.’শাহজাহান’ শব্দের অর্থ কী ? – জগতের প্রধান।

2.শাহজাহান কি উপাধি পেয়েছিলেন ? – “আবুল মুজফ্ফর মহম্মদ শাহজাহান বাদশাহ গাজি “।

3.কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেছিলেন ? – শাহজাহান , তার স্ত্রী মমতাজের স্মরণে ।

4.কোন সম্রাটের রাজত্বকালকে “মুঘল আমলের স্বর্ণযুগ” বলে ? – শাহজাহানের রাজত্বকালকে ।

5. শাহজাহানের স্থাপত্য সমূহ:
a) দিল্লির লালকেল্লা
b)দেওয়ান-ই-আম
c)দেওয়ান -ই-খাস
d)আগ্ৰার মতি মসজিদ
e)জামা মসজিদ
f)খাসমহল
g)শিশমহল
h) ময়ূর সিংহাসন

6.ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন ? – বেবাদল খাঁ।

7.কোন মুঘল সম্রাটের আমলে রাজধানী আগ্ৰা থেকে দিল্লিতে স্থানান্তর হয় ? – শাহজাহান।

8.শাহজাহান কবে ও কিভাবে মারা যান ? – শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে সিংহাসনের লোভে শাহজাহানকে বন্দি করে রাখে এবং বন্দীঅবস্থায় 1666 খ্রিস্টাব্দে শাহজাহানের মৃত্যু হয়।

   => ঔরঙ্গজেব সম্পর্কিত <=

1. ঔরঙ্গজেবের উপাধি কি ছিল ? – আলমগীর বাদশাহ গাজি।

2. সামুগড়ের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় ? – ঔরঙ্গজেব ও তার ভ্রাতা ও দারার মধ্যে 1658 খ্রিস্টাব্দে।

3. দেওয়াই এর যুদ্ধ কবে ও কাদের মধ্যে  হয় ? – ঔরঙ্গজেব ও দারার মধ্যে 1659 খ্রিস্টাব্দে।

4. কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন ? – ঔরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে।

5. কোন মুঘল সম্রাটকে দরবেশ ও জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হয় ? – ঔরঙ্গজেব ।

6. নওরোজ উৎসব কে নিষিদ্ধ করেছিলেন ? – ঔরঙ্গজেব ।

7. নবম শিখগুরু তেগ বাহাদুর কে হত্যা করেছিলেন ? – ঔরঙ্গজেব ।

8. দার-উল- ইসলাম এবং দার-উল- হার্ব এই কথা দুটি কার আমলে প্রচলিত ছিল ? – ঔরঙ্গজেব ।

9. ঔরঙ্গজেব কবে মারা যান ? – 1707 খ্রিস্টাব্দে ।

আরও পড়ুন :

লুসেন্ট জিকে প্রশ্ন উত্তর

 

Leave a Comment