ক্রীড়া কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ | খেলা সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স

ক্রীড়া কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ : সুপ্রিয় বন্ধুরা আজকের এই পর্বে শেয়ার করা হলো ক্রীড়া কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ সম্পর্কে।

ক্রীড়া কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ : সম্প্রতি ২০২৪ সালে ঘটে যাওয়া খেলার (ক্রিকেট, ফুটবল, হকি অলিম্পিক) গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে। চলুক দেখে নেওয়া যাক এই ক্রীড়া কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ এর প্রশ্ন উত্তর গুলি।

ক্রীড়া কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ :

১. প্যারিস অলিম্পিক 2024 এ নীরজ চোপড়া য পদক জিতেছে ?

A. স্বর্ণ
B. রৌপ্য
C. ব্রোঞ্জ
D. তাম্র

উত্তর : রৌপ‍্য

২. সম্প্রতি চর্চিত খেলোয়াড় ভিনেস ফোগার্ড যে খেলার সাথে আছে ?

A. ক্রিকেট
B. তীরন্দাজ
C. কুস্তি
D. ফুটবল

উত্তর : কুস্তি

৩. প্রতিবছর ভারতে জ্যাভলিন থ্রো দিবস যে দিনে পালন করা হয় ?

A. 7 আগস্ট
B. 4 আগস্ট
C. 6 আগস্ট
D. 8 আগস্ট

উত্তর : 7 আগস্ট

৪. প্যারিস অলিম্পিক 2024 এ ভারতীয় হকি টিম যে পদক জিতেছে ?

A. স্বর্ণ
B. রৌপ্য
C. ব্রোঞ্জ
D. তাম্র

উত্তর : ব্রোঞ্জ

৫. প্যারিস অলিম্পিক 2024 এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক কোন মহিলা জিতেছেন ?

A. মনু ভাকর
B. হিনা সিদ্ধ
C. জোস্সিনি সিং দেসপাল
D. কোনোটিই নয়

উত্তর : মনু ভাকর

৬. প্যারিস অলিম্পিক 2024 এ মহিলাদের 50 মিটার খ্রি রাইফেলে স্বপ্নীল কুশালে যে পদক জিতেছেন ?

A. ব্রোঞ্জ
B. রূপো
C. সোনা
D. তামা

উত্তর : ব্রোঞ্জ

৭. কোন ফুটবল টিম Euro Cup 2024 এর খেতাব জিতেছে ?

A. জার্মানি
B. ইতালি
C. স্পেন
D. পর্তুগাল

উত্তর : স্পেন

৮. কোন দেশের ক্রিকেট টিম Women’s Asia Cup 2024 এর খেতাব জিতেছে ?

A. বাংলাদেশ
B. ভারত
C. পাকিস্তান
D. শ্রীলঙ্কা

উত্তর : শ্রীলঙ্কা

৯. কোন মহিলা ক্রিকেটারকে জুন 2024 এর জন্য ICC player of The Month এর সম্মান দেওয়া হয়েছে ?

A. হোরলিন দেওয়ল (ভারত)
B. সফি দেবীন (নিউজিল্যান্ড)
C. স্মৃতি মন্থানা (ভারত)
D. বেথ মুনি (অস্ট্রেলিয়া)

উত্তর : স্মৃতি মন্থানা

১০. কোন পুরুষ ক্রিকেটারকে জুন 2024 এর জন্য ICC Player of The Month এর সম্মান দেওয়া হয়েছে ?

A. হোরলিন দেওয়ল (ভারত)
B. সফি দেবীন (নিউজিল্যান্ড)
C. যশপ্রীত বুমরাহ্ (ভারত)
D. বেথ মুনি (অস্ট্রেলিয়া)

উত্তর : যশপ্রীত বুমরাহ্

১১. ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের মুখ্য হিসেবে কোন ব‍্যক্তিকে নিযুক্ত করা হয়েছে ?

A. বীরেন্দ্র সেহবাগ
B. কপিল দেব
C. বিবি এস লক্ষণ
D. গৌতম গম্ভীর

উত্তর : গৌতম গম্ভীর

১২. কোন পুরুষ ক্রিকেটারকে মে 2024 এর জন্য ICC Player of The Month এর সম্মান দেওয়া হয়েছে ?

A. এরেন জোন্স (আমেরিকা)
B. গুডাকেস মোতি (ওয়েস্ট ইন্ডিজ)
C. মেট হেনরি (নিউজিল্যান্ড)
D. সেম করন (ইংল্যান্ড)

উত্তর : গুডাকেস মোতি (ওয়েস্ট ইন্ডিজ)

১৩. কোন খেলার সাথে সম্বন্ধিত খেলোয়াড় ‘পিআর শ্রীজেস’ আন্তর্জাতিক খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ?

A. ক্রিকেট
B. ফুটবল
C. হকি
D. ব্যাডমিন্টন

উত্তর : হকি

১৪. যে খেলোয়াড় প্যারিস অলিম্পিক 2024 এ 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ?

A. মনু ভাকর ও শরবজোত সিং
B. সৌরভ চৌধুরী ও অপূর্ব চান্দেলা
C. মনু ভাকর ও সৌরভ চৌধুরী
D. কোনটিই নয়

উত্তর : মনু ভাকর ও শরবজোত সিং

১৫. কোন দেশের ক্রিকেট টিম ICC Men’s T20 World Cup জিতেছে ?

A. অস্ট্রেলিয়া
B. ইংল্যান্ড
C. আফগানিস্তান
D. ভারত

উত্তর : ভারত

১৬. প্রতিবছর অলিম্পিক দিবস কোন দিনে পালন করা হয় ?

A. 22 জন
B. 23 জুন
C. 25 জুন
D. 29 জুন

উত্তর : 23 জুন

১৭. কোন টিমের মহিলা ক্রিকেটার চমারি অথাপথ কে মে 2024 এর জন্য ICC Player of The Month এর সম্মান দেওয়া হয়েছে ?

A. নিউজিল্যান্ড
B. শ্রীলঙ্কা
C. বাংলাদেশ
D. নেপাল

উত্তর : শ্রীলঙ্কা

১৮. স্বাধীনতার পরে একটি অলিম্পিক খেলায় দুটি পদক জয়ী প্রথম খেলোয়ােড় কোন ব‍্যক্তি হয়েছেন ?

A. মনু ভাকর
B. পি ভি সিন্ধু
C. সরবজোত সিং
D. নীরজ চোপড়া

উত্তর : মনু ভাকর

১৯. সম্প্রতি কেদার যাদব আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিলেন তিনি যে খেলার সাথে যুক্ত ?

A. ক্রিকেট
B. ফুটবল
C. হকি
D. টেনিস

উত্তর : ক্রিকেট

২০. কোন ফুটবল ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগ 2023- 2024 এর খেতাব জিতেছে ?

A. আর্সনেল এফসি
B. লিবরপুল এফসি
C. ম্যানচেস্টার সিটি
D. ম্যানচেস্টার ইউনাইটেড

উত্তর : ম্যানচেস্টার সিটি

২১. সম্প্রতি ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছে তিনি যে দেশের খেলোয়াড় ?

A. নিউজিল্যান্ড
B. ইংল্যান্ড
C. দক্ষিণ আফ্রিকা
D. অস্ট্রেলিয়া

উত্তর : অস্ট্রেলিয়া

২২. IPL 2024 এ ওরেঞ্জ ক্যাপ যে খেলোয়াড় পেয়েছেন ?

A. শুভমন গিল
B. বিরাট কোহলি
C. ফাফ ডু প্লেসিস
D. রোহিত শর্মা

উত্তর : বিরাট কোহলি

২৩. সম্প্রতি ভারতীয় খেলোয়াড় দীনেশ কার্তিক অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত ?

4.. হকি
B. ফুটবল
C. ক্রিকেট
D. ব্যাডমিন্টন

উত্তর : ক্রিকেট (ভারত)

২৪. খেলোয়াড় সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত যিনি সম্প্রতি পদত্যাগ করার কথা ঘোষণা করেন ?

A. ক্রিকেট
B. হকি
C. ফুটবল
D. ব্যাডমিন্টন

উত্তর : ফুটবল (ভারত)

২৫. IPL 2024 এ পার্পেল ক্যাপ যে খেলোয়াড় পেয়েছেন ?

A. শুভমন গিল
B. বিরাট কোহলি
C. ফাফ ডু প্লেসিস
D. হর্সল প্যাটেল

উত্তর : হর্সল প্যাটেল

২৬. খেলো ইন্ডিয়া যুব গেমস 2024 যে রাজ্যে অনুিষ্ঠিত হয়েছে ?

A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. তেলেঙ্গানা

উত্তর : তামিলনাড়ু

২৭. 2024 SAFF সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর আয়োজন কোথায় হবে ?

A. রাঁচি
B. পাটনা
C. লখনৌ
D. দিল্লি

উত্তর : রাঁচি

২৮. খেলো ইন্ডিয়া যুব গেমস 2024 এ সর্বাধিক পদক যে রাজ্য জিতেছে ?

A. মহারাষ্ট্র
B. হরিয়ানা
C. তামিলনাড়ু
D. দিল্লি

উত্তর : মহারাষ্ট্র

২৯. Hockey India Awards 2023 কোন ব‍্যক্তিকে বছরের সর্বশ্রেষ্ঠ মহিলা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে ?

A. নিক্বী প্রধান
B. ইশিকা চৌধুরী
C. গুরজিৎ কোর
D. সলিমা টেটে

উত্তর : সলিমা টেটে

৩০. Hockey India Awards 2023 কোন ব‍্যক্তিকে বছরের সর্বশ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে ?

A. শামসের সিং
B. হার্দিক সিং
C. অমিত রুহিদাস
D. সুরেন্দ্র কুমার

উত্তর : হার্দিক সিং

আরও নজর রাখুন :

প‍্যারিস অলিম্পিক ২০২৪ প্রশ্ন উত্তর

Categories GK

1 thought on “ক্রীড়া কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ | খেলা সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স”

Leave a Comment