সুপ্রিয় বন্ধুরা, এই পর্বটিতে WBP Gk বা পশ্চিমবঙ্গ পুলিশের গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ প্রশ্ন উত্তর প্রদান করা হল।
WBP Gk Mock Test in Bengali :
১. ভারতীয় সংবিধানে ভাষা রয়েছে মোট কটি ?
A. 22 ভাষা
B. 25 ভাষা
C. 30 ভাষা
D. 40 ভাষা
উত্তর : 22 টি
২. 200 টাকার নোটে কার চিহ্ন অঙ্কিত রয়েছে ?
A. তাজমহল
B. লালকেল্লা
C. চন্দ্রযান
D. সাঁচি কা স্তূপ
উত্তর : সাঁচি কা স্তূপ
৩. এরোপ্লেন এর আবিষ্কার সর্বপ্রথম কোন দেশে হয়েছিল ?
A. ভারতে
B. জাপানে
C. আমেরিকায়
D. চীনে
উত্তর : আমেরিকা
৪. ভারতের কোন রাজ্যটি কোনদিন ইংরেজদের গোলাম হয়নি ?
A. অসম
B. কেরল
C. গোয়া
D. ঝাড়খন্ড
উত্তর : গোয়া
৫. কোন রাষ্টে পাঁচটি সূর্য দেখা যায় ?
A. চীন
B. জাপান
C. শ্রীলঙ্কা
D. রুশ
উত্তর : চীন
৬. কোন প্রাণী জল পান করলে মরে যায় ?
A.উট
B. সাপ
C. ক্যাঙ্গারু রেট
D. হাতি
উত্তর : ক্যাঙ্গারু রেট
৭. আয়ুর্বেদ ওষুধ আবিষ্কার করে কোন দেশ ?
A. জাপান
B. ভারত
C. রুশ
D. নেপাল
উত্তর : ভারত
৮. মানুষের একটি চোখের ওজন কত গ্ৰাম ?
A. 2 গ্রাম
B. 5 গ্রাম
C. 8 গ্রাম
D. 6 গ্রাম
উত্তর : 8 গ্ৰাম
৯. লালকেল্লা তৈরি করতে কতদিন সময় লেগেছে ?
A. 5 বছর
B. 6 বছর
C. 9 বছর
D.10 বছর
উত্তর : 10 বছর
১০. ভারতের যে রাজ্য সবচেয়ে গরিব রাজ্য ?
A. বিহার
B. ঝাড়খন্ড
C. কাশ্মীর
D. রাজস্থান
উত্তর : বিহার
১১. সবচেয়ে প্রথম ইন্টারনেটের ব্যবহার করেছিল কোন দেশে ?
A. ভারত
B. আমেরিকা
C. চীন
D. জাপান
উত্তর : আমেরিকা
১২. আমের শহর নামে পরিচিত ?
A. মুম্বাই
B. কলকাতা
C. লখনৌ
D. বিহার
উত্তর : লখনৌ
১৩. ফেসবুকে সবচেয়ে বেশি ইউসার আছে কোন দেশে ?
A. রুশ
B. ভারত
C. আমেরিকা
D. চীন
উত্তর : ভারতে
১৪. ভারতের সর্বাধিক রুপো উৎপাদনকারী রাজ্য ?
A. রাজস্থান
B. মুম্বাই
C. দিল্লি
D. গুজরাট
উত্তর : রাজস্থান
১৫. ভারতের কোন রাজ্যে মহিলার চেয়ে পুরুষের সংখ্যা বেশি ?
A.রাজস্থান
B. কেরল
C. গোয়া
D. হরিয়ানা
উত্তর : কেরল
১৬. কোন দেশে সবচেয়ে কম ফাঁসির সাজা হয় ?
A. শ্রীলঙ্কা
B. আমেরিকা
C. ভারত
D. নেপাল
উত্তর : ভারত
আগের পর্ব গুলি : ● Gk মকটেস্ট পর্ব – ১২ ● Gk মকটেস্ট পর্ব – ১১ |