প্রিয় বন্ধুরা, এই পর্বটিতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিভিন্ন সংগঠন ও তাদের প্রতিষ্ঠতা সম্পর্কে। যেমন ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা যে করেন ? আত্মীয় সভার প্রতিষ্ঠতা কে ? ইত্যাদি সম্পর্কে।
বিভিন্ন সংগঠন ও তাদের প্রতিষ্ঠতা :
১. সবরমতী আশ্রম এর প্রতিষ্ঠা করেন কে ?
A. মহাত্মা গান্ধী
B. মোতিলাল নেহেরু
C. গোপালকৃষ্ণ গোখলে
D. কোনোটিই নয়
উত্তর : মহাত্মা গান্ধী
২. স্বরাজ পাটি প্রতিষ্ঠা করেন কোন ব্যক্তি ?
A. চিত্তরঞ্জন দাস
B. মোতিলাল নেহেরু
C. এন সি কেলর
D. উপরের সবকটি
উত্তর : উপরের সবকটি
৩. . নিউইয়র্কে ‘বেদান্ত সোসাইটি’ কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন ?
A. শ্রী অরবিন্দ
B. সিস্টার নিবেদিতা
C. স্বামী বিবেকানন্দ
D. সারদা দেবী
উত্তর : স্বামী বিবেকানন্দ
৪. কোন ব্যক্তি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ?
A. ডেভিড হেয়ার
B. স্বামী দয়ানন্দ সরস্বতী
C. বালগঙ্গাধর তিলক
D. পন্ডিতা রঙ্গাবাঈ
উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী
৫. আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠা যে করেন ?
A. সরোজিনী নাইডু
B. সরলা দেবী
C. পন্ডিতা রমাবাঈ
D. কোনোটিই নয়
উত্তর : পন্ডিতা রমাবাঈ
৬. ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা যে করেন ?
A. শ্যামজী কৃষ্ণবর্মা
B. শিশির কুমার ঘোষ
C. কেশব চন্দ্র সেন
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
উত্তর : শিশির কুমার ঘোষ
৭. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যে করেন ?
A. মোতিলাল নেহেরু
B. ড: রাজেন্দ্র প্রসাদ
C. মদন মোহন মালব্য
D. লালা হরদয়াল
উত্তর : মদন মোহন মালব্য
৮. কোন ব্যক্তি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ?
A. রাসবিহারী বসু
B. মহাত্মা গান্ধী
C. মোহন সিং
D. সুভাষচন্দ্র বসু
উত্তর : সুভাষচন্দ্র বসু
৯. নওজোয়ান ভারত সভা যে প্রতিষ্ঠা করেন ?
A. মহাত্মা গান্ধী
B. সুভাষচন্দ্র বসু
C. ভগৎ সিং
D. রাসবিহার বসু
উত্তর : ভগৎ সিং
১০. অখিল ভারতীয় হিন্দু মহাসভা যে প্রতিষ্ঠা করেন তার নাম ?
A. সুভাষচন্দ্র বসু
B. মহাত্মা গান্ধী
C. জ্যোতিবা ফুলে
D. মদনমোহন মালব্য
উত্তর : মদনমোহন মালব্য
১১. আত্মীয় সভার প্রতিষ্ঠতা কে ?
A. দেবেন্দ্রনাথ ঠাকুর
B. ডেভিড হেয়ার
C. কেশব চন্দ্র সেন
D. রাজা রামমোহন রায়
উত্তর : রাজ রামমোহন রায়
১২. অনুশীলন সমিতি এর প্রতিষ্ঠতা করেন কারা ?
A. আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী
B. প্রমথনাথ মিত্র ও সতীশ চন্দ্র বসু
C. অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধার তিলক
D. লালা হরদয়াল ও রাজবিহারী বসু
উত্তর : প্রমথনাথ মিত্র ও সতীশ চন্দ্র বসু
১৩. সারভেন্টস অব-ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেন ?
A. স্বামী দয়ানন্দ
B. মহাত্মা গান্ধী
C. সুভাষচন্দ্র চন্দ্র বোস
D. গোপালকৃষ্ণ গোখলে
উত্তর : গোপালকৃষ্ণ গোখলে
১৪. কোন ব্যক্তি ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ?
A. লাল বিহারী
B. লালা হরদয়াল
C. পুলিন বিহারী দাস
D. সতীশচন্দ্র বসু
উত্তর : পুলিন বিহারী দাস
১৫. হিন্দুস্তান-সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন কে ?
A. চন্দ্রশেখর আজাদ
B. ভগত সিং
C. সুখদেব
D. উপরের সবকটি
উত্তর : উপরের সবকটি
১৬. ভারত সভা বা ইন্ডিয়ান-ন্যাশনাল অ্যাসোসিয়েশন সংগঠন কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন ?
A. মদনমোহন মালব্য
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
C. গোপালকৃষ্ণ গোখলে
D. মহাত্মা গান্ধী
উত্তর : সুরেন্দ্রনাথ ব্যানার্জি
১৭. নীচের কোন ভারতীয় ব্যক্তি আফ্রিকাতে ‘ফিনিক্স’ সংগঠন প্রতিষ্ঠা করেন ?
A. লালা লাজপত রায়
B. মহাত্মা গান্ধী
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. দাদাভাই নওরোজি
উত্তর : মহাত্মা গান্ধী
১৮. ‘বিশ্বভারতী সংগঠন’ কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন ?
A. দয়ানন্দ সরস্বতী
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. মহাত্মা গান্ধী
D. স্বামী বিবেকানন্দ
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
১৯. রামকৃষ্ণ মিশন কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন ?
A. রামকৃষ্ণ পরমহংসদেব
B. স্বামী শিবানন্দ
C. স্বামী বিবেকানন্দ
D. দয়ানন্দ সরস্বতী
উত্তর : স্বামী বিবেকানন্দ
২০. প্রার্থনা সমাজ কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন ?
A. ডেভিড হেয়ার
B. লালা হরদয়াল
C. শিশির কুমার
D. আত্মারাম পান্ডুরঙ্গ
উত্তর : আত্মারাম পান্ডুরঙ্গ
২১. হরিজন সেবক-সংঘ কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন ?
A. মহাত্মা গান্ধী
B. লালা লাজপত রায়
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. দাদাভাই নওরোজি
উত্তর : মহাত্মা গান্ধী
২২. মিত্র মেলার প্রতিষ্ঠতা কোন ব্যক্তি ?
A. কেশব চন্দ্র সেন
B. শিশির কুমার ঘোষ
C. লালা হরদয়াল
D. বিনায়ক দামোদর সাভারকর
উত্তর : বিনায়ক দামোদর সাভারকর
২৩. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যিনি ?
A. জ্যোতিবা ফুলে
B. শিশির কুমার ঘোষ
C. রাজবিহারী বসু
D. রাজা রামমোহন রায়
উত্তর : জ্যোতিবা ফুলে
২৪. হোমরুল লীগ কারা প্রতিষ্ঠা করেন ?
A. আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী
B. প্রমথনাথ মিত্র ও সতীশ চন্দ্র বসু
C. অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধার তিলক
D. লালা হরদয়াল ও রাজবিহারী বসু
উত্তর : অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধার তিলক
আরও নজর রাখুন : ● বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ ● প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর |